উত্তর : নমরূদ কিভাবে মারা গেছে সে সম্পর্কে কুরআন ও হাদীছে কিছু বলা হয়নি। তবে তাফসীর ও ইতিহাসের গ্রন্থ সমূহে পাওয়া যায় যে, মশা দ্বারা আক্রান্ত হয়ে সে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল (কুরতুবী, ইবনু কাছীর, বাক্বারাহ ২৫৯-এর তাফসীর দ্র., আল-বিদায়াহ ১/১৭২)। তবে এ সবই ইস্রাঈলী বর্ণনা। যে বিষয়ে রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা আহলে কিতাবদের সত্য বলোনা এবং মিথ্যাও বলোনা। বরং বল, আমরা বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর উপরে এবং যা আমাদের প্রতি নাযিল হয়েছে, তার উপর’ (বুখারী হা/৪৪৮৫; মিশকাত হা/১৫৫)।
প্রশ্নকারী : আব্দুর রাযযাক, কুষ্টিয়া।