উত্তর : হ্যাঁ সঠিক। ইবনু আববাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) এক মাস যাবৎ যোহর, আছর, মাগরিব, এশা ও ফজরের ছালাতে কুনূতে নাযেলাহ পড়েছিলেন। তিনি শেষ রাক‘আতে রুকূর পরে দো‘আয়ে কুনূত পড়তেন এবং মুক্তাদীগণ আমীন আমীন বলতেন (আবুদাঊদ হা/১৪৪৩; মিশকাত হা/১২৯০; মির‘আত ৪/৩০৭; ছালাতুর রাসূল (ছাঃ) ১৬৭ পৃ.)।