উত্তর : যদি মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, উক্ত ব্যক্তির স্ত্রী মিলনের সক্ষমতা নেই, তাহ’লে স্ত্রী স্বামীর নিকট তালাক চাইতে পারে বা ‘খোলা’ করে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে (ইবনু আব্দিল বার্র, আল-ইস্তিযকার ৬/১৯৩; মুগনী ৭/৩২৩; উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ১২/২০৭)। এমতাবস্থায় নারী চাইলে ধৈর্য সহকারে স্বামীর সংসারে থাকতেও পারে। ‘খোলা’ করে বিচ্ছিন্নও হয়ে যেতে পারে। ওলী যদি বিবাহে অন্যায়ভাবে বাধা দেয়, তাহ’লে দায়িত্বশীল কর্তৃপক্ষের মাধ্যমে শারঈ নিয়মে বিবাহ সম্পন্ন করবে (আবুদাঊদ হা/২০৮৩)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা।