১৯৭৮ সালের ৫ই ফেব্রুয়ারী। নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের একক যুবসংগঠন হিসাবে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ এক নতুন দিনের প্রত্যয়ী সূর্য নিয়ে বাংলাদেশের বুকে আত্মপ্রকাশ করল। দিগ্বিদিকশূন্য হক্বপিয়াসী তরুণ সমাজের হৃদয়াকাশে আলোকবর্তিকা হয়ে ‘যুবসংঘ’ ধীরে ধীরে শহর ও গ্রাম-গঞ্জের মানুষের নয়নের মণিকোঠায় স্থান করে নিতে লাগল। বাতিলের বুকে কুঠারাঘাত করে সত্যের স্পর্ধিত প্রকাশ ঘটাতে খুব বেশী সময় নেয়নি সংগঠনটি। যার প্রমাণ দ্রুতই প্রকাশ পেল। প্রতিষ্ঠার দু’বছরের মধ্যে শিশু সংগঠনটির কার্যক্রম তখন অনেকটা গুছিয়ে এসেছে। সংগঠনের তৎকালীন নেতৃবৃন্দ ক্রমবর্ধমান গণজাগরণের ধারা-উপধারাকে একই সূত্রে গ্রথিত করতে চাইলেন। যার সার্থক রূপায়ণ ঘটানোর জন্য অনেক বাধা-প্রতিকূলতা পাড়ি দিয়ে অবশেষে রাজধানী ঢাকার বুকে প্রথম বড় আকারের গণজমায়েত করার সিদ্ধান্ত স্থির হল। লিফলেট-পোস্টারিং ছাড়াও তৎকালীন সময় আহলেহাদীছদের একমাত্র পত্রিকা সাপ্তাহিক ‘আরাফাত’-এ তা ফলাও করে প্রচার করা হল। অবশেষে উপস্থিত হল সেই কাঙ্খিত দিন। ১৯৮০ সালের ৫ ও ৬ই এপ্রিল। ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর ইতিহাসে সর্বপ্রথম তাবলীগী ইজতেমা। ঐতিহাসিক এই সম্মেলনে দেশের নানা প্রান্ত থেকে তরুণ ও যুবকরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করলেন। সত্যের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার মিছিলে তাদের এই অভূতপূর্ব আবেগ-অনুভূতির উচ্ছ্বাস যেন সুস্পষ্টভাবেই এ দেশে আহলেহাদীছ আন্দোলনের এক নবজোয়ারের  আগমনীবার্তা অনুরণিত করল।

এই সম্মেলনের পর সাংগঠনিক কার্যক্রম নানা উত্থান-পতনের মধ্য দিয়ে হলেও পূর্ণগতিতে অব্যাহত রইল। তবে বার্ষিক ‘তাবলীগী ইজতেমা’র ধারাবাহিকতায় পড়ে যায় এক দীর্ঘ বিরতি। ইতিমধ্যে সুদীর্ঘ ১১টি বছর অতিক্রান্ত হয়ে গেল। অতঃপর ১৯৯১ সালের ২৫ ও ২৬শে এপ্রিল বৃহস্পতি ও শুক্রবার দ্বিতীয় বারের মত তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। ততদিন সংগঠনের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। দুঃখজনক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠনের গতিপথও তখন নতুনভাবে নির্ধারিত হয়েছে।

রাজশাহী মহানগরীর উপকণ্ঠে ১৯৪৯ সালে মাওলানা আব্দুল্লাহিল কাফী আল-কোরায়শী যে নওদাপাড়ার মাটিতে এক ঐতিহাসিক সমাবেশ করেছিলেন, সেখানেই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘আল-মারকাযুল ইসলামী আস-সালাফী’র দক্ষিণ পার্শ্বের বিস্তীর্ণ ময়দানে এই জাতীয় সম্মেলন ও তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। এরপর থেকে প্রতি বৎসর বাংলাদেশের সর্বাধিক আহলেহাদীছ অধ্যুষিত এই রাজশাহীতে বিপুল সমারোহে তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। ফালিল্লা-হিল হাম্দ। দেশ-বিদেশের খ্যাতনামা আহলেহাদীছ মনীষীদের উপস্থিতি এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাড়ী রিজার্ভ করে আসা কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শুধু সম্মেলনস্থল নয় বরং গোটা রাজশাহী মহানগরী যেন জনসমুদ্রে পরিণত হয়। তাওহীদ ও রিসালাতের মুহুর্মুহু শ্লোগানে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। নির্ভীক উচ্চারণে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনের বাস্তবভিত্তিক দিক-নির্দেশনা প্রদান করা হয়। সম্মেলন শেষে আল্লাহ প্রেরিত সর্বশেষ ‘অহি’ ভিত্তিক জীবন পরিচালনার গভীর প্রেরণা ও ইস্পাত-কঠিন শপথ নিয়ে কর্মীরা আবার নিজ নিজ এলাকায় প্রত্যাবর্তন করেন। গত ২৯ বছর ধরে নিয়মিতভাবে এই দৃশ্যেরই পুনরাবৃত্তি হয়ে আসছে এ দেশের আহলেহাদীছদের এই বৃহত্তম মিলনকেন্দ্রে। নিম্নে বিগত হওয়া তাবলীগী ইজতেমা সমূহের উপর একটি সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করা হ’ল।     

১. ৫ ও ৬ই এপ্রিল, ১৯৮০ : 

আহলেহাদীছ আন্দোলনের ইতিহাসে ১৯৮০ সালের ৫ ও ৬ই এপ্রিল ছিল এক অবিস্মরণীয় দিন। ১ম দিন ৬ই এপ্রিল ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘তাওহীদের শিক্ষা ও আজকের সমাজ’ শীর্ষক ইসলামী সেমিনার। রাবির সাবেক ভিসি ড. মুহাম্মাদ আবদুল বারী ছাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন মাননীয় যুবউন্নয়ন মন্ত্রী খোন্দকার আবদুল হামীদ। তবে শেষ মহূর্তে তিনি অনিবার্য কারণে উপস্থিত হ’তে পারেননি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে প্রথম সঊদী রাষ্ট্রদূত ফুয়াদ আবদুল হামীদ আল-খত্বীব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটাস ড. মুহাম্মাদ সিরাজুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আফতাব আহমাদ রহমানী, ড. মুহাম্মাদ মুজীবুর রহমান, মাওলানা মুন্তাছির আহমাদ রহমানী, মাওলানা আবদুল্লাহ ইবনে ফযল, মাওলানা আবু তাহের বর্ধমানী, মাওলানা হাবীবুল্লাহ খান রহমানী, সায়েন্স ল্যাবরেটরীর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মাদ আবদুর রহমান, ড. শাহ আবদুল মজীদ, এডভোকেট আয়েনুদ্দীন ও দেশের অন্যান্য খ্যাতিমান ওলামায়ে কেরাম ও সুধীমন্ডলী। সেমিনারে লিখিত প্রবন্ধ পাঠ করেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। প্রবন্ধটি উপস্থিত সুধী মন্ডলী কর্তৃক উচ্চ প্রশংসিত হয় এবং বিভিন্ন ভাষায় অনুবাদ করে ব্যাপকহারে বিলি করার প্রস্তাব করা হয়।

বলা বাহুল্য, সম্মেলন ও সেমিনারে ব্যাপকহারে যুবক ও সুধী সমাবেশ এবং পরিশেষে ঢাকার রাজপথে ট্রাক মিছিলে গগণবিদারী শ্লোগান ধ্বনি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে সম্মিলিত ‘আমীন’-এর আওয়ায রাজধানীর বুকে আহলেহাদীছ আন্দোলনকে যেন নতুন প্রাণ দান করেছিল। ‘যুবসংঘ’ প্রতিষ্ঠার মাত্র দু’বছরের মধ্যে এ অনুষ্ঠান ছিল এক বিরাট সাফল্য।

২য় দিন বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের ঐতিহাসিক ১ম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় রাজধানীর ‘ঢাকা যেলা ক্রীড়া সমিতি’ মিলনায়তনে। সম্মেলন উদ্বোধন করেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র তৎকালীন প্রধান উপদেষ্টা ‘বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস’-এর সভাপতি জনাব ড. মুহাম্মাদ আবদুল বারী। সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপকহারে যুবসংঘের নিবেদিতপ্রাণ কর্মী ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে, এটিই ছিল ঢাকায় আহলেহাদীছ মহল্লার বাইরে আহলেহাদীছদের আয়োজিত প্রথম প্রকাশ্য জাতীয় সম্মেলন।

২. ২৫ ও ২৬শে এপ্রিল ১৯৯১ : 

দীর্ঘ বিরতির পর রাজশাহী মহানগরীর আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়ার দক্ষিণ পার্শ্বের খোলা ময়দানে এক বৃহৎ প্যান্ডেলে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র ২য় জাতীয় সম্মেলন ও তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয় (বর্তমানে উক্ত স্থানের উপর দিয়ে রাজশাহী মহানগরী বাইপাস সড়ক ও বিআরটিএ ভবন নির্মিত হয়েছে)। উক্ত সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত হ’তে আহলেহাদীছ যুবসংঘের সদস্য, উপদেষ্টা ও সুধীবৃন্দ ছাড়াও বহু শুভানুধ্যায়ী যোগদান করেন। এমনকি সাতক্ষীরা, খুলনা ও পাবনা যেলা হ’তে ‘আহলেহাদীছ মহিলা সংস্থা’র বহু সদস্যা ও দায়িত্বশীল মা-বোন অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় উপদেষ্টা ও সুধী পরিষদের মাননীয় নায়েবে আমীর ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়ার অধ্যক্ষ শায়খ আব্দুছ ছামাদ সালাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে উদ্বোধনী ভাষণ পেশ করেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় উপদেষ্টা ও সুধী পরিষদের মাননীয় আমীর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সহকারী অধ্যাপক জনাব মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

দু’দিন ব্যাপী তাবলীগী ইজতেমায় যে সকল ওলামায়ে কেরাম ভাষণ প্রদান করেন তাঁরা হলেন, মাওলানা আব্দুল মতীন কাসেমী (রাজশাহী), মাওলানা শিহাবুদ্দীন সুন্নী (গাইবান্ধা), যুবসংঘের কেন্দ্রীয় সভাপতি (১৯৯১-৯৩ সেশন) আব্দুর রশীদ মাদানী (গাইবন্ধা), যুবসংঘের ঢাকা জেলার কর্মী মাওলানা আমানুল্লাহ, মাওলানা আবুল কাসেম সাবেরী (সাতক্ষীরা), মাওলানা শুয়াইবুর রহমান (রাজশাহী), মাওলানা আব্দুল লতীফ (চাঁপাই নবাবগঞ্জ), মাওলানা আব্দুল মান্নান সালাফী (চাঁপাই নবাবগঞ্জ) প্রমুখ। পরিস্থিতির জটিলতায় ইজতেমায় আসতে না পেরে দুঃখ প্রকাশ করে দিল্লী, কলিকাতা, নেপাল ও কুয়েতের মেহমানদের লিখিত চিঠি ইজতেমায় পড়ে শুনানো হয়েছিল।

অতঃপর ২৬শে এপ্রিল শুক্রবার বাদ আছর নওদাপাড়া হ’তে রাজশাহী যেলা প্রশাসকের বাসভবন অভিমুখে ঐতিহাসিক গণমিছিল অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের ভিত্তিতে দেশের আইন ও শাসন ব্যবস্থা ঢেলে সাজানোর দাবীতে আহলেহাদীছের এ ধরনের অভূতপূর্ব গণমিছিল শুধু রাজশাহী নয়, বরং দেশের ইতিহাসে ছিল প্রথম। নওদাপাড়া হ’তে রাজশাহী যেলা প্রশাসক-এর বাসভবন পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তা ‘কুরআন-হাদীছ ছাড়া অন্য কিছু মানি না মানব না’ ‘মুক্তির একই পথ, দাওয়াত ও জিহাদ’ প্রভৃতি শ্লোগানে মুখরিত ছিল। বিভিন্ন যেলা হ’তে আগত কর্মীদের হাতে বিভিন্ন দাবী সম্বলিত ব্যানার শোভা পাচ্ছিল। মিছিল শেষে যুবসংঘের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আবদুর রশীদ ও সহ-সভাপতি শেখ মুহাম্মাদ রফীকুল ইসলাম মাননীয় যেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পৌঁছে দেন। অতঃপর ফেরার পথে পুরো মিছিল সেদিন মহানগরীর পদ্মা পাড়ের ঐতিহাসিক মাদরাসা ময়দানে মাগরিবের ছালাত আদায় করে। ছালাত শেষে মাননীয় আমীর ছাহেব কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ দেন। এর আগে সাহেববাজার অতিক্রম করার সময় তিনি ট্রাফিক আইল্যান্ডের উপর দাঁড়িয়ে উপস্থিত কর্মী ও জনগণের উদ্দেশ্যে ভাষণ দান করেন।

৩. ১২ ও ১৩ই ফেব্রুয়ারী ১৯৯২ : 

‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র ৩য় বার্ষিক জাতীয় সম্মেলন ও তাবলীগী ইজতেমা রাজশাহীর আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দেশী ওলামায়ে কেরাম ছাড়াও এবছর করাচী দারুল হাদীছ রহমানিয়ার অধ্যক্ষ পাকিস্তানের খ্যাতনামা আলেম ও বাগ্মী শায়খ আবদুল্লাহ নাছের রহমানী সম্মেলনে যোগদান করেন। ‘জিহাদের ফযীলত ও গুরুত্বে’র উপরে তাঁর তেজোদীপ্ত ভাষণ যুবসংঘের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, কর্মী ও সুধীবৃন্দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

ইজতেমা ’৯২-এর অন্যতম সেরা আকর্ষণ ছিল এ দেশে আহলেহাদীছ আন্দোলনের ৩টি প্রাচীন ঐতিহাসিক নিদর্শন। (১) গাইবান্ধা সদরের খোলাহাটি গ্রামের গাযী শেখ এফাযুদ্দীন হক্কানী (১৩৩)-এর জিহাদী স্মৃতি লাল কাপড়ের জিহাদী ব্যাজ ও কাঠের খাপ সহ তরবারি। যার দৈর্ঘ্য ছিল সাড়ে ৩৮ ইঞ্চি। মুজাহিদের পুত্র শেখ মূসা হক্কানী ও অন্যান্য উত্তরাধিকারীগণ উক্ত জিহাদী ব্যাজ ও তরবারি ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় উপদেষ্টা ও সুধী পরিষদের আমীর ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবকে উপহার হিসাবে প্রদান করেন। (২) একটি জীর্ণ পুঁথি। যা একই যেলার সাঘাটা উপযেলাধীন ঝাড়াবর্ষা গ্রামের সমীরুদ্দীন, যমীরুদ্দীন ও জামা‘আতুল্লাহ নামক তিন সহোদর শহীদ ভাইয়ের স্মরণে তাঁদের ভাতিজা আবদুল বারী কাযী স্বহস্তে তৈরী কালি দিয়ে পুঁথি আকারে প্রায় ১০০ পৃষ্ঠার শোকগাঁথা হিসাবে রচনা করেন। (৩) ১ কেজি ২০০ গ্রাম ওযনের একটি তামার বদনা। যার মালিক ছিলেন সাতক্ষীরার বীর গাযী মাখদূম হুসাইন ওরফে মার্জ্জুম হোসেন (এসকল ঐতিহাসিক নিদর্শনসমূহের বিস্তারিত আলোচনা মুহতারাম আমীরে জামা‘আতের থিসিসে উল্লেখিত হয়েছে)

৪. ১লা ও ২রা এপ্রিল ১৯৯৩ : 

নওদাপাড়া মারকায সংলগ্ন ময়দানে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র ৪র্থ জাতীয় সম্মেলন ও তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। ইজতেমায় সভাপতিত্ব করেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র প্রতিষ্ঠাতা সভাপতি ডঃ মুহাম্মাদ আবাদুল্লাহ আল-গালিব। বিভিন্ন যেলার কর্মীরা ট্রেন যোগে ও বাস রিজার্ভ করে বিপুল সমারোহে সম্মেলনে যোগদান করেন। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জনাব মিজানুর রহমান মিনু স্বতঃস্ফূর্তভাবে সম্মেলনে যোগদান করেন। উপস্থিত জনতাকে লক্ষ্য করে তিনি বলেন, ‘আপনাদের এ মহান আন্দোলন একটি নিশ্চিত সম্ভাবনাময় আন্দোলন’। ইসলামের প্রকৃত রূপ দর্শনে তাঁর হৃদয়ে নবজাগরণের সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সম্মেলনে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার শাহ মুহাম্মাদ আবদুল মতীন (বগুড়া), মাওলানা মুহাম্মাদ আবদুর রউফ (খুলনা), অধ্যক্ষ মুহাম্মাদ আব্দুছ ছামাদ (কুমিল্লা), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক ডঃ মুহাম্মাদ মঈনুদ্দীন আহমাদ খাঁন, তাওহীদ ট্রাষ্ট-এর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ মুসলিম (দিনাজপুর), মাওলানা শামসুদ্দীন (সিলেট), মাওলানা শিহাবুদ্দীন সুন্নী (গাইবান্ধা) ও মাওলানা আব্দুছ ছামাদ (সাতক্ষীরা) প্রমুখ। দ্বিতীয় দিন ফজর পর্যন্ত ইজতেমা চলতে থাকে। উল্লেখ্য যে, এবারের ইজতেমায় পৃথক মহিলা প্যান্ডেলে বিভিন্ন যেলার আন্দোলন অন্তঃপ্রাণ মা-বোনগণ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। উক্ত সম্মেলনে সর্বসম্মতভাবে গৃহীত প্রস্তাব ও দাবীসমূহ সরকার সমীপে স্মারকলিপি আকারে পেশ করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং রাজশাহী যেলা প্রশাসকের মাধ্যমে তা সরকারের নিকট পেশ করা হয়।

৫. ২৪ ও ২৫শে মার্চ ১৯৯৪ : 

পূর্বের ন্যায় নওদাপাড়া মারকায সংলগ্ন ময়দানে ৫ম জাতীয় সম্মেলন ও তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। যথারীতি মুহতারাম আমীরে জামা‘আতের উদ্বোধনী ভাষণের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বলেন, ‘আল্লাহ্র নিরংকুশ তাওহীদ ও প্রিয়নবী (ছাঃ)-এর খালেছ ইত্তেবা প্রতিষ্ঠাই আহলেহাদীছ আন্দোলনের মূল দাবী। তিনি বলেন, ব্যক্তি ও সমাজ জীবনে তথা মুসলিম জীবনের সকল দিক ও বিভাগে রাসূল (ছাঃ)-এর আনুগত্যের বিকল্প নেই। এ চরম সত্যকে বাস্তবে রূপ দেওয়াই আহলেহাদীছ আন্দোলনের প্রধান লক্ষ্য। তিনি বলেন, প্রত্যেকের জেনে রাখা উচিত যে, শিরক ও বিদ‘আতযুক্ত ইবাদত আল্লাহ্র নিকট গ্রহণযোগ্য হবে না। তাই এ ব্যাপারে জনসাধারণকে সতর্ক করে দেওয়া ছাড়া আমাদের আর কোন উদ্দেশ্য নেই।

সম্মেলনে বিদেশী মেহমানদের মধ্যে বক্তব্য রাখেন পাকিস্তানের খ্যাতনামা বিদ্বান সিন্ধু জমঈয়তে আহলেহাদীছ এর সভাপতি আল্লামা বদিউদ্দীন শাহ রাশেদী, আল্লামা আব্দুল্লাহ নাছের রহমানী, ইরাকের ডাঃ আবু খুবায়েব ও সূদানের শায়খ আমীন আব্দুল্লাহ প্রমুখ ওলামায়ে কেরাম। ইত্তেবায়ে সুন্নাতের অপরিহার্যতার উপর আল্লামা বদিউদ্দীন শাহ রাশেদীর তথ্যবহুল আলোচনা বিদ্বান মহলে চমক সৃষ্টি করে।

বাংলাদেশী আলেমদের মধ্যে বক্তব্য রাখেন শায়খ আব্দুছ ছামাদ সালাফী (রাজশাহী), অধ্যক্ষ আব্দুছ ছামাদ (কুমিল্লা), মাওলানা ছফিউল্লাহ (কুমিল্লা), মাওলানা শামসুদ্দীন (সিলেট), মাওলানা মুহাম্মাদ মুসলিম (ঢাকা), মাওলানা আবদুস সাত্তার ত্রিশালী (ময়মনসিংহ), মাওলানা শিহাবুদ্দীন সুন্নী (গাইবান্ধা), শায়খ আব্দুর রশীদ (গাইবান্ধা), মাওলানা আব্দুর রঊফ (খুলনা), মাওলানা আবদুছ ছামাদ (সাতক্ষীরা), অধ্যাপক আলমগীর হোসাইন (সিরাজগঞ্জ), অধ্যাপক শুজাউল করীম (বগুড়া), মাওলানা মুহাম্মাদ মকবুল হোসাইন (জামালপুর), মাওলানা মুহাম্মাদ আবদুস সাত্তার (নওগাঁ) প্রমুখ।

দেশের বিভিন্ন যেলা হ’তে বাসে-ট্রেনে চড়ে অসংখ্য মানুষ উক্ত ইজতেমায় অংশগ্রহণ করেন। ইজতেমায় অংশগ্রহণকারী প্রতিটি সাংগঠনিক যেলার রিজার্ভ বাসে ‘জাতীয় সম্মেলন ও তাবলীগী ইজতেমা ’৯৪ সফল হউক’, মুক্তির একই পথ দাওয়াত ও জিহাদ’ ইত্যাদি শ্লোগানে সজ্জিত ব্যানার শোভা পায়। এছাড়া বিভিন্ন যেলা হ’তে আহলেহাদীছ মহিলা সংস্থার শত শত মহিলাও ইজতেমায় অংশগ্রহণ করেন।

৬. ২৫ ও ২৬শে মার্চ ১৯৯৫ :  

নওদাপাড়া মাদরাসা সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হয় বার্ষিক তাবলীগী ইজতেমা ও জাতীয় সম্মেলন। মুহতারাম আমীরে জামা‘আত ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব-এর সভাপতিত্বে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বিষয়ভিত্তিক বক্তব্য পেশ করেন ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব- (ক) আহলেহাদীছ কি ও কেন? (খ) প্রচলিত ইসলামী আন্দোলন ও আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, শায়খ আব্দুছ ছামাদ সালাফী, অধ্যক্ষ আবদুছ ছামাদ (কুমিল্লা) মাওলানা মুহাম্মাদ মুসলিম (ঢাকা), মাওলানা মুহাম্মাদ শামসুদ্দীন (সিলেট), শাহ মুহাম্মাদ আবদুল মতীন (বগুড়া), অধ্যাপক মুহাম্মাদ শুজাউল করীম (বগুড়া), আবদুর রশীদ (গাইবান্ধা) মাওলানা শিহাবুদ্দীন সুন্নী (গাইবান্ধা), মাওলানা আবদুস সাত্তার ত্রিশালী (ময়মনসিংহ), অধ্যাপক আলমগীর হুসাইন (সিরাজগঞ্জ), মাওলানা মুহাম্মাদ ছফিউল্লাহ (কুমিল্লা), মাওলানা জাহাঙ্গীর আলম (সাতক্ষীরা), মাওলানা মুহাম্মাদ আব্দুর রউফ (খুলনা), মাওলানা আব্দুল্লাহ সালাফী (ভারত), মাওলানা মুহাম্মাদ আব্দুছ ছামাদ (সাতক্ষীরা), মাওলানা আব্দুল খালেক সালাফী (নওগাঁ), মাওলানা আব্দুর রাযযাক (গোদাগাড়ী), মাওলানা আব্দুর রাযযাক (নওদাপাড়া মাদরাসা), অধ্যাপক মুহাম্মাদ রেযাউল করীম (বগুড়া), মুহাম্মাদ হারূণ (সিলেট), শেখ মুহাম্মাদ রফীকুল ইসলাম (সাতক্ষীরা), মাওলানা আব্দুস সোবহান (বগুড়া), মুহাম্মাদ সিরাজুল ইসলাম (যশোর) প্রমুখ ওলামায়ে কেরাম।

৭. ৭ ও ৮ই মার্চ ১৯৯৬ : 

তাবলীগী ইজতেমা’৯৬ রাজশাহীর নওদাপাড়াস্থ মারকায সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হয়। মুহতারাম আমীরে জামা‘আত ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব-এর সভাপতিত্বে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে শেষ দিন জুম‘আর ছালাতের পূর্বেই সমাপ্তি ঘোষণা করতে হয়। ইজতেমায় দেশী ওলামায়ে কেরাম ছাড়াও বিদেশী আলেমগণ উপস্থিত ছিলেন।

মুহতারাম আমীরে জামা‘আতের উদ্বোধনী ভাষণের পরে ইজতেমায় আরো ভাষণ প্রদান করেন মাওলানা শিহাবুদ্দীন সুন্নী (গাইবান্ধা), মাওলানা ছফিউল্লাহ (কুমিল্লা), মাওলানা আব্দুছ ছামাদ (সাতক্ষীরা), মাওলানা মুহাম্মাদ মুসলিম (দিনাজপুর), মাওলানা আব্দুর রাযযাক বিন ইউসুফ (চাঁপাইনবাবগঞ্জ), মাওলানা মুহাম্মাদ জাহাঙ্গীর আলম (খুলনা) ও অধ্যাপক আলমগীর হোসাইন (সিরাজগঞ্জ) প্রমুখ। বিদেশী মেহমানদের মধ্যে বিশেষভাবে আলোচনা করেন শায়খ আব্দুল্লাহ সালাফী (ভারত) ও সামির আল-হিমছী (সিরিয়া)।

পরিশেষে বরাবরের মত তাবলীগী ইজতেমায় উপস্থিত লক্ষ জনতা কর্তৃক সমর্থিত সুনির্দিষ্ট প্রস্তাবনাসমূহ বিবেচনার জন্য দেশের সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের নিকটে পেশ করা হয়।

