উত্তর : হেদায়াতের জন্য বিশেষ দো‘আর প্রমাণ আছে। যেমন রাসূল (ছাঃ) আবু হুরায়রা (রাঃ)-এর মুশরিক মাতার হেদায়াতের জন্য পাঠ করেছিলেন, اللَّهُمَّ اهْدِ أُمَّ أَبِيْ هُرَيْرَةَ অর্থাৎ ‘হে আল্লাহ! তুমি আবু হুরায়রার মাকে হেদায়াত দাও’ (মুসলিম হা/২৪৯১, মিশকাত হা/৫৮৯৫)। তিনি দাওস গোত্রের জন্য হেদায়াতের দো‘আ করে বলেন, ‘হে আল্লাহ! তুমি দাওস কওমকে সুপথ প্রদর্শন কর এবং তাদেরকে (মুসলমান করে) নিয়ে এসো’ (বুখারী হা/২৯৩৭; মুসলিম হা/২৫২৪)। এছাড়া তিনি মু‘আবিয়া (রাঃ)-এর জন্য দো‘আ করেছিলেন,اللَّهُمَّ اجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا وَاهْدِ بِهِ অর্থাৎ ‘হে আল্লাহ! তুমি তাকে হেদায়াত প্রাপ্তদের অন্তর্ভুক্ত কর এবং তার দ্বারা অন্যদের হেদায়াত দান কর’ (তিরমিযী হা/৩৮৪২; মিশকাত হা/৬২৩৫; ছহীহাহ হা/১৯৬৯)। অতএব যেকোন মুমিন যেকোন মুমিনের জন্য নিজ ভাষাতেই হেদায়াতের দো‘আ করতে পারেন।