উত্তর : একাকী বা ইমাম অবস্থায় এমন সন্দেহ হ’লে এক রাক‘আত ছালাত আদায়ের শেষ বৈঠকে সহো সিজদা দিয়ে সালাম ফিরাবে। কারণ সূরা ফাতিহা ছালাতের অন্যতম রুকন। তবে মুক্তাদী অবস্থায় এমন সন্দেহ হ’লে তার কিছুই করতে হবেনা, স্রেফ ইমামের অনুসরণ করবে (বুখারী হা/৭৫৬; মুসলিম হা/৩৯৪; মিশকাত হা/৮২২; বুখারী হা/৭৮৩; মিশকাত হা/১১১০; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১১/২৭৬)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, নরসিংদী।