উত্তর :
রাসূলুল্লাহ (ছাঃ) আমাদের মত মানুষ ছিলেন। অতএব তাঁর ছায়া থাকাই
স্বাভাবিক। ছায়াহীন হওয়ার জন্য তাঁকে নূরের সৃষ্টি হওয়ার প্রয়োজন ছিল। অথচ
আল্লাহ বলেন, হে নবী তুমি বলে দাও যে, ‘আমি তোমাদের মত একজন মানুষ মাত্র’ (কাহ্ফ ১৮/১১০)।
অন্যত্র আল্লাহ বলেন, ‘(নবী) অন্য কিছুই নয়, বরং তোমাদের মতই একজন মানুষ।
তোমরা যা খাও, সে তা খায়। তোমরা যা পান কর, সে তা পান করে’ (মুমিনূন ২৩/৩৩)।
নবী করীম (ছাঃ) বলেন, ‘আমি যখন দ্বীন সম্পর্কে তোমাদের কোন নির্দেশ দেই,
তখন তোমরা তা গ্রহণ কর। আর যখন আমার ‘রায়’ অনুযায়ী কোন কিছুর নির্দেশ দিই,
তখন (মনে রেখ) আমি তোমাদের মত একজন মানুষ’ (মুসলিম হা/২৩৬২; মিশকাত হা/১৪৭)। অতএব তাঁর ছায়া না থাকার প্রশ্নই আসে না।