উত্তর : মাদরাসায় দান করার কথা বলার কারণে উক্ত জমি যে কোন মাদরাসায় দিতে হবে (ফিক্বহুস সুন্নাহ ‘হেবা’ অনুচ্ছেদ)।
মাদরাসা বলতে কেবল ঐগুলিকে বলা হয়, যেখানে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ
অনুযায়ী আক্বীদা ও আমল শিক্ষা দেওয়া হয়। পক্ষান্তরে দ্বীনী ইলমের নামে
যেখানে শিরক, বিদ‘আত ও ছূফীবাদ শিখানো হয়, সেগুলি আদৌ কোন মাদরাসা নয়। বরং
এগুলি ইসলাম ধ্বংসের আখড়া মাত্র। আল্লাহ বলেন, তোমরা নেকী ও তাক্বওয়ার কাজে
পরস্পরকে সাহায্য কর এবং গোনাহ ও সীমালংঘনের কাজে সাহায্য করো না’ (মায়েদাহ ২)। অতঃপর মাদরাসা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মাদরাসার মাঠে ঈদের ছালাত আদায় করা যাবে।