উত্তর : ফল পরিপক্ব হওয়ার কারণে এভাবে বিক্রয় করা যাবে। আনাস (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) ফলের উপযোগিতা প্রকাশ হওয়ার আগে তা বিক্রি করতে নিষেধ করেছেন এবং খেজুরের রং ধরার আগে (বিক্রি করতে নিষেধ করেছেন)। জিজ্ঞেস করা হ’ল, রং ধরার অর্থ কি? তিনি বলেন, লাল বর্ণ বা হলুদ বর্ণ ধারণ করা (বুখারী হা/২১৯৭; মুসলিম হা/১৫৩৮)। আর ঠিকায় বেচাকেনা জায়েয। আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ! তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে ভক্ষণ করো না, তোমাদের পারস্পরিক সম্মতিতে ব্যবসা ব্যতীত’ (নিসা ৪/২৯)। রাসূল (ছাঃ) অনুমান করে ফলের যাকাত আদায়ের বিধান রেখেছেন’ (আহমাদ হা/১৫৭৫১; দারেমী হা/২৬১৯, যঈফাহ হা/২৫৫৬)।