৮. ২৭ ও ২৮শে ফেব্রুয়ারী ১৯৯৭ : 

নওদাপাড়া মাদরাসার উত্তর পার্শ্বের বিস্তৃত ময়দানে বাদ আছর মুহতারাম আমীরে জামা‘আত ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব-এর উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে তাবলীগী ইজতেমা’৯৭ -এর মূল কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, আহলেহাদীছ আন্দোলনের একটি অন্তর্নিহিত দাওয়াত আছে, যে দাওয়াতের অবচেতন জিজ্ঞাসা সকলেই বুঝাতে পারে না। একটি গভীর স্রোতস্বিনীর নীচ দিয়ে যেমন স্রোতের একটা গতি থাকে, যা উপর থেকে বুঝা যায় না, উত্তাল সাগরে যেমন জোয়ার-ভাটা টের পাওয়া খুব মুশকিল হয়, ঠিক তেমনি করে আহলেহাদীছ আন্দোলনের আবেদন জনগণের অন্তরের গভীরতম প্রদেশে এমনই সুনিশ্চিতভাবে গ্রথিত এবং প্রোথিত, যা বাহির থেকে বুঝা খুবই মুশকিল।

অতঃপর পূর্ব নির্ধারিত বিষয়বস্ত্ত সমূহের উপরে সারগর্ভ বক্তব্যসমূহ পেশ করেন শায়খ আব্দুছ ছামাদ সালাফী, জনাব মাওলানা মুহাম্মাদ মুসলিম (দিনাজপুর), অধ্যক্ষ মুহাম্মাদ আব্দুছ ছামাদ (কুমিল্লা), মাওলানা জাহাঙ্গীর আলম (বাগেরহাট), মাওলানা মুহাম্মাদ শিহাবুদ্দীন সুন্নী (গাইবান্ধা), অধ্যাপক মুহাম্মাদ আলমগীর হুসাইন (সিরাজগঞ্জ), মাওলানা মুহাম্মাদ আব্দুছ ছামাদ (সাতক্ষীরা), আব্দুর রহীম (বাগেরহাট), আব্দুস সাত্তার (নওগাঁ), আব্দুস সাত্তার ত্রিশালী (ময়মনসিংহ), আব্দুর রশীদ (গাইবান্ধা), মাওলানা ছফিউল্লাহ (কুমিল্লা), মাওলানা আব্দুর রাযযাক বিন ইউসুফ (চাঁপাই নবাবগঞ্জ), ইঞ্জিনিয়ার আব্দুল মতীন (বগুড়া), প্রফেসর এ কে এম ইয়াকুব আলী (রাজশাহী বিশ্ববিদ্যালয়) প্রমুখ ওলামায়ে কেরাম ও সুধীমন্ডলী।

বিদেশী মেহমানদের মধ্যে বক্তব্য রাখেন শায়খ আব্দুল ওয়াহ্হাব খিলজী (ভারত), আবু আব্দুর রহমান (লিবিয়া), আব্দুল্লাহ মাদানী (নেপাল), আব্দুল মুন‘ইম (সঊদী আরব), আব্দুল মতীন সালাফী (ভারত) ও আব্দুল্লাহ সালাফী (ভারত) প্রমুখ। দীর্ঘদিন পর শায়খ আব্দুল মতিন সালাফীর বাংলাদেশে আগমন ছিল এই ইজতেমার বিশেষ আকর্ষণ।

আর একটি আকর্ষণীয় দিক ছিল যে, মুহতারাম আমীরে জামা‘আত কর্তৃক রচিত ডক্টরেট থিসিস (আহলেহাদীছ আন্দোলন : উৎপত্তি ও ক্রমবিকাশ; দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ)-এর সুপারভাইজার প্রফেসর ড. এ. কে. এম. ইয়াকুব আলীকে ইজতেমা কমিটির পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। শেরোয়ানী, টুপী, লাঠি ও এক সেট বই সম্মাননা হিসাবে প্রদান করেন ‘আন্দোলন’-এর পক্ষ থেকে শায়খ আব্দুছ ছামাদ সালাফী, পাকিস্তানের পক্ষ থেকে শায়খ আব্দুল্লাহ নাছের রহমানী, ভারতের পক্ষ থেকে আব্দুল মতীন সালাফী ও আব্দুল ওয়াহ্হাব খিলজী এবং নেপালের পক্ষ থেকে আব্দুল্লাহ মাদানী। এই সম্মাননা যেন প্রকারান্তরে সার্ক জামা‘আতে আহলেহাদীছের পক্ষ থেকে প্রদত্ত হয়, যা ইজতেমায় উপস্থিত লক্ষাধিক জনতা সানন্দচিত্তে অপার বিস্ময়ে প্রত্যক্ষ করেন।

৯. ২৬ ও ২৭শে ফেব্রুয়ারী ১৯৯৮ : 

আবারও অযুত কণ্ঠে লক্ষ জনতার মুখে উচ্চারিত হল ‘সকল বিধান বাতিল কর, অহি-র বিধান কায়েম কর’। অহি-র বিধান অনুযায়ী সমাজ ও রাষ্ট্র গড়ার আহবান জানিয়ে ৯ম বার্ষিক তাবলীগী ইজতেমা উদ্বোধন করেন মুহতারাম আমীরে জামা‘আত ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। তিনি তাঁর সারগর্ভ ভাষণে দ্ব্যর্থহীনভাবে আহলেহাদীছ আন্দোলনের অপরিহার্যতা উল্লেখ করে বলেন, ‘রাজনৈতিক জীবনে আমাদের নেতা-নেত্রীরা আমাদের আদর্শ নয়। অর্থনৈতিক জীবনে আমাদের ধনকুবের পুঁজিবাদী ব্যবসায়ীরা আমাদের আদর্শ নয়, ধর্মীয় জীবনে আমাদের পীর ছাহেবেরা, আমাদের কুতুবে যামানরা আমাদের আদর্শ নন। আমাদের আদর্শ একমাত্র নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ছাঃ)। অতএব দল-মত নির্বিশেষে আসুন বাতিলের সাথে আপোষমুখী চিন্তা পরিত্যাগ করে নিরংকুশভাবে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ার শপথ গ্রহণ করি। পরিবার, সমাজ ও রাষ্ট্রকে কুরআন ও ছহীহ হাদীছ অনুযায়ী আমলের দূর্গ হিসাবে গড়ে তুলি।’

অতঃপর নির্ধারিত বিষয়বস্ত্ত সমূহের উপরে সারগর্ভ বক্তব্যসমূহ পেশ করেন শায়খ আব্দুছ ছামাদ সালাফী, জনাব মাওলানা মুহাম্মাদ মুসলিম (দিনাজপুর), অধ্যক্ষ মুহাম্মাদ আব্দুছ ছামাদ (কুমিল্লা), মাওলানা আব্দুর রঊফ (খুলনা), মাওলানা জাহাঙ্গীর আলম (বাগেরহাট), মাওলানা মুহাম্মাদ শিহাবুদ্দীন সুন্নী (গাইবান্ধা), অধ্যাপক মুহাম্মাদ আলমগীর হুসাইন (সিরাজগঞ্জ), মাওলানা মুহাম্মাদ আব্দুছ ছামাদ (সাতক্ষীরা), আব্দুর রহীম (বাগেরহাট), আব্দুস সাত্তার (নওগাঁ), আব্দুস সাত্তার ত্রিশালী (ময়মনসিংহ), মাওলানা ছফিউল্লাহ (কুমিল্লা), মাওলানা আব্দুর রাযযাক বিন ইউসুফ (চাঁপাই নবাবগঞ্জ), ক্বারী গোলাম মোস্তফা (ঢাকা), মোশাররফ হোসেন আকন্দ (ঢাকা), মাওলানা রুস্তম আলী (রাজশাহী) প্রমুখ ওলামায়ে কেরাম। এছাড়া মুহাতারাম আমীরে জামা‘আতের বড় ভাই সাবেক মুসলিম লীগ নেতা আব্দুল্লাহিল বাকী (সাতক্ষীরা) এক নাতিদীর্ঘ ওজস্বিনী ভাষণ প্রদান করেন।

বিদেশী মেহমানদের মধ্যে বক্তব্য রাখেন আবু আব্দুর রহমান (লিবিয়া), আবু ছাবিত ছালিহ মুহাম্মাদ (সঊদী আরব), শায়খ আবু আব্দুল্লাহ (ইরাক), আবু খুবায়েব (ইরাক), আলী আব্দুল করীম (সুদান), শাযলী আবু আনাস (সুদান), শায়খ আব্দুল্লাহ নাছের রহমানী (পাকিস্তান), আব্দুল্লাহ সালাফী (ভারত) ও আব্দুল্লাহ আব্দুত তাওয়াব (নেপাল) প্রমুখ।

১০. ১৮ ও ১৯ শে ফেব্রুয়ারী ২০০০ : 

এ বছর অনিবার্য কারণে চিরাচরিত বৃহস্পতি ও শুক্রবারের পরিবর্তে শুক্রবার ও শনিবার তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। এছাড়া পূর্ববর্তী বছর ইজতেমা অনুষ্ঠিত না হওয়ায় এবারে উপস্থিতি ছিল তুলনামূলকভাবে অনেক বেশী। এই প্রথম নওদাপাড়া, রাজশাহীতে স্থাপিত নবনির্মিত ট্রাক টার্মিনালের বিশাল খোলা ময়দানে ইজতেমার আয়োজন করা হয়। ফলে সুশৃংখলভাবে সার্বিক আয়োজন সুসম্পন্ন হয়। দেশের অন্যূন ৪০টি যেলা থেকে আগত লক্ষাধিক কর্মী ও সাধারণ শ্রোতাদের উপস্থিতিতে উদ্বোধনী ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব দৃপ্তকণ্ঠে যাবতীয় ত্বাগূত বর্জন এবং সকল দিক থেকে মুখ ফিরিয়ে এক আল্লাহ্র নিকট আত্মসমর্পণের আহবান জানিয়ে বলেন, ‘আজকে আমাদের সমাজ জীবনের রন্ধ্রে রন্ধ্রে ত্বাগূতের জয়ধ্বনি চলছে। আর বাংলার আহলেহাদীছরা তা দেখে চুপচাপ বসে আছে। আমাদের সচেতন হ’তে হবে। আমাদের সচেতনতার সময় এসেছে। আমরা অচেতন মানুষের ভিড় চাইনা। আমরা চাই এমন একদল সচেতন মুত্তাকী পরহেযগার ও যোগ্য মানুষ, যারা এদেশের সমাজ জীবনে বিপ্লব নিয়ে আসবে। আগে ব্যক্তি, তারপর পরিবার, এভাবেই সমাজ তথা রাষ্ট্র পরিবর্তন হবে’।

ইজতেমায় এবারেই প্রথমবারের মত পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্য আলাদা প্যান্ডেল করা হয়। এছাড়া পেশাজীবি এবং মহিলাদের জন্য বিশেষ সমাবেশের আয়োজন করা হয়। পরিশেষে জাতির উদ্দেশ্যে ৯ দফা প্রস্তাবনা পেশের মাধ্যমে ২ দিন ব্যাপী তাবলীগী ইজতেমার পরিসমাপ্তি ঘটে।             

নির্ধারিত বিষয়বস্ত্ত সমূহের উপরে সারগর্ভ বক্তব্য পেশ করেন শায়খ আব্দুছ ছামাদ সালাফী, জনাব মাওলানা মুহাম্মাদ মুসলিম (দিনাজপুর), মাওলানা জাহাঙ্গীর আলম (বাগেরহাট), মাওলানা মুহাম্মাদ শিহাবুদ্দীন সুন্নী (গাইবান্ধা), অধ্যাপক মুহাম্মাদ আলমগীর হুসাইন (সিরাজগঞ্জ), আব্দুর রহীম (বাগেরহাট), মাওলানা ছফিউল্লাহ (কুমিল্লা), মাওলানা আব্দুর রাযযাক বিন ইউসুফ (চাঁপাই নবাবগঞ্জ), মোশাররফ হোসেন আকন্দ (ঢাকা), মাওলানা মুছলেহুদ্দীন (ঢাকা), আকরামুযযামান বিন আব্দুস সালাম (ঠাকুরগাঁও), মাওলানা আমানুল্লাহ (পাবনা), মাওলানা আব্দুল মান্নান (সাতক্ষীরা),  মাওলানা আব্দুল্লাহ বিন আব্দুল হালীম (সাতক্ষীরা) প্রমুখ ওলামায়ে কেরাম।

বিদেশী মেহমানদের মধ্যে বক্তব্য রাখেন আবু আব্দুর রহমান (মুদীর, ইহয়াউত তুরাছ আল-ইসলামী, ঢাকা), আবু ফুযালা (লিবিয়া), আহমাদ আলী আর-রূমী (সঊদী আরব), শায়খ আহমাদ আশ-শায়খ (সঊদী আরব), শায়খ রহমাতুল্লাহ নাযির খান (মুদীর, হায়আতুল ইগাছা, সঊদী আরব), শায়খ মানছূর আব্দুর রহমান আল-কাযী (নায়েবে মুদীর, হারামাইন ইসলামিক ফাউন্ডেশন, সঊদী আরব), শায়খ হুসাইন আব্দুল্লাহ আল-ইয়ামী (সঊদী আরব), মুবারক ইবরাহীম আল-খালেদী, আত-ত্বাইয়েব বু মে‘রাফ প্রমুখ।

১১. ১৬ ও ১৭ই ফেব্রুয়ারী ২০০১ : 

এবারের ইজতেমা হরতালের কারণে বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবারে শুরু হয়। নওদাপাড়া, রাজশাহীর ট্রাক টার্মিনাল ময়দানে আয়োজিত ইজতেমার উদ্বোধনী ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বলেন, ‘পরকালীন মুক্তির লক্ষ্যে মানুষের সার্বিক জীবনকে আল্লাহ প্রেরিত সর্বশেষ অহী পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে পরিচালনার গভীর প্রেরণাই হ’ল আহলেহাদীছ আন্দোলনের নৈতিক ভিত্তি। দেশে যে রাজনীতি, অর্থনীতি, শাসননীতি চালু আছে তা এক কথায় অনৈসলামী পদ্ধতি। যার ফলে সমাজের সর্বত্র অশান্তির দাবানল।’ তিনি দেশের সর্বত্র শান্তি-শৃংখলা ফিরিয়ে আনার জন্য দেশের আপামর জনসাধারণ এবং সরকারী ও বিরোধী দলের নেতৃবৃন্দকে আল্লাহ প্রদত্ত সর্বশেষ অহি-র বিধানের কাছে ফিরে আসার উদাত্ত আহবান জানান।

নির্ধারিত বিষয়বস্ত্ত সমূহের উপরে সারগর্ভ বক্তব্য পেশ করেন শায়খ আব্দুছ ছামাদ সালাফী, অধ্যক্ষ মুহাম্মাদ আব্দুছ ছামাদ (কুমিল্লা), অধ্যাপক রেযাউল করীম (বগুড়া), মাওলানা মুহাম্মাদ শিহাবুদ্দীন সুন্নী (গাইবান্ধা), মাওলানা আব্দুর রাযযাক বিন ইউসুফ (চাঁপাই নবাবগঞ্জ), মাওলানা মুছলেহুদ্দীন (ঢাকা), আকরামুযযামান বিন আব্দুস সালাম (ঠাকুরগাঁও), মাওলানা আমানুল্লাহ (পাবনা), মাওলানা জাহাঙ্গীর আলম (বাগেরহাট), অধ্যাপক সিরাজুল ইসলাম (যশোর), ড. লোকমান হোসেন (কুষ্টিয়া), ড. ওমর ফারূক (রাজশাহী), মুহাম্মাদ হারূণ (কুমিল্লা), অধ্যাপক শেখ রফীকুল ইসলাম (সাতক্ষীরা), মাওলানা ছফিউল্লাহ (কুমিল্লা), মাওলানা আব্দুল মালেক (ঝিনাইদহ), অধ্যাপক মুহাম্মাদ আলমগীর হুসাইন (সিরাজগঞ্জ), মাওলানা রুস্তম আলী (রাজশাহী), মাওলানা আব্দুল মান্নান (সাতক্ষীরা),  মাওলানা আব্দুল্লাহ বিন আব্দুল হালীম (সাতক্ষীরা) মাওলানা বদরুয্যামান (সাতক্ষীরা), গোলাম আযম (নাটোর) প্রমুখ ওলামায়ে কেরাম।

ইজতেমার ২য় দিন বিশেষ যুবসমাবেশ, মহিলা সমাবেশ, সোনামণি সমাবেশ এবং ওলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

১২. ২৮ই ফেব্রুয়ারী ও ১লা মার্চ ২০০২ : 

৩য় বারের মত নওদাপাড়া, রাজশাহীর ট্রাক টার্মিনাল ময়দানে তাবলীগী ইজতেমার আয়োজন করা হয়। উদ্বোধনী ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বলেন, ‘আহলেহাদীছ আন্দোলন’ গতানুগতিক কোন আন্দোলন নয়। বরং এ আন্দোলন মানুষকে মানুষের রচিত বিভিন্ন মাযহাব ও তরীক্বার বেড়াজাল হ’তে মুক্ত করে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ার আহবান  জানায়। এ আন্দোলন সংকীর্ণ রাজনৈতিক দলাদলি, মাযহাবী ফের্কাবন্দী ও পীর-মুরীদীর ভাগাভাগি ভুলে গিয়ে নিঃশর্তভাবে কেবলমাত্র পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের নির্দেশকে মাথা পেতে নেওয়ার ভিত্তিতে মুসলিম ঐক্য কামনা করে। এজন্য আজকের এই মহা সম্মেলনের একটাই মূল বক্তব্য হ’ল : ‘সকল বিধান বাতিল কর, অহি-র বিধান কায়েম কর’। তিনি উক্ত লক্ষ্য হাছিলের জন্য নির্ভেজাল তাওহীদ ও ছহীহ সুন্নাহ ভিত্তিক সমাজ বিপ্লবের উদ্দেশ্যে সকলকে ইমারতের অধীনে জামা‘আতবদ্ধ হওয়ার জন্য আহবান  জানান।

অতঃপর আমন্ত্রিত অতিথি ও বক্তাদের বিষয়ভিত্তিক বক্তৃতাসমূহ শুরু হয়। একে একে বক্তব্য রাখেন শায়খ আব্দুছ ছামাদ সালাফী, মাওলানা আব্দুর রাযযাক বিন ইউসুফ (চাঁপাই নবাবগঞ্জ), মাওলানা মুছলেহুদ্দীন (ঢাকা), আকরামুযযামান বিন আব্দুস সালাম (ঠাকুরগাঁও), মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল (পাবনা), মাওলানা জাহাঙ্গীর আলম (বাগেরহাট), অধ্যাপক সিরাজুল ইসলাম (যশোর), ড. লোকমান হোসেন (কুষ্টিয়া), অধ্যাপক শেখ রফীকুল ইসলাম (সাতক্ষীরা), মাওলানা ছফিউল্লাহ (কুমিল্লা), মাওলানা আব্দুল মালেক (ঝিনাইদহ), শায়খ আব্দুর রশীদ (গাইবান্ধা), মাওলানা কফীলুদ্দীন (গাযীপুর), অধ্যাপক মুহাম্মাদ আলমগীর হুসাইন (সিরাজগঞ্জ), মাওলানা রুস্তম আলী (রাজশাহী), মাওলানা আব্দুল মান্নান (সাতক্ষীরা), মাওলানা আব্দুল্লাহ বিন আব্দুল হালীম (সাতক্ষীরা), হাফেয আব্দুল আলীম (যশোর), মাওলানা বদরুয্যামান (সাতক্ষীরা), মাওলানা মুরাদ বিন আমজাদ (খুলনা), মাওলানা সাইফুল ইসলাম বিন হাবীব (টাঙ্গাইল), মাওলানা ইবরাহীম (বগুড়া) প্রমুখ ওলামায়ে কেরাম। বিদেশী মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ইহয়াউত তুরাছ, ঢাকা অফিসের মুদীর শায়খ আব্দুল বার্র আহমাদ আব্দুল লতীফ নাছির (জর্ডান)।  

ইজতেমার ২য় দিন পৃথক পৃথক প্যান্ডেলে যুবসমাবেশ, মহিলা সমাবেশ এবং ওলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকালে মূল স্টেজে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় ‘সোনামণি সংলাপ’। এবারের ইজতেমায় দিনাজপুর থেকে আগত জনৈক হিন্দু ব্যক্তি ইসলাম গ্রহণ করেন। এছাড়া সাতক্ষীরা ও গাজীপুর থেকে আগত ৪ ব্যক্তি আহলেহাদীছ হওয়ার ঘোষণা দেন। সুদূর সাতক্ষীরা থেকে সাইকেলযোগে ১০ ব্যক্তির ইজতেমায় অংশগ্রহণ ছিল এক চমকপ্রদ ঘটনা। পরিশেষে সরকারের উদ্দেশ্যে দশ দফা প্রস্তাবনা পেশের মাধ্যমে সম্মেলনের কার্যক্রমের যবনিকাপাত ঘটে।  

১৩. ১৩ ও ১৪ই মার্চ ২০০৩ : 

তাবলীগী ইজতেমার জন্য প্রায় স্থায়ী ময়দান হিসাবে পরিণত হওয়া নওদাপাড়া, রাজশাহীর ট্রাক টার্মিনাল ময়দানে বরাবরের মত তাবলীগী ইজতেমা আয়োজিত হয়। উদ্বোধনী ভাষণে আমীরে জামা‘আত ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বলেন, আহলেহাদীছ-এর দাওয়াত কোন দলীয় দাওয়াত নয়, এটি নির্ভেজাল ইসলামের দাওয়াত। ইসলাম যেমন একটি পূর্ণাঙ্গ দাওয়াত, আহলেহাদীছ আন্দোলন তেমনি পূর্ণাঙ্গ দ্বীনের দাওয়াত। এ আন্দোলন সকল বনু আদমকে সৃষ্টিকর্তা আল্লাহ কর্তৃক সর্বশেষ অহি-র মাধ্যমে প্রেরিত চূড়ান্ত সত্য ও কল্যাণের দিকে ফিরে যাওয়ার আহবান জানায়। তিনি বলেন, অহি-র বিধান হল বিশ্ববিধান। অতএব সেই অহির-র বিধান প্রতিষ্ঠায় আত্মনিবেদনকারী ‘আহলেহাদীছ আন্দোলন’ বিশ্বমানবতার মুক্তির আন্দোলন’।

সম্মেলনের ২য় দিন জঙ্গীবাদী অপতৎরতার বিরুদ্ধে সুস্পষ্ট হুঁশিয়ারী বাণী উচ্চারণ করে তিনি বলেন, আজ সশস্ত্র জিহাদের জোশ সৃষ্টি করে কিছু তরুণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। কারা এদের পিছনে ইন্ধন যোগাচ্ছে, কারা এদেরকে অর্থ ও অস্ত্র দিচ্ছে, আসল তথ্য বের করে আনুন! তিনি সুস্পষ্ট ভাষায় তরুণ সমাজকে সতর্ক করে বলেন, হে তরুণ সমাজ! নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না। ইসলামের নামে ইসলামের শত্রুদের সৃষ্ট চক্রান্তজালে পা দিয়ো না’।  

ইজতেমায় পূর্বনির্ধারিত বিষয়বস্ত্ত অনুযায়ী বক্তব্য পেশ করেন শায়খ আব্দুছ ছামাদ সালাফী, অধ্যাপক নূরুল ইসলাম (মেহেরপুর), মাওলানা মুছলেহুদ্দীন (ঢাকা), মাওলানা আব্দুর রাযযাক বিন ইউসুফ (চাঁপাই নবাবগঞ্জ), আকরামুযযামান বিন আব্দুস সালাম (ঠাকুরগাঁও), মাওলানা আমানুল্লাহ (পাবনা), মাওলানা জাহাঙ্গীর আলম (বাগেরহাট), অধ্যাপক সিরাজুল ইসলাম (যশোর), ড. লোকমান হোসেন (কুষ্টিয়া), ড. মুযাম্মিল আলী (কুষ্টিয়া), শায়খ আব্দুর রশীদ (গাইবান্ধা), অধ্যাপক শেখ রফীকুল ইসলাম (সাতক্ষীরা), মাওলানা ছফিউল্লাহ (কুমিল্লা), অধ্যাপক মুহাম্মাদ আলমগীর হুসাইন (সিরাজগঞ্জ), মাওলানা রুস্তম আলী (রাজশাহী), ড. ইকরামুল ইসলাম (রাজশাহী), হাফেয আব্দুছ ছামাদ (ঢাকা), মাওলানা আব্দুল মান্নান (সাতক্ষীরা), ক্বামারুযযামান বিন আব্দুল বারী (জামালপুর), আব্দুল ওয়াদূদ (কুমিল্লা), আযীযুর রহমান (যশোর), মাওলানা আব্দুল্লাহ বিন আব্দুল হালীম (সাতক্ষীরা), মাওলানা মতীউর রহমান (সাতক্ষীরা), মাওলানা যাকারিয়া (টাঙ্গাইল), হাফেয আব্দুল আলীম (যশোর) প্রমুখ ওলামায়ে কেরাম। বিদেশী মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ইহয়াউত তুরাছ, ঢাকার সহকারী পরিচালক আবু আনাস শাযলী রাফ‘আত ওছমান (সুদান)।

বরাবরের মত পৃথক পৃথক স্থানে যুবসমাবেশ, মহিলা সমাবেশ ও ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয় এবং মূল স্টেজে সোনামণিদের আয়োজনে মাদকবিরোধী একটি আকর্ষণীয় সংলাপ পরিবেশিত হয়। গতবারের মত এ ইজতেমাতেও আমীরে জামা‘আতের বক্তব্যের পর স্টেজে এসে বিভিন্ন যেলার ২০ জন পুরুষ এবং মহিলা প্যান্ডেলে বেশ কয়েকজন মহিলা আহলেহাদীছ হওয়ার ঘোষণা দেন।

