প্রশ্ন (১৯/২৫৯) : আমাদের এখানে কসাইয়ের পেশায় যুক্ত অধিকাংশ মুসলমান ছালাত আদায় করে না। আবার পৌরসভা থেকে নিযুক্ত বিদ‘আতী ইমাম তা যবেহ করে। এই গোশত খাওয়া যাবে কি?
512 বার পঠিত
উত্তর : ‘বিসমিল্লাহ’ বলে যবহ করলে এরূপ গোশত খাওয়া জায়েয। বিদ‘আতীর যবহ এবং কসাইয়ের ছালাত আদায় না করার কারণে গোশত হারাম হবে না’ (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘ ফাতাওয়া ১২/৫০১; উছায়মীন, শারহুল মুমতে‘ ২৫/৬৬; নববী, আল-মাজমূ‘ ৯/৮০)।