উত্তর : ই‘তিকাফ করা সুন্নাত। রাসূল (ছাঃ) ও অন্যান্য সালাফগণ রামাযানে নিয়মিত ই‘তিকাফ করতেন (নববী, আল-মাজমূ‘ ৬/৫০১; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১৫/৪৪০; উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ২০/১৫৮)। সুতরাং কেউ ই‘তিকাফ করলে ছওয়াব প্রাপ্ত হবে। আর না করলেও গুনাহগার হবে না। অতএব গ্রামের কেউ ই‘তিকাফ না করলে সবাই গুনাহগার হবে এমন ধারণা ভিত্তিহীন।
প্রশ্নকারী : রফীকুল ইসলাম, বালিয়াডাঙ্গা, চাঁপাই নবাবগঞ্জ।