১৪. ১লা ও ২রা এপ্রিল ২০০৪ : 

১৪শ বার্ষিক সম্মেলন যথারীতি রাজশাহী মহানগরীর নওদাপাড়া ট্রাক টার্মিনাল ময়দানে অনুষ্ঠিত হয়। চৈত্রের খরতাপে প্রচন্ড দাবদাহ সহ্য করে দেশের প্রায় সবকটি যেলা থেকে হাযার হাযার কর্মী ও সুধী ইজতেমায় উপস্থিত হন। বিগত কয়েক বছরের তুলনায় উপস্থিতি প্রায় দ্বিগুণ হওয়ায় প্যান্ডেলে জায়গা সংকুলান হয়নি। উদ্বোধনী ভাষণে আমীরে জামা‘আত ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বলেন, ৫১২ বছর পূর্বে তথা ১৪৯২ খৃষ্টাব্দের ১লা এপ্রিল নযীরবিহীন প্রতারণার মাধ্যমে খৃষ্টানরা ৭ লক্ষ মুসলিম নর-নারী ও শিশুকে নিরস্ত্র অবস্থায় জীবন্ত পুড়িয়ে হত্যা করেছিল। আজও তারা পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিম নিধন ও মুসলিম দেশসমূহের উপর সাম্রাজ্যবাদী দখল অভিযান চালিয়ে যাচ্ছে। ফলে ইহুদী-খৃষ্টান ও ব্রাক্ষ্মণ্যবাদী লবীই আজকের পৃথিবীর শান্তি বিনষ্টকারী সেরা সন্ত্রাসী লবী। তিনি বলেন, মুসলিম নেতৃবৃন্দ আর কতকাল তাদের প্রতারণার ফাঁদে April fools' হয়ে থাকবেন? তিনি বলেন, মুসলিম উম্মাহ্র করুণ পরিণতি হেদায়াতের মূল উৎস পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের মহান শিক্ষা হ’তে দূরে থাকারই ফল।

অতঃপর ১ম ও ২য় দিন বাদ এশা পূর্ণাঙ্গ ভাষণে তিনি যথাক্রমে ‘আহলেহাদীছ’-এর পরিচিতি এবং ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর সমাজ সংস্কার পদ্ধতি ব্যাখ্যা করেন।

অতঃপর পূর্বনির্ধারিত বিষয়বস্ত্ত অনুযায়ী বক্তব্য পেশ করেন শায়খ আব্দুছ ছামাদ সালাফী, অধ্যাপক নূরুল ইসলাম (মেহেরপুর), ড. মুছলেহুদ্দীন (ঢাকা), মাওলানা আব্দুর রাযযাক বিন ইউসুফ (চাঁপাই নবাবগঞ্জ), মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল (পাবনা), মাওলানা জাহাঙ্গীর আলম (বাগেরহাট), অধ্যাপক সিরাজুল ইসলাম (যশোর), ড. লোকমান হোসেন (কুষ্টিয়া), ড. মুযাম্মিল আলী (কুষ্টিয়া), মাওলানা ছফিউল্লাহ (কুমিল্লা), অধ্যাপক শেখ রফীকুল ইসলাম (সাতক্ষীরা), অধ্যাপক মুহাম্মাদ আলমগীর হুসাইন (সিরাজগঞ্জ), মাওলানা রুস্তম আলী (রাজশাহী), ড. ইকরামুল ইসলাম (রাজশাহী), মাওলানা আব্দুল মান্নান (সাতক্ষীরা), অধ্যাপক আমীনুল ইসলাম (রাজশাহী), মাওলানা বদরুয্যামান (সাতক্ষীরা), মাওলানা কফীলুদ্দীন বিন আমীন (গাযীপুর), মাওলানা সাইফুল ইসলাম বিন হাবীব (ঢাকা), হাফেয আখতার (নওগাঁ), হাফেয আব্দুল আলীম (যশোর), মুহাম্মাদ ইবরাহীম (রংপুর) প্রমুখ ওলামায়ে কেরাম। বিদেশী মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ইহয়াউত তুরাছ, ঢাকার সহকারী পরিচালক আবু আনাস শাযলী রাফ‘আত ওছমান (সুদান)।

নিয়মিত প্রোগ্রাম ওলামা সমাবেশ, যুবসমাবেশ, মহিলা সমাবেশ ছাড়াও এবার ইজতেমার ২য় দিন দারুল ইমারতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। জনাকীর্ণ সংবাদ সম্মেলনে মুহতারাম আমীরে জামা‘আত তাঁর বক্তব্যে আহলেহাদীছ আন্দোলনের কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করে বলেন, ইসলাম মানবজাতির জন্য আল্লাহপ্রেরিত সর্বশেষ ও পূর্ণাঙ্গ জীবন বিধান। অতএব ইসলামকে সকল সমস্যায় একমাত্র সমাধান হিসাবে গ্রহণ করতে হবে এবং প্রচলিত দ্বি-মুখী চিন্তাধারা পরিত্যাগ করে ব্যক্তি ও সমাজ জীবনে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের ভিত্তিতে ইসলামী আইন ও শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।

উল্লেখ্য যে, বিভিন্ন জাতীয় দৈনিকসহ বিটিভি ও বাংলাদেশ বেতারের রাজশাহী কেন্দ্র থেকে ইজতেমার খবর একাধিকবার প্রচারিত হয়।

এবারের ইজতেমায় প্রথমবারের মত ফরিদপুরের আটরশি থেকে ৩০ জন ভাই গাড়ী রিজার্ভ করে সম্মেলনে যোগদান করেন। যারা প্রায় সকলেই ইতিপূর্বে আটরশি পীরের মুরীদ ছিলেন। কাফেলার প্রধান জনাব আব্দুছ ছামাদের পিতা স্বয়ং আটরশি পীরের দীর্ঘদিনের খাদেম ছিলেন। ‘আত-তাহরীক’ পত্রিকাসহ সংগঠনের অন্যান্য বই-পত্রের মাধ্যমে ছহীহ আক্বীদার সন্ধান পেয়ে তারা যাবতীয় শিরক-বিদ‘আত থেকে তওবা করে আহলেহাদীছ হন। ইজতেমায় এসে তারা মুহতারাম আমীরে জামা‘আতের হাতে আনুগত্যের বায়‘আত গ্রহণ করেন। এছাড়া সাতক্ষীরা ও মেহেরপুর থেকে মোট ৩২ জন কর্মী সাইকেলযোগে একটানা প্রায় ৩০০-৩৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইজতেমায় যোগদান করেন।     

১৫. ২৪ ও ২৫শে ফেব্রুয়ারী ২০০৫ : 

রাজশাহীর নওদাপাড়া ট্রাক টার্মিনাল ময়দানে আয়োজিত এবারের তাবলীগী ইজতেমার নির্ধারিত দিন ছিল ২৪ ও ২৫ শে ফেব্রুয়ারী। কিন্তু ইজতেমার মাত্র ২দিন পূর্বে ২২শে ফেব্রুয়ারী গভীর রাতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় দারুল ইমারত আহলেহাদীছ থেকে অকস্মাৎ বিনা ওয়ারেন্টে ৫৪ ধারায় গ্রেফতার করা হয় মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবসহ নায়েবে আমীর শায়খ আব্দুছ ছামাদ সালাফী, সাধারণ সম্পাদক অধ্যাপক নূরুল ইসলাম এবং ‘যুবসংঘ’-এর সাংগঠনিক সম্পাদক এ এস এম আযীযুল্লাহকে। পরদিন প্রশাসন তাবলীগী ইজতেমার উপর ১৪৪ ধারা জারি করে। ইজতেমা প্যান্ডেলে যেয়ে পুলিশ ত্রাসের রাজত্ব কায়েম করে এবং অর্ধনির্মিত প্যান্ডেল ভেঙ্গে দিয়ে সবকিছু উঠিয়ে নিয়ে যেতে বাধ্য করে ডেকোরেটর কর্মীদের। নওদাপাড়া মারকায ও পাশর্ববর্তী এলাকাসমূহ বিপুলসংখ্যক পুলিশ ও র‌্যাবের যুদ্ধংদেহী মহড়ায় ঘেরাও হয়ে পড়ে। নেতা-কর্মীরা কেন্দ্রীয় কার্যালয় দারুল ইমারত আহলেহাদীছ থেকে বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়েন। এমন অস্থির হতবুদ্ধিকর মুহূর্তেও যথারীতি ইজতেমা আয়োজনের প্রচেষ্টা চালানো হয়েছিল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত নিষেধাজ্ঞা জারি এবং গ্রেফতারির হুমকি প্রদান করা হয়। ফলে সার্বিক প্রস্ত্ততি সম্পন্নের পরও তাবলীগী ইজতেমা বাতিল হয়ে যায়। ইতিমধ্যে নেতৃবৃন্দের গ্রেফতার হওয়ার ঘটনা সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ায় দেশজুড়ে আহলেহাদীছদের মাঝে এক বিরাট আতংক ছড়িয়ে পড়ে। কিন্তু তা উপেক্ষা করে দেশের বিভিন্ন যেলা থেকে অনেক মানুষ ইজতেমা ময়দানে উপস্থিত হন এবং অশ্রুসিক্ত নয়নে বেদনাহত চিত্তে ফিরে যান।

১৬. ১৬ ও ১৭ই ফেব্রুয়ারী ২০০৬ : 

পূর্ববর্তী বছর সরকারের রুদ্র রোষে ইজতেমা বাতিল হওয়ার পর পুণরায় রাজশাহী মহানগরীর নওদাপাড়াস্থ ট্রাক টার্মিনালে ১৬শ বার্ষিক তাবলীগী ইজতেমার আয়োজন করা হয়। মুহতারাম আমীরে জামা‘আত ১ বছর যাবৎ কারাবন্দী থাকায় এবং বিগত বছর ইজতেমা বাতিল হয়ে যাওয়ায় এবারের ইজতেমায় বাঁধভাঙ্গা স্রোতের মত জনসমাগম হয়। উদ্বোধনী ভাষণের পূর্বেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ইজতেমা ময়দান। লক্ষাধিক কর্মী ও সুধীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মুহুর্মুহু তাকবীর ধ্বনিতে মুখরিত হয় নওদাপাড়ার আকাশ-বাতাস। চতুর্দিকে এক স্বর্গীয় আভা ছড়িয়ে পড়ে। পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের অমিয় সুধা পানের উদগ্র বাসনা এবং ক্ষমতাসীন জোট সরকারের সীমাহীন নির্যাতনের শিকার মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব সহ ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তির জোর দাবীতে দেশের প্রায় সকল যেলা থেকে হাযার হাযার মহিলা-পুরুষ কর্মী ও সুধী রিজার্ভ বাস ও অন্যান্য যানবাহনে করে ইজতেমায় যোগদান করেন। শীর্ষ নেতৃবৃন্দের অনুপস্থিতি বিশাল ইজতেমা ময়দানের প্রতিটি প্রান্তকে গভীর শূন্যতার ছায়ায় আচ্ছাদিত করে রেখেছিল। কিন্তু আবেগাপ্লুত জনতার হৃদয় নিংড়ানো তাকবীর ধ্বনি আর নেতৃবৃন্দের মুক্তির শ্লোগানে ইজতেমা ময়দান ও তার পার্শ্ববর্তী এলাকা মুখর হয়ে উঠে। ফজরের জামা‘আতে নেতৃবৃন্দের মুক্তির জন্য ‘কুনূতে নাযেলা’ পাঠ করা হয়।

উদ্বোধনী ভাষণে সংগঠনের তৎকালীন ভারপ্রাপ্ত আমীর ডঃ মুহাম্মাদ মুছলেহুদ্দীন জ্বালাময়ী ভাষায় বলেন, আহলেহাদীছ আন্দোলন নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কুরআন এবং ছহীহ হাদীছের সর্বোচ্চ অগ্রাধিকার বাস্তবায়নের এক দৃপ্ত কাফেলার নাম। বর্তমান হানাহানির বিশ্বে অহি-র বিধানের প্রতি আত্মসমর্পণই কেবলমাত্র শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে। তিনি জঙ্গীবাদের বিরুদ্ধে হুঁশিয়ারীবার্তা উচ্চারণ করে বলেন, ‘আল্লাহ্র আইন’ প্রতিষ্ঠার নামে যারা দেশে ভয়াবহ নৈরাজ্য ও নাশকতা চালাচ্ছে, তারা ইসলামের অনুসারী নয় বরং এরা ইসলামের শত্রু, দেশ ও জাতির দুশমন। তিনি এধরনের চরমপন্থী অপতৎপরতার বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহবান এবং এদের নেপথ্য নায়কদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক  শাস্তির দাবী জানান। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, বোমাবাজদের ধরার নামে নিরপরাধ আলেমদেরকে হয়রানি করে সরকার চরম অন্যায় করেছে। এজন্য সরকারকে অবশ্যই দুঃখজনক পরিণামফল ভোগ করতে হবে। তিনি অবিলম্বে আমীরে জামা‘আতের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বলেন, জঙ্গীবাদের বিরুদ্ধে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব এবং ‘আহলেহাদীছ আন্দোলন’ ও ‘যুবসংঘে’র কঠোর অবস্থান জাতির কাছে আজ অত্যন্ত পরিষ্কার। তদুপরি সরকার নিরপরাধ আহলেহাদীছ নেতৃবৃন্দকে এক বছর যাবৎ নির্মমভাবে হয়রানি করে চলেছে। তিনি মুহতারাম আমীরে জামা‘আতসহ গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তির দাবীতে গণআন্দোলন গড়ে তোলার জন্য দেশবাসীকে আহবান  জানান। এ সময় উপস্থিত জনতার মুহুর্মুহু শ্লোগানে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়।

অতঃপর ইজতেমায় পূর্ব নির্ধারিত বিষয়ের উপর বক্তব্য পেশ করেন অধ্যাপক সিরাজুল ইসলাম (যশোর), মাওলানা এস.এম. আব্দুল লতীফ (সিরাজগঞ্জ), মাওলানা গোলাম আযম (গাইবান্ধা), মাওলানা আব্দুর রাযযাক বিন ইউসুফ (রাজশাহী), অধ্যাপক শেখ রফীকুল ইসলাম (সাতক্ষীরা), ডঃ মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন (কুমিল্লা), মাওলানা জাহাঙ্গীর আলম (খুলনা), মাওলানা ছফিউল্লাহ (কুমিল্লা), ‘যুবসংঘ’-এর ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কাবীরুল ইসলাম (গোপালগঞ্জ), সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদূদ (কুমিল্লা), প্রশিক্ষণ সম্পাদক মুযাফফর বিন মুহসিন (রাজশাহী), মাওলানা সাঈদুর রহমান (রাজশাহী), মাওলানা আকরামুযযামান বিন আব্দুস সালাম (ঠাকুরগাঁও), মাওলানা আব্দুল মান্নান (সাতক্ষীরা), মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল (পাবনা), মাওলানা মুনীরুদ্দীন (খুলনা), মাওলানা কফীলুদ্দীন বিন আমীন (গাযীপুর), হাফেয আখতার মাদানী (নওগাঁ), মাওলানা আব্দুল খালেক সালাফী (নওগাঁ), মাওলানা রুস্তম আলী (রাজশাহী), মাওলানা সাইফুল ইসলাম বিন হাবীব (টাঙ্গাইল), মুহাম্মাদ জালালুদ্দীন (কুমিল্লা), মুহাম্মাদ তাসলীম সরকার (কুমিল্লা), মাওলানা ইবরাহীম বিন রইসুদ্দীন (বগুড়া), মাওলানা আবুবকর ছিদ্দীক (রাজশাহী), মাওলানা মুরাদ বিন আমজাদ (খুলনা), মাওলানা আব্দুল আলীম (ঝিনাইদহ), মাওলানা আব্দুল্লাহ বিন আব্দুল হালীম (সাতক্ষীরা), হাফেয আব্দুল্লাহ আল-মা‘ছূম (ঢাকা), মাওলানা বদরুযযামান (সাতক্ষীরা) প্রমুখ। 

এছাড়া শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মুহতারাম আমীরে জামা‘আতের জ্যেষ্ঠ পুত্র আহমাদ আব্দুল্লাহ ছাকিব, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ. কে. এম. খায়রুযযামান লিটন এবং ‘বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জনাব মিজানুর রহমান মিনু (এমপি)।

পরিশেষে মুহতারাম আমীরে জামা‘আতের মুক্তির দাবীসহ ১০ দফা প্রস্তাবনা সরকারের নিকট পেশ করা হয়।

১৭. ১ ও ২ মার্চ ২০০৭ : 

১৭শ বার্ষিক তাবলীগী ইজতেমা যথারীতি রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় অনুষ্ঠিত হয়। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিপুলসংখ্যক কর্মী ও সুধী ইজতেমায় অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার ফজরের কিছু পূর্বে শুরু হওয়া ঝড়ে স্থানীয় ট্রাক টার্মিনালে নির্মিত ইজতেমার প্যান্ডেল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বৃষ্টিতে মাঠ প্লাবিত হয়ে যায়। সারাদিন কর্মীদের প্রচেষ্টায় পুনরায় প্যান্ডেল ঠিক করে ইজতেমার কার্যক্রম শুরু করা হয়। কিন্তু খারাপ আবহাওয়া অব্যাহত থাকলে ২য় দিন সকালে ইজতেমার কার্যক্রম দারুল হাদীছ বিশ্ববিদ্যালয় জামে মসজিদে স্থানান্তর করা হয়।

১৬ মাস কারাঅন্তরীণ থাকার পর সদ্য কারামুক্ত অধ্যাপক নূরুল ইসলামের স্বাগত ভাষণ ও তৎকালীন ভারপ্রাপ্ত আমীর শায়খ আব্দুছ ছামাদ সালাফীর উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে তাবলীগী ইজতেমার কার্যক্রম যথারীতি শুরু হয়। অতঃপর পূর্বনির্ধারিত বিষয়ে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর নায়েবে আমীর ডঃ মুহাম্মাদ মুছলেহুদ্দীন (ঢাকা), অধ্যাপক সিরাজুল ইসলাম (যশোর), মাওলানা আব্দুর রাযযাক বিন ইউসুফ (চাঁপাইনবাবগঞ্জ), মাওলানা আব্দুল মান্নান (সাতক্ষীরা), মাওলানা ছফিউল্লাহ (কুমিল্লা), মাওলানা কফীলুদ্দীন (গাযীপুর), মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল (পাবনা), মাওলানা মুনীরুদ্দীন (খুলনা), হাফেয আখতার মাদানী (নওগাঁ), আব্দুল্লাহ বিন আব্দুল হালীম (সাতক্ষীরা), ইবরাহীম বিন রইসুদ্দীন (বগুড়া), আবু বকর ছিদ্দীক্ব (রাজশাহী), সাইফুল ইসলাম ইসলাম বিন হাবীব (ঢাকা) মাওলানা সাঈদুর রহমান (রাজশাহী) ও মাওলানা রুস্তম আলী (রাজশাহী)।

বক্তাগণ সবাই মূলতঃ মুহতারাম আমীরে জামা‘আতের মুক্তির দাবীতে জোরালো বক্তব্য রাখেন। তাঁরা তত্ত্বাবধায়ক সরকারের নিকটে মিথ্যা মামলায় কারাবন্দী মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবের আশু মুক্তি দাবী করে বলেন, বিগত সরকার জাতির সাথে জঘন্য প্রতারণার মাধ্যমে তাঁকে গ্রেফতার করে যারপরনাই হয়রানি করেছে। গোটা আহলেহাদীছ জামা‘আতকে অন্যায়ভাবে সন্ত্রস্ত করেছে। কিন্তু অদ্যাবধি তাঁর বিরুদ্ধে আরোপিত কোন অভিযোগই সত্য প্রমাণিত হয়নি। এরপরও বিনা বিচারে দীর্ঘ দুই বছর যাবত তাঁকে বন্দী রাখা মানবাধিকারের সুস্পষ্ট লংঘন। তারা অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির জোর দাবী জানান।

অবশেষে জুম‘আর ছালাতের পর এক সংক্ষিপ্ত সমাপনী ভাষণের মাধ্যমে ইজতেমা মুলতবী ঘোষণা করা হয়। ঝড়-বৃষ্টি থেকে আশ্রয় গ্রহণের জন্য চাহিদার তুলনায় অপ্রতুল ব্যবস্থাপনা থাকায় উপস্থিত মহিলা-পুরুষ সকলেই এক অবর্ণনীয় দুর্ভোগের শিকার হন। কিন্তু কারো মুখে ছিল না কোন অভাব-অভিযোগের কথা। বরং হাসিমুখে এ দূর্যোগঅবস্থাকে স্বাভাবিকভাবেই বরণ করে নেন কেবল ঈমানী তাকীদে। হক্বের পথে অবিচল থাকার জন্য যে দৃঢ় মনোবৃত্তি, যে ত্যাগ-তিতীক্ষা ও অগাধ নিষ্ঠার প্রয়োজন তার এক অসাধারণ চিত্রই বরং ফুটে উঠেছিল এই দুর্যোগমুহূর্তে। যাবতীয় কষ্ট ছাপিয়ে সকলের মনেই যেন কেবল আমীরে জামা‘আতের মুক্তি না হওয়ার বিষয়টি আকুলি-বিকzুল করছিল।

১৮. ২৮ ও ২৯শে ফেব্রুয়ারী ২০০৮ : 

১৮শ’ বার্ষিক তাবলীগী ইজতেমা এবার রাজশাহী মহানগরীর উপকণ্ঠে নওদাপাড়াস্থ ট্রাক টার্মিনালের পরিবর্তে নিজস্ব প্রতিষ্ঠান মহিলা সালাফিয়া মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ভাষণে তৎকালীন ভারপ্রাপ্ত আমীর শায়খ আব্দুছ ছামাদ সালাফী দেশবাসীর উদ্দেশ্যে বলেন, আহলেহাদীছ আন্দোলন নতুন কিছু নয়। বরং এই আন্দোলনের সূচনা হয়েছে রাসূল (ছাঃ)-এর যুগ থেকে। রাসূলের ভবিষ্যদ্বাণী অনুযায়ী হক্বপন্থী এই জামা‘আত প্রতি যুগেই সক্রিয় থেকেছে এবং ক্বিয়ামত পর্যন্ত এই ক্রমধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি বলেন, আহলেহাদীছ আন্দোলন কোন গোষ্ঠীকেন্দ্রিক বা নির্দিষ্ট কোন ব্যক্তির চিন্তাধারা প্রসূত আন্দোলন নয়। বরং এ আন্দোলন সর্বস্তরের মানুষকে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ অনুযায়ী তাদের সার্বিক জীবন পরিচালনার আন্দোলন। তিনি বলেন, এ আন্দোলন জিহাদের নামে দেশবিরোধী অপতৎপরতার তীব্র ধিক্কার ও নিন্দা জানায়। তিনি দীর্ঘ তিন বছর যাবৎ মিথ্যা মামলায় কারাবন্দী ‘আন্দোলন’-এর মুহতারাম আমীর প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব-এর জন্য সকলের নিকট দো‘আ কামনা করেন এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁকে মুক্তি দানের জন্য তৎকালীন তত্ত্বাবধায়ক  সরকারের প্রতি জোর দাবী জানান।

দু’দিনব্যাপী তাবলীগী ইজতেমায় পূর্ব নির্ধারিত বিষয়ের উপর বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর নায়েবে আমীর ডঃ মুহাম্মাদ মুছলেহুদ্দীন (ঢাকা), অধ্যাপক সিরাজুল ইসলাম (যশোর), মাওলানা গোলাম আযম (গাইবান্ধা), মাওলানা এস. এম. আব্দুল লতীফ (সিরাজগঞ্জ), ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি এ এস এম আযীযুল্লাহ (সাতক্ষীরা), মাওলানা আবু তাহের (গাইবান্ধা), মাওলানা আব্দুর রাযযাক বিন ইউসুফ (চাঁপাই নবাবগঞ্জ), অধ্যক্ষ মুহাম্মাদ আনীসুর রহমান (ময়মনসিংহ), এ্যাডভোকেট যিল্লুর রহমান (সাতক্ষীরা), আত-তাহরীক সম্পাদক ডঃ মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন (কুমিল্লা), মাওলানা জাহাঙ্গীর আলম (খুলনা), মাওলানা ছফিউল্লাহ (কুমিল্লা), মাওলানা আব্দুল মান্নান (সাতক্ষীরা), মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল (পাবনা), মাওলানা কফীলুদ্দীন বিন আমীন (গাযীপুর), মাওলানা বেলালুদ্দীন (পাবনা) মাওলানা মুনীরুদ্দীন (খুলনা), হাফেয আব্দুছ ছামাদ মাদানী (ঢাকা), মাওলানা সাঈদুর রহমান (রাজশাহী), মাওলানা রুস্তম আলী (রাজশাহী), হাফেয আব্দুল আলীম (ঝিনাইদহ), মাওলানা আব্দুল্লাহ বিন আব্দুল হালীম (সাতক্ষীরা), মাওলানা আবুবকর ছিদ্দীক (রাজশাহী), মাওলানা বদরুযযামান (সাতক্ষীরা), মাওলানা সাইফুল ইসলাম বিন হাবীব (টাঙ্গাইল), মাওলানা রফীকুল ইসলাম (রাজশাহী), মাওলানা আব্দুল মালেক (টাঙ্গাইল), হাফেয মাওলানা আব্দুল হামীদ (ঢাকা) প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আমীরে জামা‘আতের জ্যেষ্ঠপুত্র আহমাদ আব্দুল্লাহ ছাকিব।

এবারের ইজতেমায় পুরুষের পাশাপাশি মহিলাদের উপচে পড়া ভীড় ছিল লক্ষ্যণীয়। ফলে পৃথকভাবে নির্মিত দু’টি প্যান্ডেলেও জায়গা সংকুলান না হওয়ায় বাধ্য হয়ে মারকায কেন্দ্রীয় জামে মসজিদে তাদের বসার ব্যবস্থা করা হয়।

