উত্তর :
এক-তৃতীয়াংশ বিলম্ব করে একা ছালাত আদায় করার চেয়ে সময়ের মধ্যে জামা‘আতের
সাথে ছালাত আদায় করাই উত্তম। ওমর (রাঃ) বলেন, রাত জেগে ছালাত আদায় করার
চেয়ে জামা‘আতবদ্ধ ছালাত আদায় করা উত্তম (মালিক, মিশকাত হা/১০৮০)।
আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, আমার উম্মতের উপর ভারী
মনে না করলে রাতের এক-তৃতীয়াংশে অথবা অর্ধরাতে এশার ছালাত আদায় করতে বলতাম (ইবনে মাজাহ, মিশকাত হা/৬১১)। অর্থাৎ এশার ছালাতের জামা‘আতকেই দেরী করে দিতাম।