উত্তর : ক্ষতি হবে না। তবে এক্ষেত্রে নিয়ম হ’ল দু’জন মুছল্লী হ’লে ইমাম বামে ও মুক্তাদী ডাইনে দাঁড়াবে (বুখারী হা/৬৯৭, ৬৯৯; মুসলিম হা/৭৬৩; মিশকাত হা/১১০৬)।
আর দু’জনের জামা‘আত চলাকালে তৃতীয়জন হাযির হ’লে মুক্তাদীকে পিছনে টেনে
নিবে এবং পিছনে জায়গা না থাকলে ইমামকে সামনে ঠেলে দিবে। আর কোন পার্শ্বেই
জায়গা না থাকলে ইমামের কাতারে শামিল হবে (নববী, আল-মাজমূ‘ ৪/২৯২)।
এমতাবস্থায় ইমামকে সামান্য এগিয়ে রেখে মুছল্লীদের কাতারবদ্ধ হওয়ার বিষয়ে
কোন কোন বিদ্বান মত প্রকাশ করলেও এ সম্পর্কে কোন দলীল পাওয়া যায় না। অতএব
এরূপ ক্ষেত্রে ইমাম ও মুছল্লী সমান্তরালভাবেই দাঁড়াবে (মুওয়াত্ত্বা মালিক হা/৩২)। আর জায়গা প্রশস্ত থাকলে যথারীতি ইমাম সম্মুখে এবং মুক্তাদীগণ পিছনে কাতার করবে (মুসলিম হা/৩০১০; নাসাঈ হা/১০২৯; আবুদাঊদ হা/৬১৩; মিশকাত হা/১১০৭)।