১৯. ১২ ও ১৩ ফেব্রুয়ারী ২০০৯ : 

দীর্ঘ চার বছর পর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড: মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব -এর সভাপতিত্বে অনুষ্ঠিত এবারের তাবলীগী ইজতেমায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাযার হাযার কর্মী ও সুধী বাঁধভাঙ্গা জোয়ারের মত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। জনসমুদ্রে পরিণত হয় ইজতেমা ময়দান ও আশপাশ এলাকা। সরকারের মিথ্যা মামলায় দীর্ঘ ৩ বছর ৬ মাস ৬ দিন কারাবন্দী অবস্থায় থেকে মুক্তিলাভের পর এটিই ছিল তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম তাবলীগী ইজতেমা।

মুহতারাম আমীরে জামা‘আত উদ্বোধনী ভাষণে দীর্ঘ ৪ বছর পর পুনরায় তাবলীগী ইজতেমায় যোগদান করতে পারায় মহান আল্লাহ তা‘আলার শুকরিয়া আদায় করেন। অতঃপর ২০০৫ সালের ২২ ফেব্রুয়ারী ১৫তম বার্ষিক তাবলীগী ইজতেমার আগের দিন গভীর রাতে ঘুম থেকে ডেকে তুলে কেন্দ্রীয় ৪ নেতার গ্রেফতার ও ৩ বছর ৬ মাস ৬ দিন কারাভোগের স্মৃতিচারণ করেন। সাথে সাথে তারপর থেকে বিভিন্ন যেলার প্রায় ৪০ জন নেতা-কর্মীকে গ্রেফতার ও মিথ্যা মামলা দিয়ে কারা নির্যাতনের কথা স্মরণ করেন। তিনি বলেন, কেবল আমার উপরেই ৬টি যেলায় মোট ১০টি মিথ্যা মামলা চাপানো হয়। যার ৪টি আজও বিচারাধীন। সেদিনের সেই আতংকময় পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’-এর নেতা-কর্মীরা যেভাবে সাংগঠনিক কার্যক্রমকে অব্যাহত রেখেছিলেন এবং আমাদের কারামুক্তির জন্য অসংখ্য মিটিং, মিছিল, মানববন্ধন, বক্তৃতা-বিবৃতি ও সভা-সম্মেলন করে যুলুমের প্রতিবাদ করেছিলেন, দেশ-বিদেশের যে সকল ভাই ও বোনেরা আমাদের জন্য সময়-শ্রম, অর্থ, মেধা ও পরামর্শ দিয়ে সাধ্যমত যে যতটুকু সাহায্য-সহযোগিতা করেছেন এবং আমাদের মুক্তির জন্য আল্লাহ্র কাছে আকুতিভরা প্রার্থনা করেছেন, তাদের সবার প্রতি আমি কারা নির্যাতিতদের পক্ষ থেকে আন্তরিক শুকরিয়া জ্ঞাপন করছি এবং আল্লাহ্র নিকট তাদের জন্য উত্তম প্রতিদান কামনা করছি।

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেছিলেন, ‘আপনারা দেখেছেন যে পোশাকে আমি জেলখানায় গিয়েছিলাম, সেই পোশাকেই আমি আপনাদের সামনে উদ্বোধনী ভাষণে হাযির হয়েছি। কিন্তু আমাদের উপর যারা অত্যাচার করেছিল আল্লাহ পাকের ইচ্ছায় আমাদের বের হবার আগেই তারা জেলখানায় প্রবেশ করেছেন। অতএব হে নেতারা সাবধান হয়ে যাও! আল্লাহকে ভয় করো’।

অতঃপর যথারীতি বিষয়ভিত্তিক আলোচনা রাখেন অধ্যাপক নূরুল ইসলাম (কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, ‘আন্দোলন’) অধ্যাপক মুহাম্মাদ সিরাজুল ইসলাম (যশোর), মাওলানা আব্দুর রায্যাক বিন ইউসুফ (রাজশাহী), অধ্যাপক শেখ রফীকুল ইসলাম (সাতক্ষীরা), ডঃ মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন (কুমিল্লা), মাওলানা জাহাঙ্গীর আলম (খুলনা) ও মাওলানা ছফিউল্লাহ (কুমিল্লা), প্রফেসর শাহ মুহাম্মাদ হাবীবুর রহমান, প্রফেসর ড. মুহাম্মাদ মুয্যাম্মিল আলী মাওলানা আকরামুযযামান বিন আব্দুস সালাম (ঠাকুরগাঁও), মাওলানা আব্দুল মান্নান (সাতক্ষীরা), মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল (পাবনা), ড. এ. এস. এম. আযীযুল্লাহ (কেন্দ্রীয় সভাপতি, ‘যুবসংঘ’), শিহাবুদ্দীন আহমাদ (পরিচালক ‘সোনামণি’), মাওলানা রুস্তম আলী (রাজশাহী), মাওলানা সাইফুল ইসলাম বিন হাবীব (ঢাকা)। এতদ্ব্যতীত বক্তব্য রাখেন মাওলানা রফীকুল ইসলাম (রাজশাহী), মাওলানা আবুবকর (রাজশাহী), মাওলানা আব্দুল্লাহ আল-মামূন (নরসিংদী), মাওলানা মুহাম্মাদ শফীকুল ইসলাম (নারায়ণগঞ্জ), মাওলানা বদরুযযামান (সাতক্ষীরা) প্রমুখ। এছাড়া অতিথি বক্তা হিসাবে বক্তব্য রাখেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মাদ নযরুল ইসলাম, এনটিভির ইসলামী অনুষ্ঠান বিভাগের পরিচালক মাওলানা আবুল কালাম আযাদ।

মাওলানা আবুল কালাম আযাদ প্রথমবারের মত এই ইজতেমায় যোগদান করে তাঁর অনুভূতি ব্যক্ত করতে যেয়ে বলেন, আমি মনে করি সর্বাগ্রে আক্বীদার সংশোধন প্রয়োজন। কারণ আক্বীদাই হ’ল মানব জীবনের প্রকৃত ফাউন্ডেশন। তিনি বলেন, যারা আহলেহাদীছ তারা শিরক ও বিদ‘আত হ’তে মুক্ত মানুষ। অন্য কারো মধ্যে এটা প্রতিরক্ষার সুন্দর ব্যবস্থা নেই, যেমনটি আহলেহাদীছদের মধ্যে রয়েছে। তাই আপনাদের দায়িত্ব হবে এদেশের ১৪ কোটি মানুষের কাছে ছহীহ আক্বীদার দাওয়াত পৌঁছে দেওয়া। আল্লাহ আপনাদেরকে যোগ্য নেতৃত্ব দিয়েছেন। আর যোগ্য নেতৃত্ব হচ্ছে আল্লাহ্র সবচেয়ে বড় নে‘মত। সেটি কালে-ভদ্রে মানুষ পেয়ে থাকে। অনেক ক্ষেত্রেই পায় না। সেটি আল্লাহ আপনাদের উপহার দিয়েছেন। এটি যাতে কলুষিত না হয়, সে জন্য আপনাদের শক্ত ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, এখানে এসে বুঝতে পারলাম আপনারা কেউ কেউ দ্বিমত পোষণ করে গণতান্ত্রিক রাজনীতির আশ্রয় গ্রহণ করতে চান। যদি তাই হয় তাহলে আপনারা ভুল করবেন। কেননা পাশ্চাত্য গণতন্ত্র একটি দুনিয়াবী মতবাদ মাত্র। ইতিহাসে দেখা যায় কোন মানবরচিত মতবাদ দুইশত বছরের বেশী টিকে থাকেনি। আমিও ধারণা করি মানব রচিত অন্যান্য মতবাদের মত গণতন্ত্রও বর্তমান বিশ্বে আর মাত্র ৬০-৭০ বছর খুব জোর টিকে থাকবে। তারপর এই পৃথিবী থেকে অন্যান্য মতবাদের মত গণতন্ত্র উচ্ছেদ হবে। কিন্তু এলাহী বিধান কিয়ামত পর্যন্ত স্বগৌরবে আপন মহিমায় উড্ডীন থাকবে।

তাবলীগী ইজতেমা হ’তে ফেরার পথে ১৪ ফেব্রুয়ারী শনিবার সকাল পৌনে ৭-টায় রাজশাহীর পুঠিয়া থানাধীন ঝলমলিয়ার নিকটে সেনবাগ নামক স্থানে সকাল বেলার ঘনকুয়াশায় দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয় সাতক্ষীরার মুছল্লীবাহী ৫৬নং গাড়ীটি। ঘটনাস্থলেই নিহত হয় বাসের চালক কালিগঞ্জের সাতপুর গ্রামের হাফীযুল ইসলাম রিপন (৩০)। এছাড়া পুঠিয়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মৃত্যুবরণ করেন সাতক্ষীরার বাঁকাল নিবাসী মুহাম্মাদ মুযাফফর ঢালী (৫৫) এবং রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পথে মারা যান তার স্ত্রী রাবেয়া খাতুন (৪৫)। গুরুতরভাবে আহত হয়ে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি হয় আরো ২১ জন। যাদের অধিকাংশের হাত-পা ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন স্থান মারাত্মকভাবে যখম হয়। ফলে সাতক্ষীরাসহ সারাদেশে কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। এই প্রথম ইজতেমায় আগত কোন গাড়ি বড় ধরনের দুর্ঘটনায় নিপতিত হয়।

২০. ১লা ও ২রা এপ্রিল ২০১০ : 

২০তম বার্ষিক তাবলীগী ইজতেমা বিভিন্ন বাধা-প্রতিবন্ধকতা ও কুচক্রী মহলের সীমাহীন ষড়যন্ত্রের পাহাড় ডিঙ্গিয়ে প্রথম নির্ধারিত তারিখ ২৫ ও ২৬ ফেব্রুয়ারীর পরিবর্তে ১ ও ২ এপ্রিল রাজশাহী মহানগরীর উপকণ্ঠে নওদাপাড়াস্থ ট্রাক টার্মিনাল ময়দানে অনুষ্ঠিত হয়। এবারে মূল ইজতেমাস্থল পরিবর্ধন করে পরিকল্পনা মাফিক মূল প্যান্ডেল থেকে প্রায় অর্ধ কিলোমিটার দূরে মহিলা মাদরাসা ময়দানে মহিলা প্যান্ডেল করা হয় এবং প্রজেক্টরের মাধ্যমে সরাসরি অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করা হয়।

মুহতারাম আমীরে জামা‘আত উদ্বোধনী ভাষণে বলেন, আজ পৃথিবীর দিকে দিকে মুসলিম নির্যাতন চলছে। অথচ তাদেরই করায়ত্ব মিডিয়াগুলো মুসলমানদের বিরুদ্ধে মিথ্যাচার করছে। জঙ্গী জঙ্গী বলে ধোয়া তুলছে। ইহুদী-খৃষ্টানরা মুসলিম ইরাক, আফগানিস্তান, ফিলিস্তীনের উপর হামলা করে লক্ষ লক্ষ মা-বোন এবং নিষ্পাপ শিশুদেরকে হত্যা করছে। অথচ তাতে তারা জঙ্গী হয় না; কিন্তু ইরাক, আফগানিস্তান, ফিলিস্তীনের মানুষ একটা ঢিল মারলে তারা জঙ্গী হয়ে যায়। তিনি বলেন, ১৯৪৭ সালের ২০ আগষ্টে দিল্লী বাহিনী কাশ্মীর দখল করে নিল। আর এর প্রতিবাদে কাশ্মীরীরা প্রতিরোধ যুদ্ধ শুরু করলে তারা হয়ে গেল জঙ্গী। পৃথিবীর সর্বত্র দ্বীনদার মুসলমানদের জঙ্গী বলে তাদের উপর হামলা করার জন্য যে ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে, বাংলাদেশও তার বাইরে নয়।

তিনি আরও বলেন, আমরা মানুষকে মানুষের পূজা করতে বলি না। আমরা মানুষকে আল্লাহ্র ইবাদত করতে বলি। সারা পৃথিবী জুড়ে দ্বন্দ্ব চলছে যে, আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক, না মানুষ সার্বভৌম ক্ষমতার মালিক? এ দ্বন্দ্বের যেদিন ফায়ছালা হবে সেদিন আহলেহাদীছ আন্দোলন পৃথিবীব্যাপী তার জয়ের চেহারা দেখবে ইনশাআল্লাহ। আমরা ততদিন পর্যন্ত ক্ষান্ত হব না যতদিন না দেখব যে, বাংলার প্রতিটি ঘরে ঘরে আল্লাহর সার্বভৌম ক্ষমতা বিরাজ করছে। আমরা ততদিন পর্যন্ত বিশ্রাম নেব না, ক্লান্ত হব না, যতদিন না দেখব যে, আমার নবীর রেখে যাওয়া নবুওয়াত ও রেসালত, কুরআন ও হাদীছ সম্মানের সাথে প্রতিটি ঘরে ঘরে বরিত ও পালিত হচ্ছে। যতদিন পর্যন্ত সেটা না হবে আহলেহাদীছ আন্দোলনের প্রতিটি কর্মী যেখানেই থাক, সব জায়গায় সে একই দাওয়াত দিয়ে যাবে যে, আসুন! পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে সার্বিক জীবন গড়ি।

অতঃপর পূর্বনির্ধারিত বিষয়বস্ত্ত সমূহের উপর দলীলভিত্তিক জ্ঞানগর্ভ বক্তব্য পেশ করেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মাদ নযরুল ইসলাম (সাতক্ষীরা), অধ্যাপক মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম (মেহেরপুর), অধ্যাপক মুহাম্মাদ সিরাজুল ইসলাম (যশোর), মাওলানা আব্দুর রায্যাক বিন ইউসুফ (রাজশাহী), অধ্যাপক শেখ রফীকুল ইসলাম (সাতক্ষীরা), মাওলানা জাহাঙ্গীর আলম (খুলনা), মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল (পাবনা), কুমিল্লা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ছফিউল্লাহ, সাতক্ষীরা যেলা সভাপতি মাওলানা আব্দুল মান্নান, মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন (কুমিল্লা), ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম (কেন্দ্রীয় সভাপতি, যুবসংঘ), ড. এ. এস. এম. আযীযুল্লাহ (সাতক্ষীরা), মুযাফফর বিন মুহসিন (রাজশাহী), ‘সোনামণি’র পরিচালক শিহাবুদ্দীন আহমাদ (বগুড়া), মাওলানা রুস্তম আলী (রাজশাহী), মাওলানা রফীকুল ইসলাম (রাজশাহী), মাওলানা আবুবকর (রাজশাহী) প্রমুখ।  

২১. ১৭ ও ১৮ই ফেব্রুয়ারী ২০১১ : 

২১তম বার্ষিক তাবলীগী ইজতেমা রাজশাহী মহানগরীর নওদাপাড়া ট্রাক টার্মিনাল ময়দানে অত্যন্ত সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়। মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এবারের তাবলীগী ইজতেমায় মুছল্লীদের অংশগ্রহণ ছিল বিগত বিশ বছরের মধ্যে সর্বাধিক। ফলে প্যান্ডেল উপচে খোলা আকাশের নীচে বসে প্রচন্ড শীতে কষ্ট স্বীকার করে বক্তব্য শুনতে হয়েছে বহু শ্রোতাকে। মহিলাদের উপস্থিতিও ছিল ধারণাতীত। ফলে ইজতেমার ২য় দিন উভয় প্যান্ডেলই নতুনভাবে বাড়াতে হয়। গতবারের মতই মহিলা প্যান্ডেল করা হয় মহিলা সালাফিয়া মাদরাসা ময়দানে এবং স্টেজ থেকে প্রজেক্টরের মাধ্যমে অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। দেশের সকল প্রান্ত থেকে আসা হক্বপিয়াসী মানুষের ঢলের মাঝে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছিল দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের শিরক অধ্যুষিত অঞ্চল চট্টগ্রামের সাতকানিয়া থেকে আগত রিজার্ভ বাসটি, যা ছিল চট্টগ্রাম অঞ্চল থেকে যে কোন ইজতেমায় আসা প্রথম কোন গাড়ী।      

মুহতারাম আমীরে জামা‘আত তাঁর উদ্বোধনী ভাষণে বলেন, বর্তমান পৃথিবীতে Islam এবং Secular দাওয়াতের মধ্যে সংঘাত চলছে। অপরদিকে আমরা যারা ইসলামী দাওয়াত দিচ্ছি, আমাদের মধ্যে সংঘাত চলছে Pure এবং Popular-এর। আর Popular এবং Secular মিলিতভাবে Pure দাওয়াতকে গলা টিপে হত্যা করতে চাচ্ছে। তাই আমাদের ও আমাদের আন্দোলনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও সরকারী নির্যাতন এরই ধারাবাহিকতা মাত্র।

তিনি বলেন, পিওর ইসলামের সাথে পপুলার ও সেক্যুলারের এই সংঘাত বিগত যুগেও ছিল, বর্তমানেও রয়েছে এবং আগামী দিনেও থাকবে। তবে রাসূলুল্লাহ (ছাঃ)-এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী পিওর ইসলাম কিয়ামত অবধি টিকে থাকবে এবং এ দাওয়াতই আল্লাহ্র নিকটে কবুল হবে। আহলেহাদীছ আন্দোলন এই পিওর ইসলামের দাওয়াত নিয়েই ময়দানে কাজ করে যাচ্ছে। আল্লাহ সহায় হলে এ দাওয়াত পৃথিবীর বুকে একদিন আপন মহিমায় বিজয়ীর দন্ড হাতে নেবেই ইনশাআল্লাহ। এজন্য তিনি প্রত্যেককে স্ব স্ব আক্বীদা ও আমলের উপর দৃঢ় থেকে দাওয়াতের ময়দানে কাজ করে যাওয়ার আহবান জানান।

অতঃপর পূর্বনির্ধারিত বিষয়বস্ত্ত সমূহের উপর একে একে দলীলভিত্তিক বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম (মেহেরপুর), অধ্যাপক মুহাম্মাদ সিরাজুল ইসলাম (যশোর), ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন (কুমিল্লা), অধ্যাপক শেখ রফীকুল ইসলাম (সাতক্ষীরা), মাওলানা জাহাঙ্গীর আলম (খুলনা), মুযাফফর বিন মুহসিন (রাজশাহী), ড. এ. এস. এম. আযীযুল্লাহ (সাতক্ষীরা), ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম (গোপালগঞ্জ), ইমামুদ্দীন বিন আব্দুল বাছীর (চাঁপাই নবাবগঞ্জ), মাওলানা আব্দুর রাযযাক বিন ইউসুফ (চাঁপাই নবাবগঞ্জ), মাওলানা আমানুল­াহ বিন ইসমাঈল (পাবনা), মাওলানা সাইফুল ইসলাম বিন হাবীব (ঢাকা), মাওলানা মুহাম্মাদ ছফিউল্ল­াহ (কুমিল্লা), মাওলানা আব্দুল মান্নান (সাতক্ষীরা), মাওলানা আব্দুল খালেক সালাফী (নওগাঁ), মাওলানা রুস্তম আলী (রাজশাহী), মাওলানা রফীকুল ইসলাম (রাজশাহী), মাওলানা আবুবকর ছিদ্দীক (রাজশাহী), মুহাম্মাদ শফীকুল ইসলাম (কুমিল­া), মাওলানা বদরুযযামান (সাতক্ষীরা), আব্দুর রশীদ আখতার (মেহেরপুর), আব্দুল্লাহ যামান (কিশোরগঞ্জ) প্রমুখ।

২২. ২৩ ও ২৪ ফেব্রুয়ারী ২০১২ : 

২২তম বার্ষিক তাবলীগী ইজতেমা রাজশাহী মহানগরীর নওদাপাড়া ট্রাক টার্মিনাল ময়দানেগত ২৩ ও ২৪ ফেব্রুয়ারী ২০১২ রোজ বৃহস্পতি ও শুক্রবার সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত বলেন, আল্লাহ রাববুল আলামীন যুগে যুগে পথহারা মানুষকে নবী-রাসূলগণের মাধ্যমে পথের দিশা দিয়েছেন। অবশেষে মানবকুল শ্রেষ্ঠ ও শেষনবী মুহাম্মাদ (ছাঃ)-কে প্রচার মিশনের সর্বশেষ দায়িত্ব দিয়ে আল্লাহ বলেন, ‘হে নবী! আপনার নিকটে যা নাযিল করা হয়েছে, তা মানুষের কাছে পৌঁছে দিন। আর যদি তা না করেন, তাহ’লে আপনি রিসালাত পৌঁছে দিলেন না’ (মায়েদাহ ৬৭)। অর্থাৎ আপনি আপনার দায়িত্ব পালন করলেন না। আমীরে জামা‘আত বলেন, প্রচারের মাধ্যমেই দ্বীন টিকে থাকে এবং মানুষের মাঝে তা প্রসারিত হয়। আজকের এই তাবলীগী ইজতেমা জনগণের নিকট সঠিক দ্বীন পৌঁছে দেওয়ার একটি প্রধান মাধ্যম।

মুহতারাম আমীরে জামা‘আতের উদ্বোধনী ভাষণের পর দু’দিন ব্যাপী তাবলীগী ইজতেমায় পূর্বনির্ধারিত বিষয়বস্ত্ত সমূহের উপর একে একে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মাদ নযরুল ইসলাম (সাতক্ষীরা), সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম (মেহেরপুর), সাংগঠনিক সম্পাদক ড. এ. এস. এম. আযীযুল্লাহ (সাতক্ষীরা), সাহিত্য ও পাঠাগার সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ সিরাজুল ইসলাম (যশোর), ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক শেখ রফীকুল ইসলাম (সাতক্ষীরা) ও মাওলানা জাহাঙ্গীর আলম (খুলনা), ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম (গোপালগঞ্জ), অধ্যাপক মুহাম্মাদ জালালুদ্দীন (কুমিল্লা), ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন (রাজশাহী), সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার (মেহেরপুর), ‘সোনামণি’ সংগঠনের কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন (চাঁপাই নবাবগঞ্জ), আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও দারুল ইফতা-র সদস্য মাওলানা আব্দুর রাযযাক বিন ইউসুফ (চাঁপাই নবাবগঞ্জ), ‘আন্দোলন’-এর ঢাকা যেলা সভাপতি আলহাজ্জ মুহাম্মাদ আহসান (ঢাকা), মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল (পাবনা), মাওলানা সাইফুল ইসলাম বিন হাবীব (ঢাকা), মাওলানা মুহাম্মাদ ছফিউল্ল­াহ (কুমিল্লা), মাওলানা আব্দুল মান্নান (সাতক্ষীরা), মাওলানা আলতাফ হোসাইন (সাতক্ষীরা), মাওলানা মুহাম্মাদ আবু তাহের (গাইবান্ধা), অধ্যাপক আকবার হোসাইন (যশোর), মাওলানা আব্দুস সাত্তার (নওগাঁ), আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়ার প্রধান মুহাদ্দিছ জনাব মাওলানা আব্দুল খালেক সালাফী ও শিক্ষক মাওলানা রুস্তম আলী (রাজশাহী), মাওলানা রফীকুল ইসলাম (রাজশাহী), মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাতা সেক্রেটারী ও ঢাকা মোহাম্মাদপুর আল-আমীন জামে মসজিদের মুতাওয়াল্লী জনাব নযরুল ইসলাম, জনাব কেরামত আলী (পূর্বাচল, ঢাকা), শরীফুল ইসলাম (রাজশাহী), মাওলানা আবুবকর ছিদ্দীক (রাজশাহী)।

২৩. ২৮ ফেব্রুয়ারী ও ১ মার্চ ২০১৩ : 

২৩তম বার্ষিক তাবলীগী ইজতেমা রাজশাহী মহানগরীর নওদাপাড়া ট্রাক টার্মিনাল ময়দানে সফলভাবে অনুষ্ঠিত হয়। মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এবারের তাবলীগী ইজতেমার উদ্বোধনী ভাষণে আমীরে জামা‘আত উপস্থিত জনগণকে তাক্বওয়ার উপদেশ দিয়ে বলেন, তাক্বওয়াই হ’ল জান্নাতে প্রবেশের প্রধানতম শর্ত। মানুষের আমল যত সুন্দরই হোক না কেন, যদি তাতে আল্লাহভীতি না থাকে, তবে তার জন্য জান্নাত নেই। সুতরাং নিজের আমল নিয়ে কখনও কেউ যেন অহংকারী হয়ে না উঠে, বরং যতটুকু আমলই আমরা করি তা যেন সর্বদা আল্লাহকে রাযী-খুশী করার জন্য হয়। এটাই হ’তে হবে আমাদের একমাত্র লক্ষ্য।

মুহতারাম আমীরে জামা‘আতের উদ্বোধনী ভাষণের পর দু’দিনব্যাপী তাবলীগী ইজতেমায় পূর্বনির্ধারিত বিষয়বস্ত্ত সমূহের উপর বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম (মেহেরপুর), সাহিত্য ও পাঠাগার সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ সিরাজুল ইসলাম (যশোর), প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা জাহাঙ্গীর আলম (খুলনা) ও ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম (গোপালগঞ্জ), ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন (রাজশাহী), ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন (চাঁপাই নবাবগঞ্জ), আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর অধ্যক্ষ ও দারুল ইফতা-র সদস্য মাওলানা আব্দুর রাযযাক বিন ইউসুফ (চাঁপাই নবাবগঞ্জ), ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাবেক সভাপতি মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল (পাবনা), বর্তমান সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম বিন হাবীব (ঢাকা), তাবলীগ সম্পাদক হাফেয শামসুর রহমান আযাদী (সাতক্ষীরা), সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান (সাতক্ষীরা), নাটোর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ড. মুহাম্মাদ আলী (নাটোর), পাবনা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা বেলালুদ্দীন (পাবনা), যশোর যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আকবার হোসাইন (যশোর), কেন্দ্রীয় মুবাল্লিগ শরীফুল ইসলাম মাদানী (রাজশাহী), আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়ার মুহাদ্দিছ মাওলানা আব্দুল খালেক সালাফী ও শিক্ষক মাওলানা রুস্তম আলী (রাজশাহী) ও মাকবুল হুসাইন (চাঁপাই নবাবগঞ্জ) প্রমুখ।

