উত্তর : পূর্বের ভুল পদ্ধতিতে করা ওযূ ও গোসলের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাইবে এবং সঠিক নিয়মে ওযূ-গোসল করে ইবাদত করবে। এটাই তার জন্য যথেষ্ট হবে। কেননা ছালাতে ভুলকারী ব্যক্তিকে রাসূল (ছাঃ) চলমান ছালাতকে সঠিকভাবে পড়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু পূর্বের ভুল পদ্ধতিতে আদায়কৃত ছালাত পুনরায় আদায় করতে বলেননি (মুত্তাফাক আলাইহ, মিশকাত হা/৭৯০; ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ২৩/৩৭)। আর নিয়তের বিশুদ্ধতার কারণে আল্লাহ তার আমলসমূহ কবুল করবেন এবং ক্ষমা প্রার্থনার কারণে কৃত ভুল ক্ষমা করবেন ইনশাআল্লাহ।
প্রশ্নকারী : আব্দুছ ছামাদ, ঢাকা।