627 বার পঠিত
উত্তর: ইমাম মিম্বারে উঠার পূর্বে জুম‘আর আযান দেওয়া সুন্নাত পরিপন্থী কাজ। বরং খতীব মিম্বরে বসার পরে আযান দেওয়া সুন্নাত। সায়েব বিন ইয়াযীদ (রাঃ) বলেন, রাসূল (ছাঃ)-এর যুগে জুম‘আর দিনে আযান দেয়া হ’ত যখন খতীব মিম্বারে বসতেন (বুখারী হা/৯১৩)।