উত্তর : সাধারণভাবে গর্ভবতী ও ছোট বাচ্চাওয়ালা প্রাণী শিকার করা জায়েয। তবে যদি কোন প্রাণী সম্পর্কে স্পষ্টভাবে জানা যায় যে, প্রাণীটি এখন গর্ভবতী বা এমন ছোট বাচ্চা রয়েছে মায়েদের শিকার করলে বাচ্চার জীবন ঝুঁকিপূর্ণ হবে তাহ’লে উক্ত প্রাণীকে শিকার করা হ’তে বিরত থাকাই উত্তম (ফাতাওয়া লাজনা দায়েমাহ ২২/৫১২; ঊছায়মীন, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ৭৫/১; ফাতাওয়া ওয়া রাসায়েল মুহাম্মাদ বিন ইবরাহীম ১২/২২৩)। রাসূল (ছাঃ) বলেন, নিশ্চয়ই আল্লাহ প্রতিটি জিনিসের প্রতি দয়া-অনুগ্রহ প্রদর্শনকে আবশ্যক করেছেন। অতএব কাউকে (প্রাণী) হত্যা করলে উত্তম পন্থায় হত্যা করবে এবং কোন কিছু যবেহ করলে উত্তম পন্থায় যবেহ করবে (মুসলিম হা/১৯৫৫; মিশকাত হা/৪০৭৩)।
-হযরত আলী, সাভার ক্যান্টনমেন্ট, ঢাকা।