আমীরে জামাআতের ২য় দিনের ভাষণ :

ইজতেমার ২য় দিন রাত ১০-টায় প্রদত্ত ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত রিসালাতের মর্যাদা ও রাসূল (ছাঃ)-এর প্রতি মহববত পোষণের অপরিহার্যতা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, মুহাম্মাদ (ছাঃ) মানবজাতির জন্য আল্লাহ্র প্রেরিত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। তাওহীদ ও রিসালাতের চূড়ান্ত বার্তা নিয়ে আল্লাহ তাঁকে প্রেরণ করেছিলেন। পবিত্র কুরআন ও হাদীছ আমরা পেয়েছি তাঁর মাধ্যমেই। সুতরাং সেই রাসূলকেই যদি অস্বীকার করা হয়, তাঁর প্রতিই যদি অশ্রদ্ধা পোষণ করা হয়, তবে তাওহীদ ও সুন্নাতের কোন অস্তিত্ব থাকে না। তাই সবকিছুর মূল হ’ল রিসালত। আর সে কারণেই রাসূল (ছাঃ)-কে দুনিয়ার সকল ব্যক্তি ও বস্ত্তর উপর স্থান দেয়া এবং তাঁর প্রতি ভালবাসা স্থাপন করা ঈমানের অপরিহার্য অঙ্গ। একজন মুসলমান  কখনই প্রিয় নবীর অপমান সহ্য করতে পারে না। যুগে যুগে আল্লাহ্র রাসূলের প্রতি ভালবাসার যে দৃষ্টান্ত মুসলিম উম্মাহ প্রদর্শন করেছে, পৃথিবীর বুকে তার দ্বিতীয় কোন তুলনা নেই। তিনি বিশ্বনবী মুহাম্মাদ (ছাঃ)-এর বিরুদ্ধাচরণকারী কাফির, মুনাফিকদের কথা উল্লেখ করে বলেন, তারা সেদিন ইসলামকে ধূলিসাৎ করে দেয়ার জন্য রাসূল (ছাঃ)-এর প্রতি অপবাদ আরোপ করত এবং তাঁর রিসালাতের প্রতি বিদ্রূপ করে বলত ‘মুযাম্মাম’,  আর  আজ নাস্তিক-মুরতাদরা রাসূল (ছাঃ)-কে ‘মুহাম্মাক’ (মহা+আহম্মক) বলে বিদ্রূপ করছে। ইসলামী শরী‘আতের বিধানমতে আল্লাহ্র রাসূল (ছাঃ)-কে গালিদাতাদের একমাত্র শাস্তি হ’ল মৃত্যুদন্ড। অথচ আজ ৯০% মুসলিমের বাংলাদেশে জাতীয় সংসদে এই নাস্তিকদেরকে ‘শহীদ’ হিসাবে আখ্যা দেয়া হচ্ছে, এটা কখনই মেনে নেয়া যায় না। আমাদের পরিস্কার বক্তব্য, রাসূল (ছাঃ)-কে কটুক্তিকারীদের সাথে কোন আপোষ নেই। তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। তিনি যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আয়োজিত তথাকথিত ‘শাহবাগ আন্দোলন’কে উদ্দেশ্য করে বলেন, আন্দোলনের নামে এই বেলেল্লাপনা, এই রাজনৈতিক নাটক অবশ্যই বন্ধ করতে হবে।

আলেম-ওলামার বিরুদ্ধে যে নির্যাতন বর্তমানে চালানো হচ্ছে, রাজনৈতিক বিরোধকে পুঁজি করে তাঁদেরকে যে ফাঁসিকাষ্ঠে ঝুলানোর পায়তারা চলছে তার নিন্দা জানিয়ে তিনি বলেন, একজন আলেমকে ফাঁসি দেয়া মানে একটি জাতিকে ফাঁসি দেয়া। তাই কোন আলেমের অপমান সহ্য করা হবে না। তিনি বলেন, তিনদিকে ‘কুফরিস্তান’ পরিবেষ্টিত এ বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হ’লেন এদেশের আলেম সমাজ। তিনি দেশের এই ক্রান্তিকালে সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহবান জানান। পরিশেষে তিনি এদেশের বুকে ইসলামের পূর্ণাঙ্গ বিজয় কামনা করে সরকারের হেদায়াতের জন্য আল্লাহ্র নিকট দো‘আ করেন এবং নাস্তিক ও মুরতাদ অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।

উল্লেখ্য যে, ইজতেমার ২য় দিন সকালে বিশেষ প্যাণ্ডেলে ওলামা সমাবেশ, যুবসমাবেশ ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

২৪. ২৮ ফেব্রুয়ারী ও ১ মার্চ ২০১৪ : 

২৪তম বার্ষিক তাবলীগী ইজতেমা রাজশাহী মহানগরীর নওদাপাড়া ট্রাক টার্মিনাল ময়দানে যথাসময়ে সফলভাবে অনুষ্ঠিত হয়। দেশব্যাপী নিম্নচাপের কারণে আবহাওয়া কিছুটা খারাপ থাকায় ১ম দিন সকাল ১০-টায় পূর্ব ঘোষিত সময়ে প্যান্ডেলের পরিবর্তে দারুল হাদীছ বিশ্ববিদ্যালয় (প্রাঃ) জামে মসজিদে মুহতারাম আমীরে জামা‘আতের উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী বক্তব্যে আমীরে জামা‘আত প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বলেন, সবাই আল্লাহকে ভয় করুন এবং স্ব স্ব নেক আমলের মাধ্যমে তাঁর নৈকট্য তালাশ করুন।
ইজতেমার ভাষণে তিনি সকলের উদ্দেশ্যে কয়েকটি নছীহত প্রদান করেন- ১. জামা‘আতবদ্ধ হৌন, বিভক্ত হবেন না। ২. প্রতিটি গৃহকে ইসলামের দুর্গ হিসাবে গড়ে তুলুন। আপনার গৃহে শিরকী-বিদ‘আতী কোন কাজ-কর্ম এবং অনৈসলামী কোন সাহিত্য যেন কিছুতেই ঢুকতে না পারে। ৩. নারী ও পুরুষ স্ব স্ব পর্যায়ে দায়িত্ব পালন করুন। ৪. প্রত্যেকে সাধ্যমত জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন। ৫. তরুণ ও যুবকেরা যাবতীয় বিজাতীয় সংস্কৃতি থেকে নিজেদের বিরত রাখুন। পরিশেষে তিনি দ্বীনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।

উক্ত তাবলীগী ইজতেমায় পূর্বনির্ধারিত বিষয়বস্ত্ত সমূহের উপর বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মাদ নযরুল ইসলাম (সাতক্ষীরা), কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম (মেহেরপুর), সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ সিরাজুল ইসলাম (যশোর), প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন (কুমিল্লা), প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম (গোপালগঞ্জ), ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক শেখ রফীকুল ইসলাম (সাতক্ষীরা), মাওলানা জাহাঙ্গীর আলম (খুলনা), মাওলানা ছফিউল্লাহ (কুমিল্লা), ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন (রাজশাহী), সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ জালালুদ্দীন (কুমিল্লা) ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম (রাজশাহী), আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও দারুল ইফতা-র সদস্য আব্দুল খালেক সালাফী (নওগাঁ), সাবেক অধ্যক্ষ ও দারুল ইফতা-র সদস্য মাওলানা মাওলানা আব্দুর রাযযাক বিন ইউসুফ (চাঁপাই নবাবগঞ্জ), শিক্ষক মাওলানা রুস্তম আলী (রাজশাহী), ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাবেক সভাপতি মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল (পাবনা), বর্তমান সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম বিন হাবীব (ঢাকা), তাবলীগ সম্পাদক মুহাম্মাদ শফীকুল ইসলাম (কুমিল্লা), সাবেক তাবলীগ সম্পাদক হাফেয শামসুর রহমান আযাদী (সাতক্ষীরা), সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান (সাতক্ষীরা), সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন (সাতক্ষীরা), যশোর যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক আকবর হোসাইন (যশোর), মোহনপুর উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা দুর্রুল হুদা (রাজশাহী), কেন্দ্রীয় মুবাল্লিগ মাওলানা শরীফুল ইসলাম (রাজশাহী), মাওলানা আবু বকর (রাজশাহী) প্রমুখ।

২৫. ২৬ ও ২৭শে মার্চ ২০১৫ : 

২৫তম বার্ষিক তাবলীগী ইজতেমা রাজশাহী মহানগরীর নওদাপাড়া ট্রাক টার্মিনাল ময়দানে সফলভাবে সম্পন্ন হয়। ১ম দিন বিকাল সাড়ে ৪-টায় তাবলীগী ইজতেমা’১৫-এর সভাপতি মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব-এর উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, তাবলীগী ইজতেমার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে মানুষের দাসত্ব থেকে আল্লাহর দাসত্বে ফিরিয়ে আনা। কেননা বর্তমান পৃথিবীর সকল হানাহানি কাটাকাটির মূল কারণ হচ্ছে এটাই। একদল মানুষ জীবিত মানুষের দাসত্ব করছে। আরেকদল মানুষ মৃত মানুষের দাসত্ব করছে। আমরা মুসলিম-অমুসলিম জাতি-ধর্ম নির্বিশেষে আল্লাহর সৃষ্টি সকল বনু আদমকে আল্লাহর দাসত্ব করার আহবান জানাই। 

মুহতারাম আমীরে জামা‘আতের উদ্বোধনী ভাষণের পর পূর্ব থেকে প্রদত্ত বিষয়বস্ত্ত সমূহের উপর বক্তব্য পেশ করেন মাওলানা রুস্তম আলী (রাজশাহী), ক্বামারুয্যামান বিন আব্দুল বারী (জামালপুর), ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম (রাজশাহী), ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার (কুষ্টিয়া), অধ্যাপক মুহাম্মাদ সিরাজুল ইসলাম (যশোর), মাওলানা সাইফুল ইসলাম বিন হাবীব (ঢাকা), মাওলানা আব্দুর রাযযাক বিন ইউসুফ (চাঁপাই নবাবগঞ্জ), মাওলানা আব্দুল মান্নান (সাতক্ষীরা), মাওলানা দুর্রুল হুদা (মোহনপুর, রাজশাহী), হাফেয শামসুর রহমান আযাদী (সাতক্ষীরা)।

২য় দিন শুক্রবার বাদ ফজর : দরসে কুরআন, মুহতারাম আমীরে জামা‘আত (দারুল হাদীছ জামে মসজিদ) এবং প্যান্ডেলে মাওলানা আব্দুল খালেক সালাফী (মারকাযের ভারপ্রাপ্ত অধ্যক্ষ) ও দরসে হাদীছ, (প্যান্ডেল) মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল (পাবনা)। বক্তব্য (প্যান্ডেল) অধ্যাপক মুহাম্মাদ জালালুদ্দীন (নরসিংদী), অধ্যাপক আকবর হোসাইন (যশোর), মাওলানা আলতাফ হোসাইন (সাতক্ষীরা)।

জুম‘আর খুৎবা :

মুহতারাম আমীরে জামা‘আত (প্যান্ডেলে) এবং সাধারণ সম্পাদক অধ্যাপক  মাওলানা নূরুল ইসলাম (দারুল হাদীছ জামে মসজিদ)।

২য় দিন বাদ আছর থেকে :

অধ্যাপক দুর্রুল হুদা (গোদাগাড়ী, রাজশাহী), ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মাদ নযরুল ইসলাম (সাতক্ষীরা), ইমামুদ্দীন বিন আব্দুল বাছীর (চাঁপাই নবাবগঞ্জ), অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম (মেহেরপুর), ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম (গোপালগঞ্জ), অধ্যাপক শেখ রফীকুল ইসলাম (সাতক্ষীরা), ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন (কুমিল্লা), মুযাফফর বিন মুহসিন (রাজশাহী), মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল (পাবনা), মাওলানা জাহাঙ্গীর আলম (খুলনা), মাওলানা আবুবকর (রাজশাহী) ও অন্যান্য বক্তাগণ।   

২৬. ২৫ ও ২৬শে ফেব্রুয়ারী ২০১৬ : 

২৬তম বার্ষিক তাবলীগী ইজতেমা রাজশাহী মহানগরীর নওদাপাড়া ট্রাক টার্মিনাল ময়দানে সফলভাবে সম্পন্ন হয়। ১ম দিন বাদ আছর বিকাল ৪-টায় তাবলীগী ইজতেমা’১৬-এর সভাপতি ও ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব-এর সভাপতিত্বে ইজতেমার কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী ভাষণের শুরুতে তিনি আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এজন্য যে, সারা দেশে প্রবল ঝড়-বৃষ্টি এমনকি রাজশাহী মহানগরীর অনেক স্থানে বৃষ্টিপাত হ’লেও প্যান্ডেল ও তার আশপাশে সুন্দর আবহাওয়া বিরাজমান ছিল। অতঃপর তিনি সম্প্রতি মৃত্যুবরণকারী আল-হেরা শিল্পীগোষ্ঠী প্রধান শফীকুল ইসলামের ও অন্যান্য মৃত কর্মীদের কথা বেদনাভরে স্মরণ করেন ও তাদের রূহের মাগফেরাত কামনা করেন। অতঃপর তিনি তাবলীগী ইজতেমার গুরুত্ব ও বিশুদ্ধ তাবলীগের ফযীলত ব্যাখ্যা করে সকলকে নেকী উপার্জনে প্রতিযোগিতার আহবান জানান। সবশেষে তিনি সকলকে পাঁচটি বিষয় মেনে চলার উপদেশ দেন এবং ইজতেমার ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখার আহবান জানিয়ে আল্লাহর নামে দু’দিনব্যাপী তাবলীগী ইজতেমার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

মুহতারাম আমীরে জামা‘আতের উদ্বোধনী ভাষণের পর পূর্ব নির্ধারিত বিষয়বস্ত্ত সমূহের উপরে ১ম দিন রাত ২-টা পর্যন্ত বক্তব্য পেশ করেন মুহাম্মাদ জামীলুর রহমান (কুমিল্লা), আব্দুল হালীম (রাজশাহী), মাওলানা রুস্তম আলী (রাজশাহী), ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন (কুমিল্লা), মাওলানা জাহাঙ্গীর আলম (খুলনা), অধ্যাপক মুহাম্মাদ সিরাজুল ইসলাম (যশোর), মাওলানা সাইফুল ইসলাম বিন হাবীব (ঢাকা), মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল (পাবনা), মাওলানা আব্দুল মান্নান (সাতক্ষীরা), মাওলানা শফীকুল ইসলাম (নারায়ণগঞ্জ), ক্বারী সফীরুদ্দীন (ময়মনসিংহ)।

২য় দিন শুক্রবার বাদ ফজর দারুল হাদীছ জামে মসজিদে দরসে কুরআন পেশ করেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক সালাফী (নওগাঁ)। একই সময় প্যান্ডেলে দরসে হাদীছ পেশ করেন মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল (পাবনা)। অতঃপর দুপুর ১২-টা পর্যন্ত বিষয় ভিত্তিক বক্তব্য সমূহ পেশ করেন, মাওলানা ছফিউল্লাহ (কুমিল্লা), মাওলানা আলতাফ হোসাইন (সাতক্ষীরা), মাওলানা দুর্রুল হুদা (রাজশাহী), ক্বামারুয্যামান বিন আব্দুল বারী (জামালপুর) ও ইকবাল কবীর (নরসিংদী)।

অতঃপর ২য় দিন বাদ আছর হ’তে রাত সাড়ে ৩-টা পর্যন্ত ধারাবাহিকভাবে বক্তব্য পেশ করেন, আব্দুর রশীদ আখতার (কুষ্টিয়া), অধ্যাপক জালালুদ্দীন (নরসিংদী), মুহাম্মাদ আহসান (ঢাকা), নূরুল ইসলাম (রাজশাহী), সিঙ্গাপুর প্রবাসী সংগঠনের প্রশিক্ষণ সম্পাদক আব্দুল কুদ্দূস (পাবনা) অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম (মেহেরপুর), ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম (গোপালগঞ্জ), প্রফেসর ডঃ এ.কিউ.এম. বজলুর রশীদ (ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়), মাওলানা জাহাঙ্গীর আলম (খুলনা), অধ্যাপক দুর্রুল হুদা (রাজশাহী), অধ্যাপক শেখ রফীকুল ইসলাম (সাতক্ষীরা), মাওলানা শামসুর রহমান আযাদী (ঢাকা), মাওলানা আবুবকর (রাজশাহী), মাওলানা আব্দুল আলীম (ঝিনাইদহ) প্রমুখ।

দু’দিনব্যাপী তাবলীগী ইজতেমার বিভিন্ন অধিবেশনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর গবেষণা সহকারী নূরুল ইসলাম, ‘আন্দোলন’-এর শূরা সদস্য অধ্যাপক জালালুদ্দীন (নরসিংদী), ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ তাসলীম সরকার, অর্থ সম্পাদক কাযী হারূনুর রশীদ, সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, রাজশাহী-পশ্চিম যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক ড. শিহাবুদ্দীন আহমাদ প্রমুখ। তাবলীগী ইজতেমার বিভিন্ন অধিবেশনে কুরআন তেলাওয়াত করেন হাফেয লুৎফর রহমান (বগুড়া), আব্দুল্লাহ আল-মা‘রূফ (বগুড়া), আহমাদ আব্দুল্লাহ শাকির (সাতক্ষীরা), হাফেয আব্দুল আলীম (দিনাজপুর) ও ক্বারী মুনীরুল ইসলাম (রাজশাহী)। ইসলামী জাগরণী পরিবেশন করেন আব্দুল্লাহ আল-মা‘রূফ (বগুড়া), মুহাম্মাদ মীযানুর রহমান (জয়পুরহাট), আল-হেরা শিল্পীগোষ্ঠীর সাবেক প্রধান জনাব শফীকুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র আসাদুল্লাহ আল-গালিব (জয়পুরহাট), আব্দুস সালাম (যশোর), আবু রায়হান (সাতক্ষীরা), আবুল হাসানাত (নারায়ণগঞ্জ) ও মুহাম্মাদ এনামুল হক (নওগাঁ) প্রমুখ। সমবেত কণ্ঠে ইসলামী জাগরণী পরিবেশন করেন আব্দুল্লাহ আল-মা‘রূফ (বগুড়া) ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ছাত্রবৃন্দ, যথাক্রমে ওমর ফারূক (৯ম শ্রেণী), হাবীবুর রহমান (৮ম শ্রেণী), আব্দুল হাসীব (৫ম শ্রেণী), তাওহীদ (৫ম শ্রেণী), মীর বখতিয়ার (৫ম শ্রেণী), কাওছার (৫ম শ্রেণী), আবু সাঈদ (৪র্থ শ্রেণী) ও আব্দুল্লাহ শাকিল (হেফয বিভাগ)।

উল্লেখ্য যে, ইজতেমার ২য় দিন সকালে বিশেষ প্যাণ্ডেলে ওলামা সমাবেশ, যুবসমাবেশ ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

২৭. ২৫ ও ২৬শে ফেব্রুয়ারী ২০১৭ : 

২৭তম বার্ষিক তাবলীগী ইজতেমা রাজশাহী মহানগরীর নওদাপাড়া ট্রাক টার্মিনাল ময়দানে সফলভাবে সম্পন্ন হয়। ১ম দিন বাদ আছর বিকাল ৪-টায় তাবলীগী ইজতেমা’১৭-এর সভাপতি ও ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব-এর সভাপতিত্বে ইজতেমার কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, আমাদের সংগঠনের লক্ষ্য, সার্বিক জীবনে আল্লাহর দাসত্ব করা। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ এদেশের মাটিতে উক্ত আহবান নিয়ে যে পদযাত্রা শুরু করেছিল, সময়ের বিবর্তনে তা আজ সকলের কাছে স্পষ্ট হয়ে গেছে। এ দাওয়াতের প্রতি অকৃত্রিম ভালবাসা মানুষের হৃদয়ে যে গভীর অনুভূতি সৃষ্টি করেছে, তা কোন জেল-যুলুম বা দুনিয়াবী লোভ-লালসা দ্বারা প্রতিহত করা সম্ভব নয়। যে কারণেই দেশের প্রত্যন্ত অঞ্চলসমূহ থেকে এমনকি দেশের বাহির থেকেও প্রাণের টানে আপনারা আজকের এ ইজতেমায় ছুটে এসেছেন। মুমিনের সেই প্রাণের আহবানই হচ্ছে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর প্রকৃত আহবান। 

তিনি বলেন, আমাদের এই আহবান দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র মানবজাতির নিকটে। সৃষ্টিকর্তা আল্লাহ তাঁর নবী ও রাসূলগণের মাধ্যমে মানুষের প্রতি যে আহবান জানিয়েছেন, আহলেহাদীছ আন্দোলনের কর্মী হিসেবে আমাদেরও সেই একই আহবান সকল আদম সন্তানের প্রতি। সকল মানুষের নিকট উক্ত দাওয়াত পেঁŠছানোর জন্যই আমাদের এই তাবলীগী ইজতেমা।

মুহতারাম আমীরে জামা‘আতের উদ্বোধনী ভাষণের পর পূর্ব নির্ধারিত বিষয়বস্ত্ত সমূহের উপরে ১ম দিন রাত পৌনে ১-টা পর্যন্ত বক্তব্য পেশ করেন মাওলানা রুস্তম আলী (মারকায), ড. মুহাম্মাদ আবু তাহের (সিলেট), আব্দুল হালীম (মারকায), আব্দুর রশীদ আখতার (কুষ্টিয়া), মাওলানা আব্দুল মান্নান (সাতক্ষীরা), মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল (পাবনা), মাওলানা শফীকুল ইসলাম (নারায়ণগঞ্জ), ইকবাল কবীর (নরসিংদী), মুহাম্মাদ আল-আমীন (বগুড়া) ও মুহাম্মাদ শহীদুল ইসলাম (মাদারীপুর)।

২য় দিন শুক্রবার বাদ ফজর দারুল হাদীছ জামে মসজিদে দরসে কুরআন পেশ করেন মুহতারাম আমীরে জামা‘আত। একই সময় প্যান্ডেলে দরসে হাদীছ পেশ করেন মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল (পাবনা)। অতঃপর সকাল ৯-টা পর্যন্ত বিষয় ভিত্তিক বক্তব্য সমূহ পেশ করেন, অধ্যাপক মুহাম্মাদ সিরাজুল ইসলাম (যশোর), অধ্যাপক আমীনুল ইসলাম (মারকায), জামীলুর রহমান (কুমিল্লা), মাওলানা সাইফুল ইসলাম বিন হাবীব (ঢাকা) ও মাওলানা ছফিউল্লাহ (কুমিল্লা)।

অতঃপর ২য় দিন বাদ আছর হ’তে রাত ৪-টা পর্যন্ত ধারাবাহিকভাবে বক্তব্য পেশ করেন, অধ্যাপক জালালুদ্দীন (নরসিংদী), অধ্যাপক দুররুল হুদা (রাজশাহী), ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম (মারকায), মুহাম্মাদ আহসান (ঢাকা), মাওলানা সাঈদুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া), তাসলীম সরকার (ঢাকা), মীযান বিন আব্দুল আযীয জৈনপুরী (ঢাকা), ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন (মারকায), মাওলানা জাহাঙ্গীর আলম (খুলনা), মাওলানা দুররুল হুদা (রাজশাহী), অধ্যাপক শেখ রফীকুল ইসলাম (সাতক্ষীরা), মুহাম্মাদ আফযাল হোসাইন (নওগাঁ), মাওলানা শামসুর রহমান (ঢাকা), মাওলানা আবুবকর (রাজশাহী) ও মাওলানা মুখলেছুর রহমান (নওগাঁ) প্রমুখ।

২৮. ১লা ও ২রা মার্চ ২০১৮ : 

২৮তম বার্ষিক তাবলীগী ইজতেমা রাজশাহী মহানগরীর নওদাপাড়া ট্রাক টার্মিনাল ময়দানে সফলভাবে সম্পন্ন হয়। ১ম দিন বাদ আছর ইজতেমা’১৮-এর সভাপতি মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব-এর সভাপতিত্বে ইজতেমার কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী ভাষণে তিনি ইজতেমার লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন এবং সকলকে শৃংখলা ও সহমর্মিতার সাথে ইজতেমার ধর্মীয় ভাব-গাম্ভীর্য বজায় রাখার আহবান জানান। অতঃপর তিনি আল্লাহর নামে দু’দিনব্যাপী তাবলীগী ইজতেমার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অতঃপর পূর্ব নির্ধারিত বিষয়বস্ত্ত সমূহের উপর ১ম দিন রাত পৌনে ২-টা পর্যন্ত ধারাবাহিকভাবে বক্তব্য পেশ করেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম (রাজশাহী), ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় শূরা সদস্য জামীলুর রহমান (কুমিল্লা), ‘আন্দোলন’-এর কেন্দ্রূীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম (মেহেরপুর), ‘আহলেহাদীছ আন্দোলন’, সঊদী আরব শাখার সহ-সভাপতি হাফেয মুহাম্মাদ আখতার (নওগাঁ), পাকিস্তানের ‘আল-হুদা ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান ড. ইদরীস যুবায়ের, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাবেক সভাপতি মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল (পাবনা), ‘আন্দোলন’-এর সাবেক কেন্দ্রীয় দাঈ, বাহরাইন প্রবাসী মুহাম্মাদ শরীফুল ইসলাম (রাজশাহী), সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান (সাতক্ষীরা) ও মাওলানা যাকারিয়া (বাগেরহাট)।

