উত্তর : দো‘আ হিসাবে আবশ্যিক নয়। কেননা হাদীছে এরূপ অনেক কুরআনী দো‘আ আছে, যা পড়া হয় কিন্তু আঊযুবিল্লাহ পড়তে হয় না। যেমন তাওয়াফের সময় রুকনে ইয়ামানী ও রুকনে হাজারে আসওয়াদ-এর মধ্যবর্তী স্থানে রাসূল (ছাঃ) ‘রববানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাঁও’... (বাক্বারাহ ২০১) পাঠ করতেন। কিন্তু আঊযুবিল্লাহ-বিসমিল্লাহ পড়তেন বলে জানা যায় না (আবুদাঊদ হা/১৮৯২)। তবে তেলাওয়াতের উদ্দেশ্যে হলে পড়তে হবে। আল্লাহ বলেন, ‘যখন তুমি কুরআন তিলাওয়াত কর তখন বিতাড়িত শয়তান হ’তে আল্লাহর নিকট পানাহ চাও’ (নাহল ৯৮)।