উত্তর : হারাম এলাকার অন্য মসজিদে উক্ত নেকী পাওয়া যাবে না। কারণ হাদীছে মসজিদুল হারাম বলতে মসজিদুল কা‘বাকে বুঝানো হয়েছে (মুসলিম হা/১৩৯৬, নাসাঈ হা/৬৯১)।
রাসূল (ছাঃ) বলেন, ‘তিনটি মসজিদ ব্যতীত (ছওয়াবের উদ্দেশ্যে) সফর করা যায়
না। সেগুলো হ’ল. মসজিদুল কা‘বা, মসজিদে নববী ও মসজিদুল আক্বছা’ (বুখারী হা/১১১৫; মুসলিম হা/১৩৯৭; মিশকাত হা/৬৯৩)।
মসজিদুল হারামের চত্বর যত বিস্তৃত হৌক, সকল মুছল্লী এক জামা‘আতভুক্ত বলে
গণ্য হবেন এবং হারামে ছালাত আদায়ের নেকী পাবেন। পৃথক কোন স্থানে বা মসজিদে
আদায় করলে সে ছওয়াব পাওয়া যাবে না। কারণ তাতে স্থানিক ঐক্য থাকে না।