২য় দিন বাদ ফজর দারুল হাদীছ বিশ্ববিদ্যালয় (প্রাঃ) জামে মসজিদে দরসে কুরআন পেশ করেন মুহতারাম আমীরে জামা‘আত   এবং প্যান্ডেলে দরসে হাদীছ পেশ করেন সঊদী আরব শাখা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি হাফেয মুহাম্মাদ আখতার। সকাল ৯-টা পর্যন্ত ধারাবাহিকভাবে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক জালালুদ্দীন (নরসিংদী), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক দুররুল হুদা (রাজশাহী), শরীফুল ইসলাম (বাহরাইন)। এরপর শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও শরীফুল ইসলাম (বাহরাইন)।

অতঃপর বাদ আছর হ’তে পুনরায় ইজতেমার কার্যক্রম শুরু হয়ে একটানা ভোর ৫-টা পর্যন্ত অব্যাহত থাকে। এই দিনে ধারাবাহিকভাবে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর শূরা সদস্য মাওলানা দুররুল হুদা (রাজশাহী), আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম (রাজশাহী), ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার (কুষ্টিয়া), ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন (সাতক্ষীরা), ‘যুবসংঘ’-এর সাবেক সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাকিব (রাজশাহী), ‘আন্দোলন’-এর দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম (রাজশাহী), মীযান বিন আব্দুল আযীয জৈনপুরী (ঢাকা), ‘আহলেহাদীছ আন্দোলন’ সঊদী আরব শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল হাই (রাজশাহী), ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন (রাজশাহী), খুলনা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম (খুলনা), মাওলানা মুখলেছুর রহমান (নওগাঁ), নারায়ণগঞ্জ যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ শফীকুল ইসলাম (নারায়ণগঞ্জ) ও হাফেয শামসুর রহমান (ঢাকা) প্রমুখ।

উল্লেখ্য যে, ইজতেমার ২য় দিন বিশেষ প্যাণ্ডেলে যুবসমাবেশ,  ও মহিলা সমাবেশ ও মাসিক আ-তাহরীক পত্রিকার এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত হয়।

২৯. ২৮শে ফেব্রুয়ারী ও ১লা মার্চ ২০১৯ : 

২৯তম বার্ষিক তাবলীগী ইজতেমা রাজশাহী মহানগরীর নওদাপাড়া ট্রাক টার্মিনাল ময়দানে সফলভাবে সম্পন্ন হয়। ১ম দিন বাদ আছর বিকাল সোয়া ৪-টায় তাবলীগী ইজতেমা’১৯-এর সভাপতি মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব-এর সভাপতিত্বে ইজতেমার কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, গত ৫ দিনব্যাপী দেশ জুড়ে ঝড়-বৃষ্টির মধ্যে আজকে আছর থেকে হঠাৎ ইজতেমা ময়দান সহ আশপাশের এলাকায় বৃষ্টি মুক্ত আবহাওয়ার সূত্রপাত হওয়ায় এবং চিকচিকে রোদের মিষ্ট আবহ সৃষ্টি হওয়ায় আমরা সর্বাগ্রে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। সাথে সাথে উদ্বোধনী অনুষ্ঠানেই অন্যবারের ন্যায় ইজতেমা ময়দান ভরে যাওয়ায় আমরা আপনাদের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। অতঃপর তিনি বলেন, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ প্রতিষ্ঠা লাভ করেছিল ১৯৭৮ সালের ৫ই ফেব্রুয়ারী। সে হিসাবে এবার সংগঠন ৪১ বছর পূর্ণ হয়ে ৪২-এ পদার্পণ করল। সমাজ সংস্কারের যে লক্ষ্য নিয়ে সংগঠন শুরু হয়েছিল, সেটি অব্যাহতভাবে এগিয়ে চলেছে। মানুষ ক্রমেই এ আন্দোলনকে আপন করে নিচ্ছে। নিঃসন্দেহে বিশ্বের বুকে একমাত্র বিশুদ্ধ ইসলামী আন্দোলন হ’ল আহলেহাদীছ আন্দোলন। আমাদের এই ইজতেমা মূলতঃ সমাজ সংস্কারের ইজতেমা। যারা নিজেকে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে সংস্কার করতে চান, তারাই এখানে এসে থাকেন। তিনি সকলকে শৃংখলা ও সহমর্মিতার সাথে ইজতেমার ধর্মীয় ভাব-গাম্ভীর্য বজায় রেখে এখানে দু’দিন অবস্থানের আহবান জানান। অতঃপর তিনি আল্লাহর নামে দু’দিনব্যাপী তাবলীগী ইজতেমার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী ভাষণের পর পূর্ব নির্ধারিত বিষয়বস্ত্ত সমূহের উপর ১ম দিন রাত দেড়টা পর্যন্ত ধারাবাহিকভাবে বক্তব্য পেশ করেন যথাক্রমে (১) ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম (মারকায), (২) ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় শূরা সদস্য জামীলুর রহমান (কুমিল্লা), (৩) ‘আন্দোলন’-এর কেন্দ্রূীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম (মেহেরপুর), (৪) ‘আহলেহাদীছ আন্দোলন’ সঊদী আরব শাখার সহ-সভাপতি হাফেয মুহাম্মাদ আখতার (নওগাঁ), (৫) আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রজশাহীর ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম (মারকায), (৬) বাহরাইন প্রবাসী মুহাম্মাদ শরীফুল ইসলাম (রাজশাহী), (৭) নরসিংদী যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ইকবাল কবীর, (৮) সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান  (৯) নির্ধারিত বক্তার অনুপস্থিতিতে অপেক্ষমাণ হিসাবে বক্তব্য রাখেন, মুহাম্মাদ শফীকুল ইসলাম (নারায়ণগঞ্জ যেলা সভাপতি), (১০) ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিন হাবীব।

দ্বিতীয় দিন : ২য় দিন বাদ ফজর মারকাযী জামে মসজিদে দরসে কুরআন পেশ করেন মুহতারাম আমীরে জামা‘আত। একই সময় ইজতেমা প্যান্ডেলে দরসে হাদীছ পেশ করেন ‘আহলেহাদীছ আন্দোলন’ সঊদী আরব শাখার সহ-সভাপতি হাফেয মুহাম্মাদ আখতার। অতঃপর সেখানে বেলা ১১-টা পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা পেশ করেন যথাক্রমে (১) ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক জালালুদ্দীন (নরসিংদী), (২) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক দুররুল হুদা (রাজশাহী), (৩) সহকারী সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার (কুষ্টিয়া), (৪) ঢাকা তা‘মীরুল মিল্লাত মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা সাঈদুর রহমান (বি-বাড়িয়া), (৫) সিঙ্গাপুর ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মু‘আযযম হোসাইন (বগুড়া)। এরপর  শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাসিক ‘আত-তাহরীক’-এর সহকারী সম্পাদক (৬) ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও (৭) শরীফুল ইসলাম (বাহরাইন)।

২য় দিন বাদ আছর থেকে ফজর পর্যন্ত : এদিন বাদ আছর হ’তে পুনরায় ইজতেমার কার্যক্রম শুরু হয়ে ফজরের আগ পর্যন্ত অব্যাহত থাকে। এদিন নির্ধারিত বিষয়বস্ত্ত সমূহের উপর ধারাবাহিকভাবে বক্তব্য পেশ করেন (১) ‘আন্দোলন’-এর শূরা সদস্য মাওলানা দুররুল হুদা (রাজশাহী)। (২) শুভেচ্ছা বক্তব্য রাখেন, আত-তাহরীক পাঠক ফোরাম রিয়াদ শাখার সাবেক সহ-সভাপতি জুনায়েদ মুনীর (ঢাকা) ও (৩) ‘আন্দোলন’-এর ঢাকা যেলা সভাপতি মুহাম্মাদ আহসান (ঢাকা)। অতঃপর বক্তব্য রাখেন, (৪) জামালপুর-দক্ষিণ যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক ক্বামারুযযামান বিন আব্দুল বারী, (৫) কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন (সাতক্ষীরা), (৬) ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব (মারকায), (৭) ‘আন্দোলন’-এর দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম (মারকায), (৮) ‘আহলেহাদীছ আন্দোলন’ সঊদী আরব শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল হাই (রাজশাহী)। শুভেচ্ছা বক্তব্য রাখেন, (৯) মাওলানা আব্দুল আউয়াল, প্রতিষ্ঠাতা মুনীরিয়া বাহারুল উলূম আলিম মাদ্রাসা, কুরুষকুল (কক্সবাজার)। অতঃপর নির্ধারিত বক্তা (১০) ঢাকার নর্দ্দা সরকারবাড়ী জামে মসজিদের খতীব ড. ইমাম হোসাইন (ঢাকা), (১১) খুলনা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম (খুলনা), (১২) মাওলানা মুখলেছুর রহমান (নওগাঁ), (১৩) মাওলানা আবুবকর (রাজশাহী)। এরপর অনির্ধারিতভাবে আলোচনা করেন, (১৪) মাওলানা বদরুয্যামান (সাতক্ষীরা)। অতঃপর ফজরের আগ পর্যন্ত শেষ বক্তা ছিলেন (১৫) হাফেয শামসুর রহমান (ঢাকা)।

ইজতেমায় গৃহীত প্রস্তাব সমূহ : আমীরে জামা‘আতের ভাষণের পর ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম সরকারের নিকট নিম্নোক্ত প্রস্তাব ও দাবী সমূহ পেশ করেন এবং উপস্থিত সকলে হাত তুলে সমস্বরে সেগুলির প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেন।-

(১) পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে দেশের আইন ও শাসন ব্যবস্থা ঢেলে সাজাতে হবে।

(২) মানুষের রক্তচোষা সূদভিত্তিক পুঁজিবাদী অর্থব্যবস্থা বাতিল করে অনতিবিলম্বে ইসলামী অর্থনীতি চালু করতে হবে এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। সূদী এনজিও ও দাদন ব্যবসায়ী মহাজনী সূদী প্রথা এবং সেই সাথে অফিস-আদালত থেকে ঘুষ-দুর্নীতি বন্ধ করতে হবে।

(৩) হিংসা ও প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে দল ও প্রার্থীবিহীন ইসলামী নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে।

(৪) আহলেহাদীছদের বিরুদ্ধে বিষোদগার বন্ধ করতে হবে এবং জঙ্গীবাদের মিথ্যা অপবাদ ও মামলা দিয়ে নির্দোষ ব্যক্তিদের হয়রানী করা এবং ইসলামী বই-পুস্তককে ‘জিহাদী বই’ বলে আখ্যায়িত করার অপতৎপরতা বন্ধ করতে হবে।

(৫) জঙ্গীবাদের বিশ্বাসগত ত্রুটিসমূহ দূর করার জন্য এবং সামাজিক অনাচার সমূহ প্রতিরোধের জন্য শিক্ষার সর্বস্তরে বিশুদ্ধ ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

(৬) এ সম্মেলন দলনিরপেক্ষভাবে দেশের সকল প্রতিষ্ঠানে মেধাবী, যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তিদের নিযুক্ত করার আহবান জানাচ্ছে।

(৭) যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে মাদকের অব্যাহত সয়লাব ও ইন্টারনেটের অশ্ল­ীল কনটেন্ট সমূহ বন্ধ করতে হবে।

(৮) পিস টিভি বাংলার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য এ সম্মেলন সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছে।

(৯) চকবাযারের চুড়িহাট্টায় ও মীরপুরের বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে হতাহতদের পরিবারের প্রতি এ সম্মেলন গভীর সমবেদনা জানাচ্ছে এবং নিহতদের রূহের মাগফিরাত কামনা করছে। সেই সাথে আবাসিক এলাকা থেকে রাসায়নিক গুদামগুলো দ্রুত স্থানান্তরের জোর দাবী জানাচ্ছে।

(১০) ভারতের নিষ্ঠুর পানি কূটনীতির কারণে বাংলাদেশের নদীসমূহ ক্রমশঃ মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে। দেশের সেফগার্ড হিসাবে খ্যাত ‘সুন্দরবন’ ক্রমে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার জন্য এ সম্মেলন সরকারের প্রতি আহবান জানাচ্ছে।

(১১) আরাকানে রোহিঙ্গা গণহত্যার বিচার এবং মিয়ানমারে তাদের নাগরিকত্ব পুনর্বহাল করে সেখানে সসম্মানে তাদেরকে পুনর্বাসনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য এ সম্মেলন জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানাচ্ছে।

(১২) সিরিয়া, কাশ্মীর, ইয়েমেন ও চীনের উইঘুর মুসলমানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নিরীহ-নির্দোষ মানুষ হত্যার তীব্র নিন্দা জানাচ্ছে এবং অবিলম্বে এই অন্যায় যুদ্ধ ও হত্যাযজ্ঞ বন্ধে কার্যকরী উদ্যোগ গ্রহণের জন্য ওআইসি ও জাতিসংঘের প্রতি দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য  আহবান জানাচ্ছে।

(১৩) এ সম্মেলন বিভিন্ন সরকারী অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের হিজাব ও নিকাব পরিধান ও ছালাত আদায়ের বিরুদ্ধে এবং তাদের নিকট ইসলামী বই খোঁজার নামে যেসব দমননীতি চলছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

(১৪) এ সম্মেলন অনতিবিলম্বে কাদিয়ানীদের ‘অমুসলিম’ ঘোষণার জন্য সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছে।

দীর্ঘ ২৯ বছরের ধারাবাহিকতায় ৩০তম বার্ষিক তাবলীগী ইজতেমা’২০ অনুষ্ঠিত হ’তে যাচ্ছে এবার ২৭ ও ২৮শে ফেব্রুয়ারী। ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গেল প্রায় সিকি-শতাব্দীকাল। দীর্ঘ এই যাত্রাকালে বহু মানুষ এখানে সত্যের খোঁজে এসে সত্যপথের পথিক হয়ে ধন্য হয়েছেন। সুদূর সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, বরিশালের অজপাড়াগায়ে আজ এ ইজতেমার দাওয়াত পৌঁছে গিয়েছে। ফরিদপুরের আটরশির পীরভক্তরা শিরক-বিদ‘আতের জঞ্জাল ছিন্ন করে মুক্তির পথে ছুটে এসেছেন। আবার বিপরীত চিত্রে আমরা দেখেছি নানা ঘাত-প্রতিঘাতে অনেকেই এ পথ থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন, বন্ধুর পথ পাড়ি দিতে ব্যর্থ হয়ে আন্দোলনের মূলসূত্র থেকে বিচ্ছিন্ন হয়ে হারিয়ে গেছেন অনেক সাধারণ কর্মী, এমনকি সংগঠনের অগ্রবর্তী পতাকাবাহীদেরও অনেকে পথচ্যুত হয়েছেন, আবার দুনিয়ার বুক থেকে চিরবিদায় গ্রহণ করেছেন অনেকে, যাদের সরব উপস্থিতি একসময় ইজতেমার ময়দানকে মুখরিত করে রাখত। আজ তারা উপস্থিত নেই, কিন্তু হক্বের পথে তাওহীদের নিশান উড়িয়ে যে তাবলীগী ইজতেমার যাত্রাপথ শুরু হয়েছিল তার সহযাত্রীর সংখ্যায় কখনই ভাটার টান পড়েনি। বরং বৃদ্ধি পেয়েছে শত শত গুণে, প্রসারিত হয়েছে দিগ্দিগন্তের প্রান্তে প্রান্তে। নবপ্রাণের ছোঁয়ায় নবজোয়ারের মূর্ছনায় প্রতিবারই উদ্বেলিত হয়েছে ইজতেমার প্রাঙ্গন। হক্বপিয়াসী মানুষের একান্ত আপন গন্তব্য হয়ে উঠেছে এই ইজতেমা। যেখানে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের বিশুদ্ধ শ্বেতশুভ্র আলোকমালায় পরিশুদ্ধ হওয়ার জন্য জাগতিক শত ব্যস্ততা ফেলে তারা এখানে ছুটে আসেন ব্যাকুলচিত্তে।

আল্লাহ্র অশেষ রহমত যে বাংলার বুকে নিরংকুশ তাওহীদী দাওয়াতের প্রাণকেন্দ্র হিসাবে তিনি এই তাবলীগী ইজতেমাকে অদ্যাবধি নিরবচ্ছিন্নভাবে টিকিয়ে রেখেছেন। শুধু তা-ই নয়, আপন স্বকীয়তা নিয়ে স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যের মাধুর্যে তাবলীগী ইজতেমা আজ এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। নির্ভেজাল তাওহীদের অনুসারীদের এই ইজতেমার সাথে এ দেশের আর সকল ইজতেমার যে মৌলিক পার্থক্য তা ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর স্বপ্নদ্রষ্টা মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবের কণ্ঠেই ফুটে উঠেছে ২০০৩ সালের ইজতেমার উদ্বোধনী ভাষণে-‘শেষনবীর রেখে যাওয়া অহি-র বিধান অনুযায়ী নিজেদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন গড়ে তোলাই এ আন্দোলনের কর্মীদের একমাত্র সাধনা। আর এটাই তো অন্যান্যদের তাবলীগী ইজতেমার সাথে অত্র তাবলীগী ইজতেমার বৈশিষ্ট্যগত ও আদর্শগত পার্থক্যের মানদন্ড।’

রাজশাহী মহানগরীর উপকণ্ঠে নওদাপাড়ায় অনুষ্ঠিতব্য এই ঐতিহ্যবাহী তাবলীগী ইজতেমা আরও কতকালব্যাপী স্থায়িত্ব পাবে তা আমাদের জানা নেই। কিন্তু আগামী দিনের স্বপ্ন জাগিয়ে রাখার এক বৃহৎ উদ্দীপনাকেন্দ্র হিসাবে এ ইজতেমা যুগ যুগ ধরে স্বমহিমায় টিকে থাকুক এটাই আমাদের একান্ত প্রার্থনা। আল্লাহ্র রহমত থাকলে এবং বাংলার বুকে আহলেহাদীছ আন্দোলনের যে জোয়ার উঠেছে তা বাধাপ্রাপ্ত না হলে এই ইজতেমা হয়ত আপন মহিমায় অব্যাহত থাকবে অনির্দিষ্টকাল ধরে। ইনশাআল্লাহ! আর পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের নিঃশর্ত অনুসারীদের চক্ষুশীতলকারী মিলনকেন্দ্র হিসাবে উত্তরোত্তর এ দেশের মানুষকে ন্যায় ও সত্যের বিশুদ্ধ বার্তা পৌঁছে দিতে থাকবে। আল্লাহ রাববুল আলামীন আহলেহাদীছ আন্দোলনের জন্য এ ইজতেমাকে কবুল করে নিন এবং এর মাধ্যমে অহি-র বিধান তথা সত্য ও ন্যায়ের চিরন্তন আলোকমশালকে এ দেশের আনাচে-কানাচে সর্বত্র প্রজ্জ্বলিত করার তাওফীক দান করুন। আমীন!   
তাবলীগী ইজতেমার বক্তব্যসমূহ দেখতে ও শুনতে ক্লিক করুন- http://multimedia.ahlehadeethbd.org/site/home/category_details/22 

৩০. ২৭ ও ২৮ শে ফেব্রুয়ারী ২০২০ : 

৩০তম বার্ষিক তাবলীগী ইজতেমা রাজশাহী মহানগরীর নওদাপাড়া ট্রাক টার্মিনাল ময়দানে সফলভাবে সম্পন্ন হয়েছে। ১ম দিন বাদ আছর বিকাল সোয়া ৪-টায় তাবলীগী ইজতেমা’২০-এর সভাপতি মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব-এর সভাপতিত্বে ইজতেমার কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠান :

প্রথমে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া, রাজশাহীর হিফয বিভাগের প্রধান হাফেয লুৎফর রহমান এবং তার বঙ্গানুবাদ করেন ‘আল-আওন’-এর সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির। অতঃপর স্বাগত ভাষণ পেশ করেন তাবলীগী ইজতেমা ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ও ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ আব্দুল লতীফ। অতঃপর উদ্বোধনী ভাষণ পেশ করেন মুহতারাম আমীরে জামা‘আত। তিনি বলেন, একজন মুসলিমের সবচেয়ে বড় পরিচয় হ’ল সে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ব্যক্তিজীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত জীবনের সর্বক্ষেত্রে সে নিঃশর্তভাবে আল্লাহর বিধান মেনে চলবে- এটাই তার চিরন্তন বৈশিষ্ট্য। কিন্তু মুসলিম উম্মাহ আজ তার আত্মপরিচয় ভুলতে বসেছে। ফলে ধর্মীয় জীবনে সে যেমন হাযারো কুসংস্কার, শিরক ও বিদ‘আতে আচছন্ন হয়ে পড়েছে, তেমনি সামাজিক জীবনে নানা বাতিল মতবাদের শিকার হয়ে ইসলামের বিশুদ্ধ শিক্ষা থেকে বহু দূরে ছিটকে পড়েছে। এমতাবস্থায় উত্তরণের একমাত্র উপায় হ’ল আল্লাহর কাছে ফিরে আসা এবং আল্লাহর দ্বীনকে নিজের জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়নের জন্য প্রতিজ্ঞা গ্রহণ করা। তিনি সকলকে শৃংখলা ও সহমর্মিতার সাথে ইজতেমার ধর্মীয় ভাব-গাম্ভীর্য বজায় রেখে এখানে দু’দিন অবস্থানের আহবান জানান এবং আল্লাহর নামে দু’দিনব্যাপী তাবলীগী ইজতেমার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

নির্ধারিত বক্তৃতা পর্ব :

উদ্বোধনী ভাষণের পর পূর্ব নির্ধারিত বিষয়বস্ত্ত সমূহের উপর ১ম দিন রাত দুইটা পর্যন্ত ধারাবাহিকভাবে বক্তব্য পেশ করেন যথাক্রমে (১) ‘আন্দোলন’-এর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক দুররুল হুদা (রাজশাহী) (বিষয় : দাওয়াতের গুরুত্ব ও পদ্ধতি) (২) ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলার সভাপতি হাফেয আব্দুল্লাহ আল-মা‘রূফ (বগুড়া) (পিতা-মাতার অধিকার ও সন্তানের কর্তব্য) (৩) ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব (মারকায) (একজন আদর্শ মুসলিম যুবকের বৈশিষ্ট্য) (৪) ‘আন্দোলন’-এর তাবলীগ সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন (কুমিল্লা) (সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচী) (৫) ‘বাংলাদেশ আহলেহাদীছ ওলামা ও ইমাম সমিতি’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল (পাবনা) (সমকালীন কিছু ফিৎনা : উত্তরণের উপায়) (৬) আল-ফুরক্বান ইসলামিক সেন্টার, বাহরাইন-এর দাঈ মুহাম্মাদ শরীফুল ইসলাম (রাজশাহী) (কালেমায়ে শাহাদতের তাৎপর্য) (৭) রূহুল আমীন (মুর্শিদাবাদ, ভারত) (অমুসলিমদের দাওয়াত দানের পদ্ধতি) (৮) মাওলানা মুখলেছুর রহমান (নওগাঁ) (সূদ ও ঘুষের ভয়াবহ পরিণতি) (৯) ঢাকা-উত্তর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি সাইফুল ইসলাম বিন হাবীব (ইসলামে নারীর মর্যাদা ও পরিবারিক জীবনে তার দায়িত্ব) (১০) নওগাঁ যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক আফযাল হোসাইন (সমাজে প্রচলিত বিদ‘আত সমূহ)।

আমীরে জামা‘আতের ১ম রাতের ভাষণ :

এ দিন বাদ এশা মুহতারাম আমীরে জামা‘আত সূরা বাক্বারার ২১৩ নং আয়াতের আলোকে সারগর্ভ ভাষণ পেশ করেন। তিনি বলেন, অত্র আয়াতের মাধ্যমে আল্লাহ তা‘আলা মুসলিম জাতির আক্বীদাগত বিভক্তি ও সামাজিক ভাঙন চিত্র যেমন তুলে ধরেছেন, তেমনি তা থেকে নিষ্কৃতির পথও বাৎলে দিয়েছেন। সাথে সাথে এখানে এটাও বলে দেওয়া হয়েছে যে, যত দলই সৃষ্টি হউক না কেন, একটি দলই মাত্র শুরুতে জান্নাতী হবে, যারা রাসূল (ছাঃ) ও তাঁর ছাহাবায়ে কেরামের আক্বীদা ও আমলের যথার্থ অনুসারী হবে। বনু ইসরাঈল ৭২ ফের্কায় বিভক্ত হয়েছিল। আর উম্মতে মুহাম্মাদী ৭৩ দলে বিভক্ত হবে। সবাই জাহান্নামে যাবে, একটি দল ব্যতীত। যারা ছাহাবায়ে কেরামের বিশুদ্ধ আক্বীদা ও আমলের অনুসারী হবে। আক্বীদার ক্ষেত্রে এদেশে প্রধানতঃ তিন শ্রেণীর মানুষ বিদ্যমান। তাহ’ল খারেজী, মুরজিয়া ও আহলেহাদীছ। খারেজীরা চরমপন্থী, মুরজিয়ারা শৈথিল্যবাদী আর আহলেহাদীছরা মধ্যপন্থী। যাদের নিকট বিশ্বাস ও স্বীকৃতি হ’ল মূল এবং কর্ম হ’ল শাখা। তারা চরমপন্থায় বিশ্বাসী নয়। তিনি বলেন, সরকার হটানো আমাদের উদ্দেশ্য নয়, বরং সরকারকে উপদেশ দেওয়া আমাদের দায়িত্ব। তিনি আরও বলেন, দাওয়াতের ক্ষেত্রে আমাদের আক্বীদা হবে মযবূত ও আচরণ হবে নম্র। অতঃপর তিনি নাজী ফের্কার বৈশিষ্ট্য সমূহ তুলে ধরেন।

দ্বিতীয় দিন বাদ ফজর থেকে :

