উত্তর : সাজ-সজ্জা ও সৌন্দর্য মনে করে কেউ নাকফুল ব্যবহার করলে তাতে কোন দোষ নেই। কারণ এ ব্যাপারে শরী‘আতে কোন নিষেধাজ্ঞা নেই (হাশিয়া ইবনু আবেদীন ৬/৪২০; ফৎওয়া লাজনা দায়েমাহ ২৪/৩৬; বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব, ফৎওয়া নং ১৪৯২৭)। ওছায়মীন (রহঃ) বলেন, ‘কোন অঞ্চলে যদি এটা সৌন্দর্য ও সাজ-সজ্জা হিসাবে ফুটা করা হয় এবং তাতে অলঙ্কার ঝুলানো হয় তাহ’লে তাতে কোন দোষ নেই (মাজমূ‘ ফাতাওয়া ১১/১৩৭)। আব্দুল মুহসিন আল-‘আববাদ বলেন, সৌন্দর্যের কারণে নারীদের কানে অলঙ্কার ব্যবহারের ন্যায় নাকফুল ব্যবহারের প্রচলন থাকলে তা ব্যবহারে কোন দোষ নেই (শরহ সুনান আবু দাউদ ২৩/২৯৫)।
প্রশ্নকারী : মুহায়মিনুল হক, কলেজ রোড, মাগুরা