উত্তর : বর্ণিত
উক্তিটির প্রমাণে কোন হাদীছ নেই। এটি প্রচলিত কথা মাত্র। حُقُبٌ অর্থ যুগ
বা দীর্ঘ সময়কাল। আল্লাহ বলেন, ‘অবিশ্বাসীরা জাহান্নামে থাকবে যুগ যুগ ধরে’
(নাবা ৭৮/২৩)। অত্র আয়াতে বর্ণিত أَحْقَابًا অর্থ دُهُوْرٌ
مُتَتَابَعَةٌ ‘পরপর যুগসমূহ’। হাসান বছরী বলেন, এর অর্থ خلود বা ‘চিরকাল’।
‘যার কোন সীমা নির্দিষ্ট নেই’। এক হুক্ববার সময়কাল দুনিয়ার হিসাবে ২ কোটি
৮৮ বছর বা তার কম ও বেশী মর্মে যতগুলি বর্ণনা বিভিন্ন তাফসীর গ্রন্থে দেখতে
পাওয়া যায়, সবগুলিই হয় ‘বানোয়াট’ অথবা ‘অত্যন্ত দুর্বল’ সূত্রে বর্ণিত (দ্রঃ তাফসীরুল কুরআন, ৩০ তম পারা ৫৭ পৃঃ)।