উত্তর :
একাকী পৃথকভাবে তাকবীর দেওয়া যাবে না। কেননা হাদীছে বর্ণিত ইমামের অনুসরণ
দ্বারা তার ছালাতের তাকবীরসমূহ অনুসরণের প্রতি ইঙ্গিত করা হয়েছে। একদা
রাসূল (ছাঃ) ছালাতরত অবস্থায় ময়লা থাকার কারণে জুতা খুলে ফেললে ছাহাবায়ে
কেরামও জুতা খুলে ফেলেন। পরবর্তীতে রাসূল (ছাঃ) তাদেরকে এরূপ করতে নিষেধ
করে বললেন, ময়লা থাকার কারণে আমি খুলে ফেলেছি (আহমাদ, ইবনু হিববান হা/২১৮৫)। এছাড়া বসে ছালাত আদায়কারীর পিছনে দাঁড়িয়ে ছালাত আদায় করা জায়েয (বুখারী, মুসলিম, মিশকাত হা/১১৪০)। এ হাদীছগুলি প্রমাণ করে যে, ইমামের তাকবীর ব্যতীত অন্য কিছু অনুসরণযোগ্য নয়।