উত্তর : এমতাবস্থায় সামনের কাতারে একজন এবং পিছনে একজন একাকী দাঁড়াবে। একাকী পিছনের কাতারে দাঁড়িয়ে ছালাত হবে না মর্মে যে হাদীছ রয়েছে (আবুদাউদ হা/৬৮২; তিরমিযী হা/২৩১; মিশকাত হা/১১০৫)
তা তখনই প্রযোজ্য হবে, যখন সামনের কাতার অপূর্ণ থাকবে। অতএব এরূপ অবস্থায়
মুছল্লী কাতারে একাকী দাঁড়ালে তার ছালাত হয়ে যাবে। কিন্তু সামনের কাতারে
জায়গা থাকা সত্ত্বেও যদি কেউ একাকী পেছনের কাতারে ছালাত আদায় করে, তাহ’লে
তার ছালাত হবে না (ইরওয়া হা/৫৪১-এর আলোচনা দ্রঃ ২/৩২৯)।