আল্লাহ স্বীয় বান্দাদের উপরে ইবাদত ফরয করেছেন। ইবাদতের মধ্যে ছালাত-ছিয়াম ও দান-ছাদাক্বা গুরুত্বপূর্ণ। হাদীছে এ ইবাদতগুলির গুরুত্ব সম্পর্কে অসাধারণ দৃষ্টান্ত বর্ণিত হয়েছে। সে বিষয়ে নিম্নের হাদীছ-

হারেছ আল-আশ‘আরী (রাঃ) হ’তে বর্ণিত তিনি বলেন, নবী করীম (ছাঃ) বলেছেন, আল্লাহ তা‘আলা ইয়াহইয়া ইবনু যাকারিয়া (আঃ)-কে পাঁচটি বিষয়ের আদেশ করলেন যেন তিনি নিজেও তদনুযায়ী আমল করেন এবং বনু ইসরাঈলকেও তা আমল করার আদেশ করেন। তিনি এ নির্দেশগুলো লোকদেরকে জানাতে বিলম্ব করলে ঈসা (আঃ) তাকে বললেন, আল্লাহ তা‘আলা আপনাকে পাঁচটি বিষয়ের নির্দেশ দিয়েছেন যেন আপনি সে মোতাবেক আমল করেন এবং বনু ইসরাঈলকেও তা আমল করার আদেশ করেন। এখন আপনি তাদেরকে এগুলো করতে নির্দেশ দিন, অন্যথা আমিই তাদেরকে সেগুলো করতে নির্দেশ দিব। ইয়াহইয়া (আঃ) বললেন, আপনি এ বিষয়ে যদি আমার অগ্রবর্তী হয়ে যান তবে আমার ভয় হচ্ছে যে, আমাকে ভূগর্ভে ধ্বসিয়ে দেয়া হবে কিংবা আযাব নেমে আসবে।

অতঃপর তিনি লোকদেরকে বায়তুল মাক্বদিসে একত্রিত করলেন। সব লোক সমবেত হওয়াতে মসজিদ ভরে গেল। এমনকি তারা ঝুলন্ত বারান্দায় গিয়েও বসল। তারপর ইয়াহইয়া (আঃ) তাদেরকে বললেন, আল্লাহ তা‘আলা আমাকে পাঁচটি বিষয়ের নির্দেশ প্রদান করেছেন, যেন আমি সে মোতাবেক আমল করি এবং তোমাদেরকেও আমল করার আদেশ করি।

এগুলোর প্রথম নির্দেশটি হ’ল- তোমরা আল্লাহ তা‘আলার ইবাদত করবে এবং তাঁর সাথে কোন কিছুকে শরীক করবে না। যে ব্যক্তি আল্লাহ তা‘আলার সাথে শরীক করে তার উদাহরণ হ’ল ঐ ব্যক্তির ন্যায় যে তার খালিছ সম্পদ অর্থাৎ সোনা অথবা রূপার বিনিময়ে একটি দাস কিনল। সে তাকে (বাড়ী এনে) বলল, এটা আমার বাড়ী আর এগুলো আমার কাজ। তুমি কাজ করবে এবং আমাকে আমার প্রাপ্য দিবে। তারপর সেই দাস কাজ করত ঠিকই কিন্তু মালিকের প্রাপ্য দিয়ে দিত অন্যকে। তোমাদের মধ্যে কে এমন আছে যে, স্বীয় দাসের এমন আচরণে সন্তুষ্ট থাকতে পারে?

আর আল্লাহ তা‘আলা তোমাদেরকে ছালাত আদায়ের জন্য আদেশ করেছেন। তোমরা ছালাত আদায়কালে এদিক সেদিক তাকাবে না। কেননা আল্লাহ তা‘আলা তাঁর চেহারা মুছল্লীর চেহারার দিকে নিবিষ্ট রাখেন যতক্ষণ বান্দা ছালাতের মধ্যে এদিক-সেদিক না তাকায়।

আর আমি তোমাদের ছিয়ামের নির্দেশ দিচ্ছি। এর উদাহরণ হ’ল সেই ব্যক্তির ন্যায় যে কস্তুরীভর্তি একটি থলেসহ একদল মানুষের সাথে আছে। কস্তুরীর সুগন্ধি দলের সবার নিকট খুবই পসন্দনীয়। আর ছায়েমের মুখের সুগন্ধি আল্লাহ তা‘আলার নিকট কস্তুরীর সুগন্ধির চাইতেও অধিক প্রিয়।

