উত্তর : পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের মাধ্যমে দ্বীন পরিপূর্ণ হয়েছে (মুস্তাদরাকে হাকেম হা/৩১৮)।
ছহীহ এবং হাসান উভয় হাদীছই গ্রহণযোগ্য। অন্যান্য হাদীছ বলতে যঈফ, জাল ও
বানোয়াট হাদীছ কোনক্রমেই গ্রহণযোগ্য নয়। এধরনের হাদীছের উপর কোন অবস্থাতেই
আমল করা যাবে না (ক্বাওয়াইদুত তাহদীছ, পৃঃ ১১৩)। কারণ রাসূল (ছাঃ) বানোয়াট হাদীছ বর্ণনাকারীদের থেকে নিজেদেরকে রক্ষা করতে উম্মতের প্রতি নির্দেশ দিয়েছেন (মুসলিম, মিশকাত হা/১৫৪)।