উত্তর : জানার
সাথে সাথে ঋণদাতাকে ডেকে সূদ গ্রহণের ভয়াবহ পরিণাম সম্পর্কে অবহিত করতে
হবে এবং তাকে তা গ্রহণ না করার ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে। অতঃপর করযে
হাসানার নেকী সম্পর্কে বুঝাতে হবে। এভাবে সূদ ব্যতীত মূল টাকা ফেরত দিয়ে
দেওয়ার চেষ্টা করতে হবে। কারণ সূদ দেওয়া ও নেওয়া দু’টিই কবীরা গোনাহ (মুসলিম, ইবনু মাজাহ, মিশকাত হা/২৮০৭, ২৮২৬)। কোনভাবেই সে রাযী না হ’লে সূদসহই ফেরত দিবে বাধ্যগত অবস্থায় (আন‘আম ৬/১১৯)। আর এর জন্য অনুতপ্ত হৃদয়ে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করবে। ফলে সূদ গ্রহীতাই কেবল গোনাহগার হবে।