আমি তোমাদের দান-ছাদাক্বার আদেশ দিচ্ছি। এর উদাহরণ হ’ল সেই ব্যক্তির ন্যায় যাকে শক্ররা বন্দী করে তার ঘাড়ের সাথে হাত বেঁধে ফেলেছে এবং তাকে হত্যার জন্য বদ্ধভূমিতে নিয়ে যাচ্ছে। তখন সে বলল, আমি আমার প্রাণের বিনিময়ে আমার সমস্ত সম্পদ তোমাদেরকে দিচ্ছি। তারপর সে নিজেকে মালের বিনিময়ে ছাড়িয়ে নিল (অর্থাৎ দান-ছাদাক্বার মাধ্যমে বান্দা নিজেকে বিপদমুক্ত করতে পারে)।

আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি যেন তোমরা আল্লাহ তা‘আলার যিকর কর। যিকরের উদাহরণ হ’ল সেই ব্যক্তির ন্যায়, দুশমনেরা যার পিছু ধাওয়া করছে। অবশেষে সে একটি সুরক্ষিত দুর্গে প্রবেশ করে শক্র হ’তে নিজের প্রাণ রক্ষা করেছে। তদ্রূপ কোন বান্দা আল্লাহ তা‘আলার যিকির ব্যতীত নিজেকে শয়তানের হাত থেকে মুক্ত করতে পারে না।

নবী করীম (ছাঃ) বললেন, আমিও তোমাদেরকে পাঁচটি বিষয়ের নির্দেশ দিচ্ছি যেগুলো প্রসঙ্গে আল্লাহ তা‘আলা আমাকে আদেশ করেছেন। (নেতার) কথা শুনবে, (তার) আনুগত্য করবে, জিহাদ করবে, হিজরত করবে এবং জামা‘আতবদ্ধ হয়ে থাকবে। যে লোক জামা‘আত হ’তে এক বিঘত পরিমাণ বিচ্ছিন্ন হ’ল সে ইসলামের বন্ধন তার ঘাড় হ’তে ফেলে দিল, যতক্ষণ না সে ফিরে আসে। আর যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে আহবান করে সে জাহান্নামীদের দলভুক্ত।

জনৈক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল (ছাঃ)! সে ছালাত আদায় করলেও, ছিয়াম পালন করলেও? তিনি বললেন, হ্যাঁ, সে ছালাত-ছিয়াম আদায় করলেও জাহান্নামীদের দলভুক্ত হবে...’ (তিরমিযী হা/২৮৬৩; মিশকাত হা/৩৬৯৪; তালীকুর রাগীব ১/১৮৯-১৯০; ছহীহুল জামি হা/১৭২৪)

শিক্ষা : যাবতীয় ইবাদত কেবল আল্লাহর উদ্দেশ্যে করতে হবে এবং তাতে যেন শিরক মিশ্রিত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। অনুরূপভাবে আল্লাহ ও তাঁর রাসূল (ছাঃ) প্রদর্শিত নিয়ম-পদ্ধতিতে ইবাদত সম্পন্ন করতে হবে। তাহ’লে তা আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ আমাদের সবাইকে গ্রহণযোগ্য ইবাদত করার তাওফীক্ব দান করুন-আমীন!






হাদীছের উপরে আবূ বকর (রাঃ)-এর দৃঢ়তা - মুসাম্মাৎ শারমিন আখতার
আয়েশা (রাঃ)-এর প্রতি অপবাদের ঘটনা - আত-তাহরীক ডেস্ক
ছুটে যাওয়া সুন্নাত আদায় প্রসঙ্গে - .
জাবের ইবনু আব্দিল্লাহ (রাঃ)-এর উটের ঘটনা - মুসাম্মাৎ শারমিন আখতার
শয়তান ও জিনদের বাধাপ্রাপ্ত হওয়ার ঘটনা - মুসাম্মাৎ শারমিন আখতার
আসমা বিনতু আবী বকর (রাঃ)-এর সীমাহীন দৃঢ়তা - মুসাম্মাৎ শারমিন আখতার
আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না - উম্মে হাবীবা, রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাসূলুল্লাহ (ছাঃ) ও তাঁর ছাহাবীদের জীবন-যাপন - মুসাম্মাৎ শারমিন আখতার
ছাহাবায়ে কেরামের জীবন যাত্রার একটি নমুনা - মুসাম্মাৎ শারমিন আখতার
হানযালা (রাঃ)-এর আল্লাহভীতি - মুহাম্মাদ আব্দুর রহীম
জান্নাতে প্রবেশকারী বান্দার সাথে আল্লাহর কথোপকথন - মুসাম্মাৎ শারমিন আখতার
মুমিনদের শাফা‘আত - মুসাম্মাৎ শারমিন আখতার
আরও
আরও
.