২য় দিন বাদ ফজর ইজতেমা প্যান্ডেলে দরসে কুরআন পেশ করেন ‘আহলেহাদীছ আন্দোলন’ সঊদী আরব শাখার সহ-সভাপতি হাফেয আখতার মাদানী (আখেরাতের পথযাত্রা ও তার প্রস্ত্ততি)। একই সময়ে দারুল হাদীছ (প্রাঃ) বিশ্ববিদ্যালয় জামে মসজিদে দরসে হাদীছ পেশ করেন ‘আন্দোলন’-এর দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম (সংগঠনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা)। অতঃপর ইজতেমা প্যান্ডেলে বেলা ৮-টা ৪০ মিনিট পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা পেশ করেন যথাক্রমে (১) ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম (মারকায) (আদর্শ সন্তান গড়ার উপায়), (২) জামালপুর-দক্ষিণ যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক ক্বামারুয্যামান বিন আব্দুল বারী (ফের্কাবন্দী ও ইমাম চতুষ্টয়ের নীতি) (৩) মাওলানা মুখলেছুর রহমান (নওগাঁ) (ছালাতের বিশুদ্ধ পদ্ধতি)। এরপর শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাসিক ‘আত-তাহরীক’-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও আল-ফুরক্বান ইসলামিক সেন্টার, বাহরাইন-এর দাঈ মুহাম্মাদ শরীফুল ইসলাম (রাজশাহী)।

শিক্ষক সমাবেশ :

ইজতেমার ২য় দিন সকাল সাড়ে ৮-টায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া, রাজশাহীর পূর্ব পার্শ্বস্থ ময়দানে ‘বাংলাদেশ আহলেহাদীছ শিক্ষক সমিতি’-এর উদ্যোগে ‘শিক্ষক সমাবেশ’ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব অসুস্থ থাকায় তাঁর প্রতিনিধি হিসাবে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম। ‘বাংলাদেশ আহলেহাদীছ শিক্ষক সমিতি’র সভাপতি মাওলানা দুররুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান  করেন (১) ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন (২) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক দুর্রুল হুদা (৩) ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ও ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি  ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব (৪) বোর্ডের সচিব ও মারকাযের শিক্ষক শামসুল আলম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন (১) জগতপুর বুড়িচং আফতাবিয়া ফাযিল মাদরাসার (কুমিল্লা) ভাইস প্রিন্সিপাল ও কুমিল্লা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ছফিউল্লাহ (২) লালমাটিয়া কলেজ, ঢাকার সহকারী অধ্যাপক মুহাম্মাদ আশরাফুল ইসলাম (৩) আইকিউএসি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-ঢাকার অতিরিক্ত পরিচালক জুনাইদ মুনীর (৪) দারুল হাদীছ আহমাদিয়াহ সালাফিইয়াহ, বাঁকাল, সাতক্ষীরার সুপার মাওলানা সারোয়ার হোসাইন (৫) ইছলাহুল উম্মাহ মহিলা মাদরাসা ও ইয়াতীমখানার পরিচালক হাফেয মুখলেছুর রহমান (বগুড়া) (৬) নানিয়ারচর পুনর্বাসন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মুহাম্মাদ ফযলুল বারী (রাঙ্গামাটি)। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও নওদাপাড়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম। সমাবেশে বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক পরিচালক/সভাপতি, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল ও শিক্ষক উপস্থিত ছিলেন।

যুব সমাবেশ :

২য় দিন সকাল ১০-টায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া, রাজশাহীর পূর্ব পার্শ্বস্থ ময়দানে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর উদ্যোগে ‘যুবসমাবেশ’ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত বলেন, তোমরা যুবসমাজ জাতির মেরুদন্ড। তোমাদেরকে হক-এর দাওয়াত নিয়ে সর্বত্র ছড়িয়ে পড়তে হবে। অলসতা ও বিলাসিতা ঝেড়ে ফেলে দিতে হবে। ভীরু ও কাপুরুষ দিয়ে আন্দোলন চলে না। ‘যুবসংঘ’-এর ত্যাগের মাধ্যমে ‘আহলেহাদীছ আন্দোলন’ প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তোমরা দাওয়াতী কাজ করবে, দুনিয়া লাভের জন্য নয়। কেননা রূযীর মালিক আল্লাহ। যারা দুনিয়াদার তাদের জন্য ধ্বংস। জীবনে সফলতা লাভ করতে হ’লে যৌবনকালকে কাজে লাগাতে হবে। তোমরা অল্পে তুষ্ট থাকবে; তাহ’লে সুখী হ’তে পারবে। তোমরা মুরববীদের সাথে সদ্ভাব বজায় রেখে তাদের দো‘আ নিয়ে দাওয়াতী ময়দানে ঝাঁপিয়ে পড়বে। আমরা তোমাদেরকে ‘আন্দোলন’-এর সার্বক্ষণিক কর্মী হিসাবে গড়ে উঠার আহবান জানাচ্ছি। 

‘আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি  ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন (১) ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম (২) যুববিষয়ক সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ আমীনুল ইসলাম (৩) তাবলীগ সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন (৪) দফতর সম্পাদক ও যুবসংঘের সাবেক সভাপতি ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম (৫) ‘যুবসংঘ’-এর সাবেক সহ-সভাপতি ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রজশাহীর ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম (৬) সাবেক সভাপতি আব্দুর রশীদ আখতার (৭) সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক জালালুদ্দীন (৮) ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুস্তাক্বীম আহমাদ ও (৯) যুবসংঘের কাউন্সিল সদস্য ও আল-ফুরক্বান ইসলামিক সেন্টার, বাহরাইন-এর দাঈ মুহাম্মাদ শরীফুল ইসলাম মাদানী।

অতঃপর যেলা দায়িত্বশীলদের মধ্য থেকে বক্তব্য রাখেন (১) ‘যুবসংঘ’ কুমিল্লা যেলা সভাপতি আহমাদুল্লাহ (২) ঢাকা-উত্তর যেলা সভাপতি আল-আমীন (৩) বরিশাল যেলা সভাপতি কায়েদ মাহমূদ ইমরান (৪) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি আব্দুল্লাহ আল-মুছাদ্দিক (৫) রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি আব্দুর রঊফ ও (৬) ইসলামী বিশ্ববিদ্যালয় সভাপতি আসাদুল্লাহ আল-গালিব। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম। সমাবেশে ‘যুবসংঘে’র বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক কর্মী অংশগ্রহণ করেন।

জুম‘আর খুৎবা :

ইজতেমার ২য় দিন শুক্রবার ইজতেমা ময়দানে মুহতারাম আমীরে জামা‘আত এবং মারকায জামে মসজিদে সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম জুম‘আর খুৎবা প্রদান করেন। এ সময় মূল প্যান্ডেল ছাড়াও প্যান্ডেলের বাইরে ও মহাসড়কে খোলা স্থানে বসে মুছল্লীগণ খুৎবা শ্রবণ করেন। জুম‘আর খুৎবায় মুহতারাম আমীরে জামা‘আত বলেন, আল্লাহপাক আমাদেরকে অদৃশ্যে বিশ্বাস করতে বলেছেন। আর অদৃশ্যে বিশ্বাসই ঈমান। ঈমানের মৌলিক বিষয় ৬টি। তাহ’ল (১) আল্লাহর উপরে (২) তাঁর ফিরিশতাগণের উপরে (৩) আল্লাহ প্রেরিত কিতাব সমূহের উপরে (৪) রাসূলগণের উপরে (৫) বিচার দিবসের উপরে এবং (৬) তাক্বদীরের ভাল-মন্দের উপরে বিশ্বাস স্থাপন করা (মুসলিম, মিশকাত হা/২)। সূরা বাক্বারার শুরুতে আল্লাহ অদৃশ্যে বিশ্বাস করতে বলেছেন। দেখে কোন কিছু বিশ্বাস করা মুমিনের বৈশিষ্ট্য নয় বরং আল্লাহকে না দেখে বিশ্বাস করাই মুমিনের বৈশিষ্ট্য। ইহূদীরা দুনিয়াতে আল্লাহকে দেখে বিশ্বাস করতে চেয়েছিল। ফলে তারা গযবপ্রাপ্ত জাতিতে পরিণত হয়েছে। নাছারা আল্লাহর বিধান না মেনে পথভ্রষ্ট হয়েছে। আমরা সূরা ফাতিহার মাধ্যমে তাদের থেকে পানাহ চাই। তিনি বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থাকে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে ঢেলে সাজাতে হবে। বিবর্তনবাদে বিশ্বাসী শিক্ষা ব্যবস্থা ইহূদী-খৃষ্টানদের চক্রান্ত। আমাদেরকে দ্বীনের স্বার্থে কাজ করতে হবে, দুনিয়ার স্বার্থে নয়। ছবি-মূর্তি ইসলামে হারাম যা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। মৃত্যুর সময় পবিত্র আত্মা ফেরেশতাদের সুসংবাদপ্রাপ্ত হয়। তাই উত্তম মৃত্যুর জন্য প্রস্ত্ততি গ্রহণ করতে হবে। তিনি সবাইকে কুরআন ও সুন্নাহর আলোকে স্ব স্ব জীবনকে আলোকিত করার আহবান জানান।

এবারে জুম‘আর ছালাতের ২য় রাক‘আতে রুকূ থেকে উঠে মুহতারাম আমীরে জামা‘আত কুনূতে নাযেলাহ পাঠ করেন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানদের জন্য দো‘আ করেন। অতঃপর ছালাত শেষে তিনি ইজতেমা প্যান্ডেলে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ডাইনিং কর্মচারী হায়দার আলীর বড় ভাইয়ের মৃত জামাই নাহিদ হোসাইন (৪৫, মধ্য নওদাপাড়া, রাজশাহী)-এর জানাযার ছালাত আদায় করান।

২য় দিন বাদ আছর থেকে ফজর পর্যন্ত  :

এদিন বাদ আছর হ’তে পুনরায় ইজতেমার কার্যক্রম শুরু হয়ে ফজরের আগ পর্যন্ত অব্যাহত থাকে। এদিন নির্ধারিত বিষয়বস্ত্ত সমূহের উপর ধারাবাহিকভাবে বক্তব্য পেশ করেন (১) ‘আন্দোলন’-এর শূরা সদস্য অধ্যাপক মুহাম্মাদ জালালুদ্দীন (নরসিংদী) (জিহাদ ও জঙ্গীবাদ) (২) ড. আহসানুল্লাহ বিন ছানাউল্লাহ (ঢাকা) (বিশুদ্ধ আক্বীদার গুরুত্ব) (৩) প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন (সাতক্ষীরা) (ইসলামী আন্দোলনে ত্যাগ স্বীকার) (৪) আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রজশাহীর ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম (মারকায) (যুগে যুগে আহলেহাদীছ : প্রেক্ষিত ভারতীয় উপমহাদেশ) (৫) দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম (মারকায) (সামাজিক অবক্ষয়ের কারণ ও প্রতিকার) (৬) ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম (মেহেরপুর) (আহলেহাদীছ আন্দোলন কি চায়, কেন চায় ও কিভাবে চায়?) (৭) তাবলীগ সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন (মারকায) (সংগঠনের কার্যক্রম উপস্থাপন) (৮) গাযীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. ইমাম হোসাইন (শী‘আ ও কাদিয়ানী আক্বীদার স্বরূপ) (৯) আব্দুল্লাহ সালাফী (ভারত) (দাওয়াত দান করা ‘ফরযে আয়েন’) (১০) ‘আহলেহাদীছ আন্দোলন’ সঊদী আরব শাখার সহ-সভাপতি হাফেয আখতার মাদানী (উম্মতের বিভক্তি ও তার প্রতিকার) (১০) খুলনা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম (মা‘রেফাতে দ্বীন) (১১) সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান (ইক্বামতে দ্বীন) (১২) হাফেয শামসুর রহমান আযাদী (ঢাকা) (সমাজে প্রচলিত শিরক সমূহ ও তার পরিণতি) (১৩) মাওলানা আবুবকর (রাজশাহী) (গান-বাজনা ও মোবাইলের অপব্যবহার)।

শুভেচ্ছা বক্তব্য রাখেন (১৪) ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আলহাজ্জ মুহাম্মাদ আহসান (ঢাকা) (১৫) তাযাম্মুল হক (পশ্চিমবঙ্গ, ভারত) সম্পাদক মাসিক ‘সরল পথ’।

আমীরে জামা‘আতের ২য় রাতের ভাষণ :

এ রাতে বাদ এশা মুহতারাম আমীরে জামা‘আত সূরা আলে-ইমরান ১০৩-১০৪ আয়াতের আলোকে ভাষণ পেশ করেন। তিনি বলেন, আমাদেরকে হাবলুল্লাহর পথে দাওয়াত দিতে হবে এবং বিভক্তি হ’তে দূরে থাকতে হবে। সেই সাথে ধৈর্য অবলম্বন করতে হবে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘দ্বীন হ’ল নছীহত’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/৪৯৬৬, ৬৭)। প্রত্যেক মুমিন পরস্পরকে হক-এর উপদেশ দিবে। তিনি বলেন, যদি বিশ্বকে অন্যায়-অনাচার ও অশান্তির দাবানল থেকে বাঁচাতে হয়, তাহ’লে পরস্পরকে আল্লাহ প্রেরিত ‘হক’ তথা পবিত্র কুরআন ও ছহীহ সুন্নাহকে অাঁকড়ে ধরার উপদেশ দিতে হবে।

তিনি আরও বলেন, হিংসা মানুষের স্বভাবগত বিষয়। বিশেষ করে ভাল-র প্রতি হিংসা। প্রথম আসমানে আদমের প্রতি হিংসা করেছিল ইবলীস। আর যমীনে হাবীলের প্রতি হিংসা করেছিল কাবীল। কাবীল স্রেফ হিংসা বশে হাবীলকে হত্যা করেছিল। সে চায়নি যে, ছোট ভাই হাবীল তার চাইতে উত্তম ব্যক্তি হিসাবে সমাজে প্রশংসিত হৌক। একইভাবে ইহূদী-নাছারারা শেষনবীকে চিনলেও তাকে মানেনি স্রেফ এই হিংসার কারণে যে, ইস্রাঈল বংশে তাঁর জন্ম না হয়ে ইসমাঈল বংশে জন্ম হয়েছিল। এই জ্ঞাতি হিংসা ইহূদীদেরকে মুসলমানদের চিরশত্রুতে পরিণত করেছে।

কিন্তু হিংসার কারণে পিছিয়ে থাকলে চলবে না। কেননা কিয়ামত পর্যন্ত একটি দল হক-এর উপর বিজয়ী থাকবে। পরিত্যাগকারীরা তাদের কোন ক্ষতি করতে পারবে না (মুসলিম হা/১৯২০)। আর দল থাকলে তার নেতা থাকবেই। আর নেতৃত্বের অধীনে সুশৃংখলভাবে দাওয়াতী কার্যক্রম পরিচালনায় আহলেহাদীছ আন্দোলন বিশ^াসী। ঐক্যের ভিত্তি একটাই তা হল পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ। তিনি বলেন, ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ দলমত নির্বিশেষে সকল আদম সন্তানকে ইহকালীন মঙ্গল ও পরকালীন মুক্তির জন্য পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ার আহবান জানায়।

ইজতেমায় গৃহীত প্রস্তাব সমূহ :

আমীরে জামা‘আতের ভাষণের পর ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম সরকারের নিকট নিম্নোক্ত প্রস্তাব ও দাবী সমূহ পেশ করেন এবং উপস্থিত সকলে হাত তুলে সমস্বরে সেগুলির প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেন।-

(১) পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে দেশের আইন ও শাসন ব্যবস্থা ঢেলে সাজাতে হবে।

(২) মানুষের রক্তচোষা সূদভিত্তিক পুঁজিবাদী অর্থব্যবস্থা বাতিল করে অনতিবিলম্বে ইসলামী অর্থনীতি চালু করতে হবে এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। সূদী এনজিও ও মহাজনী সূদী প্রথা এবং সেই সাথে অফিস-আদালত থেকে ঘুষ-দুর্নীতি বন্ধ করতে হবে।

(৩) দেশের বিভিন্ন শহরে ইসলামী আক্বীদা ও সংস্কৃতি বিরোধী মূর্তি-ভাস্কর্য ও শহীদ মিনার নির্মাণ প্রকল্প অবিলম্বে বন্ধ করা এবং উক্ত অর্থ জনকল্যাণমূলক কাজে ব্যয় করার জন্য এই সম্মেলন সরকারের নিকট জোর দাবী জানাচ্ছে।

(৪) জঙ্গীবাদের বিশ্বাসগত ত্রুটিসমূহ দূর করার জন্য এবং সামাজিক অনাচার সমূহ প্রতিরোধের জন্য শিক্ষার সর্বস্তরে বিশুদ্ধ ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

(৫) মাদ্রাসা ও স্কুল-কলেজের সিলেবাস থেকে ডারউইনের নাস্তিক্যবাদী বিবর্তনবাদ সহ সকল প্রকার ইসলাম বিরোধী মতবাদ প্রত্যাহার করতে হবে।

(৬) যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে মদ-জুয়া, ক্যাসিনোর অবাধ সয়লাব রোধ করতে হবে এবং ইন্টারনেটের অশ্লীল ওয়েবসাইট সমূহ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।

(৭)  বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদেরকে তাদের জন্মভূমি থেকে বিতাড়নের গভীর ষড়যন্ত্র চলছে। তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। তাদের মসজিদ সমূহ পুড়িয়ে দেয়া হচ্ছে। এসব নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে এ সম্মেলন তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে এবং এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য এ সম্মেলন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর দাবী জানাচ্ছে।

(৮) এ সম্মেলন বিভিন্ন সরকারী অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের হিজাব ও নিকাব পরিধান ও ছালাত আদায়ের বিরুদ্ধে এবং তাদের নিকট ইসলামী বই খোঁজার নামে যেসব দমননীতি চলছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

(৯) এ সম্মেলন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার উদ্দেশ্যে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট বন্ধ করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছে।

বিদায়ী ভাষণ ও দো‘আ :

ইজতেমার ৩য় দিন শনিবার ইজতেমার মূল প্যান্ডেলে মুহতারাম আমীরে জামা‘আত-এর ইমামতিতে ফজরের জামা‘আত অনুষ্ঠিত হয়। ছালাত শেষে তিনি মুছল্লীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বিদায়ী ভাষণ পেশ করেন এবং সকলে ছহীহ-সালামতে স্ব স্ব গন্তব্যে পৌঁছে যাওয়ার জন্য আল্লাহর নিকটে দো‘আ করেন। অতঃপর সভাপতি হিসাবে তিনি সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে মজলিস ভঙ্গের দো‘আ পাঠের মাধ্যমে দু’দিনব্যাপী ৩০তম বার্ষিক তাবলীগী ইজতেমার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

৩১. ২৫ ও ২৬ শে ফেব্রুয়ারী ২০২১ : 

৩১তম বার্ষিক তাবলীগী ইজতেমা রাজশাহী মহানগরীর নওদাপাড়া ট্রাক টার্মিনাল ময়দানে সফলভাবে সম্পন্ন হয়েছে। ১ম দিন বাদ আছর বিকাল সোয়া ৪-টায় তাবলীগী ইজতেমা’২১-এর সভাপতি মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব-এর সভাপতিত্বে ইজতেমার কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠান :

প্রথমে পবিত্র কুরআন থেকে অনুবাদসহ তেলাওয়াত করেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর হিফয বিভাগের সহকারী পরিচালক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির। অতঃপর আহবায়কের অনুপস্থিতিতে স্বাগত ভাষণ পেশ করেন তাবলীগী ইজতেমা ব্যবস্থাপনা কমিটির যুগ্ম আহবায়ক ও ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অতঃপর উদ্বোধনী ভাষণ পেশ করেন মুহতারাম আমীরে জামা‘আত। তিনি ইজতেমার লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে সংক্ষিপ্ত ব্যাখ্যা শেষে সকলকে শৃংখলা ও সহমর্মিতার সাথে ইজতেমার ধর্মীয় ভাব-গাম্ভীর্য বজায় রেখে এখানে দু’দিন অবস্থানের আহবান জানান। অতঃপর তিনি আল্লাহর নামে তাবলীগী ইজতেমার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

নির্ধারিত বক্তৃতা পর্ব :

উদ্বোধনী ভাষণের পর পূর্ব নির্ধারিত বিষয়বস্ত্ত সমূহের উপর ১ম দিন রাত ২-টা পর্যন্ত ধারাবাহিকভাবে বক্তব্য পেশ করেন যথাক্রমে (১) ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলার সভাপতি হাফেয আব্দুল্লাহ আল-মা‘রূফ (বগুড়া) (বিষয় : রিযিকের স্বরূপ ও জীবিকায় বরকত লাভের উপায়) (২) ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম (মারকায) (শিশুর ঈমানী পরিচর্যা : পিতা-মাতার করণীয়) (৩) আল-ফুরক্বান ইসলামিক সেন্টার, বাহরাইন-এর দাঈ মুহাম্মাদ শরীফুল ইসলাম (রাজশাহী) (বিশুদ্ধ আক্বীদা ও মানহাজের গুরুত্ব) (৪) ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম (মেহেরপুর) (আহলেহাদীছ আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য) (৫) ‘বাংলাদেশ আহলেহাদীছ ওলামা ও ইমাম সমিতি’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল (পাবনা) (সমকালীন কিছু বিরোধপূর্ণ বিষয় ও তার সমাধান, আহলেহাদীছ মসজিদ নামকরণ, হাদীছ ও সুন্নাতের পার্থক্য, আখেরাতমুখী সংগঠন করা, ছোঁয়াচে রোগ ইত্যাদি) (৬) ‘আহলেহাদীছ আন্দোলন’ সঊদী আরব শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই (কবরের তিনটি প্রশ্ন : আমাদের প্রস্ত্ততি) (৭) খুলনা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম (বৈধ ও অবৈধ অসীলা) (৮) ঢাকা ড্যাফোডিল ইউনিভার্সিটির ইসলামিক সেন্টার বিভাগের ডিরেক্টর মুখতার আহমাদ (কুরআন শিক্ষা ও অনুধাবনের গুরুত্ব) (৯) সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান (ঘুষ ও দুর্নীতি : সমাজে ও রাষ্ট্রে এর কুপ্রভাব)।

আমীরে জামা‘আতের ১ম দিনের ভাষণ :

এ দিন বাদ এশা মুহতারাম আমীরে জামা‘আত ‘তাওহীদের শিক্ষা ও আজকের সমাজ’ বিষয়ে সারগর্ভ ভাষণ পেশ করেন।

২য় দিন বাদ ফজর থেকে :

২য় দিন বাদ ফজর ইজতেমা প্যান্ডেলে দরসে কুরআন পেশ করেন মাওলানা মুখলেছুর রহমান (নওগাঁ) (সূরা আছর-এর আলোকে ঈমানদারগণের চারটি বৈশিষ্ট্য)। একই সময়ে দারুলহাদীছ (প্রাঃ) বিশ্ববিদ্যালয় জামে মসজিদে দরসে হাদীছ পেশ করেন ‘আন্দোলন’-এর দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম (ইখলাছ : মুক্তির পাথেয়)। এ সময় ছোট মসজিদে সূরা তাকাছুরের উপর দারস পেশ করেন ‘আন্দোলন’-এর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক দুর্রুল হুদা।

অতঃপর ইজতেমা প্যান্ডেলে বেলা ১১-টা পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা পেশ করেন যথাক্রমে (১) ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন (সাতক্ষীরা) (ফিরক্বায়ে নাজিয়াহ-এর বৈশিষ্ট্য) (২) ঢাকা-উত্তর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি সাইফুল ইসলাম বিন হাবীব (আদর্শ পরিবার গঠনে স্বামী-স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য) (৩) ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়া-এর পিএইচ.ডি গবেষক হাফেয আব্দুল মতীন (চাঁপাই নবাবগঞ্জ) (রাসূল (ছাঃ) সম্পর্কে প্রচলিত আক্বীদা বনাম সঠিক আক্বীদা) (৪) মাওলানা মুখলেছুর রহমান (নওগাঁ) ও ৩ জন ছাত্র (ছালাত আদায়ের সঠিক পদ্ধতি-ব্যবহারিক)।

অতঃপর উপস্থিত বক্তব্য পেশ করেন কুয়েত প্রবাসী আমীনুল হক, ভোলা থেকে কামরুল ইসলাম ও ফরিদপুর সালথা থেকে ইলিয়াস হোসাইন। এরপর শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাসিক ‘আত-তাহরীক’-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও আল-ফুরক্বান ইসলামিক সেন্টার, বাহরাইন-এর দাঈ মুহাম্মাদ শরীফুল ইসলাম (রাজশাহী)।

অনলাইন দা‘ওয়াহ প্রশিক্ষণ :

ইজতেমার ২য় দিন সকাল ৭-টায় মারকাযের পূর্ব পার্শ্বস্থ ময়দানে অনলাইন দা‘ওয়াহ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘আন্দোলন’-এর শূরা সদস্য কাযী হারূণুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল কালাম, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুন নূর ও চাঁপাই নবাবগঞ্জ-দক্ষিণ যেলার সভাপতি এমদাদুল হক। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ‘যুবসংঘ’ বরিশাল যেলার সভাপতি কায়েদ মাহমূদ ইমরান।

শিক্ষক সমাবেশ :

