উত্তর :
এককভাবে চলবে না। কেননা নবী করীম (ছাঃ) বলেছেন, কোন বেগানা পুরুষ কোন
বেগানা মহিলার সাথে নির্জনে অবস্থান করলে তাদের তৃতীয় জন হয় শয়তান (তিরমিযী হা/১১৭১, মিশকাত হা/৩১১৮)। তবে যদি কয়েকজনকে একত্রে পূর্ণ পর্দার ব্যবস্থাসহ পড়ানো হয় এবং তাতে কোন ফেৎনার আশংকা না থাকে তাহলে বাধা নেই (বুখারী হা/১০১; ফাৎহুলবারী ২/৪৬৮, হা/৯৭৮-এর ব্যাখ্যা দ্রঃ)। সামনা সামনি নয় বরং পর্দার আড়ালে বসতে হবে। আর সামনাসামনি বসলেও নেকাব রাখা এবং দৃষ্টি নত রাখা আবশ্যক (মুসলিম হা/২১৫৯, মিশকাত হা/৩১০৪; নূর ৩১)।