ইজতেমার ২য় দিন সকাল সাড়ে ৮-টায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর পূর্ব পার্শ্বস্থ ময়দানে ‘বাংলাদেশ আহলেহাদীছ শিক্ষক সমিতি’-এর উদ্যোগে ‘শিক্ষক সমাবেশ’ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। ‘বাংলাদেশ আহলেহাদীছ শিক্ষক সমিতি’র সভাপতি মাওলানা দুর্রুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন (১) আমেরিকার লুজিয়ানা টেকনিক্যাল ইউনিভিার্সিটির সাবেক প্রফেসর ড. শহীদ নকীব ভূঁইয়া (ঢাকা) (২) ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ও ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি  ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও (৩) বোর্ডের সচিব ও মারকাযের শিক্ষক শামসুল আলম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন (১) আল-মারকাযুল ইসলামী চট্টগ্রাম-এর পরিচালক ও চট্টগ্রাম যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ শেখ সা‘দী (২) একলারামপুর মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়ার (কুমিল্লা) প্রধান শিক্ষক ও কুমিল্লা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা জামীলুর রহমান ও (৩) বায়তুল ইলম মহিলা মাদ্রাসার (দিনাজপুর) পরিচালক মাওলানা রায়হানুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও নওদাপাড়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল ড. নূরুল ইসলাম। সমাবেশে বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক পরিচালক, সভাপতি, প্রিন্সিপ্যাল, ভাইস প্রিন্সিপ্যাল ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

যুব সমাবেশ সকাল ১০-টা থেকে ১২-টা :

২য় দিন সকাল ১০-টা থেকে মারকাযের পূর্ব পার্শ্বস্থ ময়দানে ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় উদ্যোগে ‘যুব সমাবেশ’ অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুহতারাম আমীরে জামা‘আতের পক্ষে ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন (১) ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম (যশোর) (২) সহ-সাংগঠনিক সম্পাদক ও ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার (কুষ্টিয়া) (৩) ‘আন্দোলন’-এর শূরা সদস্য ও ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক জালালুদ্দীন (নরসিংদী) (৪) ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রজশাহীর ভাইস প্রিন্সিপ্যাল ড. নূরুল ইসলাম (৫) ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ড. মুখতারুল ইসলাম (রাজশাহী) ও (৬) প্রশিক্ষণ সম্পাদক আহমাদুল্লাহ (কুমিল্লা)।

অতঃপর যেলা দায়িত্বশীলদের মধ্য থেকে বক্তব্য রাখেন (১) জয়পুরহাট যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ নাজমুল হক (২) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মুনতাছির আহমাদ (৩) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আব্দুল্লাহ আল-মুছাদ্দিক ও (৪) রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আব্দুর রঊফ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল কালাম ও ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুন নূর। সমাবেশে ‘যুবসংঘে’র বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক কর্মী অংশগ্রহণ করেন।

জুম‘আর খুৎবা :

ইজতেমার ২য় দিন শুক্রবার ইজতেমা ময়দানে মুহতারাম আমীরে জামা‘আত এবং মারকাযী জামে মসজিদে কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন জুম‘আর খুৎবা প্রদান করেন। এ সময় মূল প্যান্ডেল ছাড়াও প্যান্ডেলের বাইরে বিভিন্ন স্থানে ও মহাসড়কে বসে বিপুল সংখ্যক মুছল্লী খুৎবা শ্রবণ করেন।

জুম‘আর ছালাতে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুযযামান লিটন অংশগ্রহণ করেন এবং ছালাত শেষে দাঁড়িয়ে তিনি মুহতারাম আমীরে জামা‘আতের প্রস্তাবিত দারুলহাদীছ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও তাবলীগী ইজতেমা ময়দানের জমি ক্রয়ের ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। 

২য় দিন বাদ আছর থেকে পরদিন ফজর পর্যন্ত :

এ দিন নির্ধারিত বিষয়বস্ত্ত সমূহের উপর ধারাবাহিকভাবে বক্তব্য পেশ করেন (১) ‘আন্দোলন’-এর শূরা সদস্য অধ্যাপক মুহাম্মাদ জালালুদ্দীন (নরসিংদী) (সমাজ সংস্কারে মহিলাদের দায়িত্ব ও কর্তব্য) (২)  জামালপুর-উত্তর যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক ক্বামারুয্যামান বিন আব্দুল বারী (জঙ্গীবাদ ও চরমপন্থীদের বিশ্বাসগত বিভ্রান্তির জবাব) (৩) মারকাযের সাবেক ছাত্র ড. আব্দুল্লাহিল কাফী (চাঁপাই নবাবগঞ্জ) (মুনাফিকের আলামতসমূহ ও নিফাকের পরিণতি) (৪) ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল কালাম (জয়পুরহাট) (সমাজ সংস্কারে যুবসমাজের দায়িত্ব ও কর্তব্য) (৫) আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ভাইস প্রিন্সিপ্যাল ড. নূরুল ইসলাম (সীরাত পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা) (৬) ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব (যুবসমাজের কতিপয় সমস্য ও উত্তরণের উপায়) (৭) ‘আন্দোলন’-এর দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম (জামা‘আতবদ্ধ জীবন যাপনের কল্যাণ-কারিতা ও কতিপয় সংশয় নিরসন) (৮) প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন (মুসলমানদের পারস্পরিক সম্পর্ক-মাযহাবী হিংসা-বিদ্বেষ নিরসনে করণীয় সহ) (৯) গাযীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. ইমাম হোসাইন (বিদ‘আত : পরিচিতি ও ভয়াবহতা-প্রচলিত কিছু বিদ‘আত সহ) (১০) ড. আহসানুল্লাহ বিন ছানাউল্লাহ (ঢাকা) (ছালাতের হেফাযত এবং খুশু খুযূর গুরুত্ব ও পদ্ধতি) (১১) নওগাঁ যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক আফযাল হোসাইন (সামাজিক অনাচার রোধে অভিভাবকদের দায়িত্ব ও সঠিক সময়ে বিবাহের প্রয়োজনীয়তা; বিবাহের সুন্নাতী পদ্ধতিসহ) (১২) ঢাকা-দক্ষিণ যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক আব্দুল ওয়াদূদ (দো‘আর গুরুত্ব ও দো‘আ কবুলের শ্রেষ্ঠ সময়) (১৩) নারায়ণগঞ্জ যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শফীকুল ইসলাম (যেনা-ব্যভিচারের ভয়াবহতা ও চোখের হেফাযত) (১৪) বগুড়া যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আল-আমীন (জাহান্নামের শাস্তি) (১৫) নরসিংদী যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন (জান্নাতের বিবরণ) (১৬) ঢাকা নয়াবাজারস্থ বায়তুর রহমান আহলেহাদীছ জামে মসজিদের খতীব হাফেয শামসুর রহমান আযাদী (শিরকের ভয়াবহতা ও পাঁচ প্রকার শিরক পর্যালোচনা) (১৭) রাজশাহীর পবা উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আবুবকর (হারাম উপার্জনের পরিণতি; মদ-জুয়া-লটারী ও দাদন ব্যবসাসহ)।

ইজতেমায় গৃহীত প্রস্তাব সমূহ :

২য় দিন বাদ এশা আমীরে জামা‘আতের ভাষণের পর ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম সরকারের নিকট নিম্নোক্ত প্রস্তাব ও দাবী সমূহ পেশ করেন এবং উপস্থিত সকলে হাত তুলে সমস্বরে সেগুলির প্রতি জোরালো সমর্থন জানান।-

(১) পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে দেশের আইন ও শাসন ব্যবস্থা ঢেলে সাজাতে হবে।

(২) মানুষের রক্তচোষা সূদভিত্তিক পুঁজিবাদী অর্থব্যবস্থা বাতিল করে অনতিবিলম্বে ইসলামী অর্থনীতি চালু করতে হবে এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। সূদী এনজিও ও মহাজনী দাদন প্রথা এবং সেই সাথে অফিস-আদালত থেকে ঘুষ-দুর্নীতি বন্ধ করতে হবে।

(৩) দেশের বিভিন্ন শহরে ও শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী আক্বীদা ও সংস্কৃতি বিরোধী মূর্তি-ভাস্কর্য ও শহীদ মিনার নির্মাণ অবিলম্বে বন্ধ করার জন্য এই সম্মেলন সরকারের নিকট জোর দাবী জানাচ্ছে।

(৪) জঙ্গীবাদের মূলোৎপাটন এবং সামাজিক অনাচার সমূহ প্রতিরোধের জন্য শিক্ষার সর্বস্তরে বিশুদ্ধ ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

(৫) মাদ্রাসা ও স্কুল-কলেজের সিলেবাস থেকে ডারউইনের নাস্তিক্যবাদী বিবর্তনবাদ সহ সকল প্রকার ইসলাম বিরোধী মতবাদ প্রত্যাহার করার জন্য এই সম্মেলন সরকারের নিকট জোর দাবী জানাচ্ছে।

(৬) যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে মদ-জুয়ার অবাধ সয়লাব রোধ করতে হবে এবং ইন্টারনেটের অশ্লীল ওয়েবসাইট সমূহ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।

(৭) কাশ্মীর, ফিলিস্তীন, মিয়ানমার ও চীনের উইঘুর সহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের উপর নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে এ সম্মেলন তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে এবং এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য এ সম্মেলন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর দাবী জানাচ্ছে।

(৮) এ সম্মেলন করোনার কারণে দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা শিক্ষা প্রতিষ্ঠান সমূহ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অবিলম্বে খুলে দিয়ে শিক্ষার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠানে ফিরিয়ে আনার জোর দাবী জানাচ্ছে।

(৯) এ সম্মেলন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার উদ্দেশ্যে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট বন্ধ করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছে।

প্রস্তাবগুলি ২৮.২.২০২১ রবিবার দৈনিক ইনকিলাব ৫ম পৃষ্ঠার ১ম কলামে ইজতেমার বড় ছবিসহ প্রকাশিত হয়।

বিদায়ী ভাষণ, বায়‘আত ও দো‘আ :

ইজতেমার ৩য় দিন শনিবার ইজতেমার মূল প্যান্ডেলে মুহতারাম আমীরে জামা‘আত-এর ইমামতিতে ফজরের জামা‘আত অনুষ্ঠিত হয়। ছালাত শেষে তিনি মুছল্লীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বিদায়ী ভাষণ পেশ করেন। এ সময় তিনি মুছল্লীদের দাবীক্রমে তাদের আনুগত্যের বায়‘আত গ্রহণ করেন। অতঃপর সভাপতি হিসাবে তিনি সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে মজলিস ভঙ্গের দো‘আ পাঠের মাধ্যমে দু’দিন ব্যাপী ৩১তম বার্ষিক তাবলীগী ইজতেমার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

ইজতেমার অন্যান্য রিপোর্ট 

১. পরিচালকবৃন্দ : দু’দিন ব্যাপী তাবলীগী ইজতেমার বিভিন্ন অধিবেশনে পরিচালকের দায়িত্ব পালন করেন (১) ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম (২) সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম (৩) প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন (৪) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক দুর্রুল হুদা (৫) প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন ও (৬) দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম।

২. উপস্থাপকবৃন্দ : (১) আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভাইস প্রিন্সিপ্যাল ড. নূরুল ইসলাম (২) ‘আন্দোলন’-এর শূরা সদস্য কাযী হারূণুর রশীদ (৩) ‘আন্দোলন’-এর সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার (৪) ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল কালাম ও (৫) ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুন নূর।

৩. অর্থসহ কুরআন তেলাওয়াত : (১) আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর হিফয ও মক্তব বিভাগের সহকারী পরিচালক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির (২) হিফয বিভাগের শিক্ষক হাফেয আব্দুন নূর,  ঢাকা-দক্ষিণ যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মা‘রূফ (বগুড়া) (৩) মারকাযের মক্তব বিভাগের শিক্ষক ক্বারী আব্দুল আউয়াল (৪) মারকাযের হিফয বিভাগের ছাত্র আরযুল ইসলাম শাফী (রাজশাহী) (৫) তাওফীকুল ইসলাম (সিরাজগঞ্জ) (৬) বাঁকাল দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ মাদ্রাসার ছাত্র উমায়ের (সাতক্ষীরা)।

৪. জাগরণী : আল-হেরা শিল্পী গোষ্ঠীর সদস্য (১) আব্দুল্লাহ আল-মা‘রূফ (বগুড়া) (২) মুহাম্মাদ মীযানুর রহমান (জয়পুরহাট) (৩) আব্দুল্লাহ আল-মামূন (সাতক্ষীরা) (৪) ইয়াকূব আলী (মেহেরপুর) (৫) রাক্বীবুল ইসলাম (মেহেরপুর) (৬) মীর বখতিয়ার (যশোর) (৭) হাফেয আব্দুল আলীম (দিনাজপুর) (৮) কেরামত আলী (পাবনা)।

৫. প্যান্ডেল : এবার মোট ৩টি প্যান্ডেল করা হয়। (১) ট্রাক টার্মিনাল ময়দান (২) মহিলা মাদ্রাসার ময়দানে পুরুষ প্যান্ডেল (৩) মারকাযের পশ্চিম পার্শ্বের ময়দান। এছাড়াও ছিল বৃহদাকার খাদ্য প্যান্ডেল ও পৃথক খাদ্য ব্যবস্থাপনা প্যান্ডেল। এলইডি মনিটরের মাধ্যমে ট্রাক টার্মিনাল থেকে সব প্যান্ডেলে সরাসরি সম্প্রচার করা হয়।

৬. টয়লেট : ট্রাক টার্মিনালের পশ্চিম পার্শ্বে হাইওয়ের ক্যানালে ১০০টি সাময়িক ও মহিলা মাদ্রাসার ৩৫টি টয়লেট।

৭. বুক স্টল : ট্রাক টার্মিনালের দক্ষিণ পার্শ্বে ৩২টি এবং মারকাযের সম্মুখে ৮টি মোট ৪০টি বুক স্টল স্থাপন করা হয়।

অন্যান্য বারের ন্যায় এবারেও ইজতেমায় দেশের প্রায় সকল যেলা থেকে বিভিন্ন যানবাহন যোগে লক্ষাধিক মুছল্লী অংশগ্রহণ করেন। সঊদী আরব, সিঙ্গাপুর, বাহরাইন ও ভারত সহ অন্যান্য দেশ থেকেও সদ্য দেশে ফেরা অনেক প্রবাসী কর্মী ও সুধী ইজতেমায় যোগদান করেন। তাছাড়া ইন্টারনেটের মাধ্যমে দেশ-বিদেশের হাযার হাযার শ্রোতা ইজতেমার সরাসরি সম্প্রচার দেখেন।

৮. জাতীয় গ্রন্থপাঠ প্রতিযোগিতা :

বিগত বছরের ন্যায় এবারও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর উদ্যোগে ‘জাতীয় গ্রন্থপাঠ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচিত গ্রন্থ ছিল মুহতারাম আমীরে জামা‘আত লিখিত তাফসীরুল কুরআন (২৬-২৮তম পারা)। এতে শীর্ষস্থান অধিকারী তিনজন হ’ল (১) ইরফানুল ইসলাম (কুমিল্লা, ছাত্র, ছানাবিয়া ১ম বর্ষ, মারকায), (২) মুহাম্মাদ রিয়াযুল ইসলাম (নওগাঁ) (৩) আব্দুল মজীদ (নওগাঁ)। এছাড়া বিশেষ পুরস্কার প্রাপ্ত ৫ জন হ’ল (১) মুহাম্মাদ আতীকুর রহমান যাকারিয়া (নওগাঁ, ছাত্র, ৭ম শ্রেণী, মারকায) (২) মুহাম্মাদ আব্দুল্লাহ আল-জোবায়ের (পাবনা) (৩) ইমদাদুল হক (রাজশাহী) (৪) কাওছার আহমাদ (রাজশাহী, ছাত্র, ছানাবিয়া ১ম বর্ষ, মারকায) (৫) মুহাম্মাদ হাফীযুল ইসলাম (সিরাজগঞ্জ, ছাত্র, ছানাবিয়া ১ম বর্ষ, মারকায)। এছাড়া গত ২৯শে জানুয়ারী শুক্রবার অনুষ্ঠিত সীরাত প্রতিযোগিতার উত্তীর্ণ প্রথম তিনজন হলেন, (১) আব্দুল জাববার (টিকনামপুর, চাপাই নবাবগঞ্জ) (২) মুহাম্মাদ আব্দুর রহমান (চাপাই নবাবগঞ্জ, শিক্ষার্থী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর) (৩) রিয়াযুল ইসলাম (নিয়ামতপুর, নওগাঁ/সাবেক ছাত্র মারকায, বর্তমানে আরবী বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়)। ইজতেমার দ্বিতীয় দিন রাতে ইজতেমা মঞ্চে বিজয়ীদের হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেন মুহতারাম আমীরে জামা‘আত। 

৯. দেওয়াল পত্রিকা :

তাবলীগী ইজতেমা’২১ উপলক্ষে ‘সোনামণি’ মারকায এলাকার পক্ষ থেকে ‘সোনামণি প্রতিভা’ নামে দেওয়াল পত্রিকা প্রকাশিত হয়। যা ইজতেমা প্যান্ডেলের দক্ষিণ পার্শ্বস্থ বুক স্টলের মধ্যবর্তী ফাঁকা জায়গায় প্রদর্শিত হয়।

১০. ফৎওয়া বুথ : গতবারের ন্যায় এবারও ফৎওয়া বুথের ব্যবস্থা করা হয়। আত-তাহরীক কার্যালয়ে স্থাপিত ফৎওয়া বুথে বিভিন্ন যেলা থেকে আগত কর্মী ও সুধীবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ‘দারুল ইফতা’র সদস্য মুহাম্মাদ আব্দুর রহীম। ইজতেমার ১ম ও ২য়  দিন বাদ আছর থেকে রাত ১২-টা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকে।

১১. আল-‘আওন : ইজতেমা ময়দানে ‘স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা’ আল-‘আওন-এর ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। ক্যাম্পিংয়ে ১৭০ জনের ব্ললাড গ্রুপিং করা হয় এবং ১১৩ জন ডোনর তালিকাভুক্ত হন। উক্ত ক্যাম্পিংয়ে কেন্দ্রসহ বিভিন্ন যেলার দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন।

১২. যরূরী চিকিৎসা সেবা কেন্দ্র : ট্রাক টার্মিনাল ময়দানের পূর্ব পার্শ্বে এলোপ্যাথিক ও হোমিওপ্যাথির দু’টি পৃথক যরূরী চিকিৎসা সেবা কেন্দ্র স্থাপন করা হয়। সংগঠনের চিকিৎসক কর্মীগণ সেখানে ফ্রি চিকিৎসা প্রদান করেন। ইজতেমার পক্ষ থেকে এসব কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধ-পত্র সরবরাহ করা হয়।

১৩. নিরাপত্তা : প্রশাসনের প্রস্তাবক্রমে ৪টি ওয়াচ টাওয়ার ও ২৮টি সিসিটিভি ক্যামেরা সেট করা হয়। সেই সাথে সংগঠনের ৭৩৫ জনের অধিক স্বেচ্ছাসেবক দু’দিন আগে থেকে বিভিন্ন দায়িত্ব পালন করে। এছাড়াও ছিল পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যগণের নিয়মিত তদারকি।

১৪. সাইকেলে আগমন : অন্যান্য বারের ন্যায় এবারও সাইকেলে আসেন সাতক্ষীরা থেকে আব্দুল বারী (৬৫) সাং মানিকহার, উপযেলা তালা। এবারে তিনি ১৭তম বর্ষে ২১ ঘণ্টায় এই দীর্ঘ ২৮৫+১৪= ২৯৯ কি.মি. পথ অতিক্রম করে আসেন। অন্যজন জয়নাল আবেদীন (৮৩) সাং কাওনডাঙ্গা, উপযেলা সাতক্ষীরা সদর। এবারে তিনি ১৮তম বর্ষে সাড়ে ২১ ঘণ্টায় এই দীর্ঘ ২৮৫+১৫= ৩০০ কি.মি. পথ অতিক্রম করে আসেন।

১৫. ড্রোন ক্যামেরা : গতবারের ন্যায় এবারও ড্রোন ক্যামেরা দিয়ে ইজতেমার বৃহৎ প্যান্ডেল ও মারকাযসহ অন্যান্য প্যান্ডেলগুলির ভিডিও ধারণ করা হয়।

১৬. সাঁওতাল থেকে মুসলমান : ১ম দিন বাদ এশা মুহতারাম আমীরে জামা‘আতের ভাষণের পর স্থানীয় হিন্দু সাঁওতাল যুবক শুকু (৩৫) (জন্মস্থান : ঘাটনগর, পোরশা, নওগাঁ। বর্তমান ঠিকানা : মল্লিকপুর, মোহনপুর, রাজশাহী) তাঁর হাতে বায়‘আত করেন এবং কালেমায়ে শাহাদত পাঠ করে মুসলমান হন। মুহতারাম আমীরে জামা‘আত তার নাম পরিবর্তন করে রাখেন আব্দুল্লাহ। অতঃপর তিনি তাঁকে তাওহীদের উপর দৃঢ় থাকার উপদেশ দেন। এসময় তিনিসহ উপস্থিত হাযারো মুছল্লী তার জন্য দো‘আ করেন।

ইজতেমার পূর্ব দিনের অনুষ্ঠান সমূহ

১. আল-হেরা : তাবলীগী ইজতেমা ২০২১ উপলক্ষে ২৪শে ফেব্রুয়ারী বুধবার সকাল ৯-টা থেকে আছর পর্যন্ত আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর পূর্ব পার্শ্বস্থ ভবনে ‘যুবসংঘ’-এর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন ‘আল-হেরা শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে আয়োজিত ‘জাতীয় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২১’-এর কেন্দ্রীয় পর্যায়ের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। সেখানে ১২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। উল্লেখ্য, প্রাথমিক বাছাই পর্বে মোট ৭৩৪ জন অংশগ্রহণ করে। বাদ এশা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১২ জন বিজয়ীসহ ২৮ জনকে বিশেষ পুরস্কার প্রদান করেন মুহতারাম আমীরে জামা‘আত ও অতিথিবৃন্দ। নিম্নে প্রতিযোগিতার বিষয়বস্ত্ত ও বিজয়ীদের নাম উল্লেখ করা হ’ল।-

(ক) ক্বিরাআত : ১ম : উমায়ের (সাতক্ষীরা); ২য় : জামীল আহমাদ (গাইবান্ধা); ৩য় : মাযহারুল ইসলাম (নারায়ণগঞ্জ)।

(খ) জাগরণী (সোনামণি গ্রুপ) : ১ম : আরযুল ইসলাম শাফী (রাজশাহী); ২য় : আব্দুল্লাহ আশ-শাফী (গাযীপুর); ৩য় : আব্দুর রহমান (সাতক্ষীরা)।

(গ) জাগরণী (উন্মুক্ত গ্রুপ) : ১ম : মীর বখতিয়ার (যশোর); ২য় : তানভীরুযযামান (মেহেরপুর); ৩য় : মুহাম্মাদ অলিউল্লাহ (নারায়ণগঞ্জ)।

(ঘ) উপস্থিত বক্তৃতা : ১ম : মুহাম্মাদ রেযওয়ান (নারায়ণগঞ্জ); ২য় : মুহাম্মাদ আব্দুল্লাহ (নারায়ণগঞ্জ); ৩য় : মুহাম্মাদ তাসনীম (চাঁপাই নবাবগঞ্জ)।

২. র‌্যালি : তাবলীগী ইজতেমা’২১ উপলক্ষ্যে ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের উদ্যোগে ২৪শে ফেব্রুয়ারী বুধবার বাদ আছর থেকে সোনামণি র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি মারকায থেকে শুরু হয়ে মহাসড়ক ধরে পূর্ব দিকে নতুন বাস-টার্মিনালে যায়। সেখান থেকে মহাসড়ক দিয়ে পশ্চিম দিকে ইজতেমা ময়দান ট্রাক টার্মিনালে যায়। সেখান থেকে কালুর মোড় হয়ে উত্তর দিকে ভূগরইল মোড়ে যায়। সেখান থেকে রাজশাহী-নওগাঁ মহাসড়ক দিয়ে মারকাযে ফিরে আসে।

৩. ইসলামী জাগরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২১ : ২৪শে ফেব্রুয়ারী বুধবার বাদ মাগরিব থেকে রাত সাড়ে ১০-টা পর্যন্ত মারকাযের পূর্ব পার্শ্বস্থ ময়দানে ‘ইসলামী জাগরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২১’ অনুষ্ঠিত হয়। আল-হেরা শিল্পীগোষ্ঠীর প্রধান পরিচালক মুস্তাফীযুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল-হেরা শিল্পীগোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। বিশেষ অতিথি ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার, শূরা সদস্য কাযী হারূণুর রশীদ, পৃষ্ঠপোষক ও ‘আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সচিব শামসুল আলম প্রমুখ। অতিথিগণ স্ব স্ব ভাষণে উদ্যোক্তাদের স্বাগত জানান এবং জাগরণীর মাধ্যমে রাসূল (ছাঃ)-এর আদর্শে সমাজ গড়ার জন্য তাদের প্রতি আহবান জানান।

প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত আবেগঘন কণ্ঠে বলেন, আমি দো‘আ করি তোমাদের কণ্ঠই যেন তোমাদের জান্নাতে যাওয়ার অসীলা হয়। সবশেষে তিনি অতিথিবৃন্দ, ‘আন্দোলন’, ‘যুবসংঘ’, ‘সোনামণি’ ও ‘আল-‘আওন’-এর সকল পর্যায়ের দায়িত্বশীল ও প্রতিযোগীদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে জামীল আহমাদ (গাইবান্ধা) ও বিভিন্ন পর্যায়ে জাগরণী পেশ করেন হাফেয আব্দুল্লাহ আল-মা‘রূফ, রাক্বীবুল ইসলাম, মীযানুর রহমান, ইয়াকূব আলী, কেরামত আলী, হাসান শাহরিয়ার, মীর বখতিয়ার, আরযুল ইসলাম শাফী, আব্দুর রহমান ও অলিউল্লাহ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন সোনামণি রাজশাহী মহানগরের পরিচালক আবু রায়হান। অনুষ্ঠান শেষে মুহাম্মাদ আজমালকে পরিচালক ও রাক্বীবুল ইসলামকে সহকারী পরিচালক করে ২০২১-২০২৩ সেশনের জন্য ৮ সদস্য বিশিষ্ট আল-হেরা কেন্দ্রীয় কর্মপরিষদ পুনর্গঠন করা হয়।






আরও
আরও
.