
উত্তর : এজাতীয় বিষয়ে পড়াশুনা করা ইসলামী শিক্ষার বিপরীত নয়, যদি তা দ্বীনের পক্ষে বা মানবকল্যাণে ব্যবহৃত হয়। তবে সেক্ষেত্রে দ্বীনের উপর টিকে থাকার জন্য কিছু কর্তব্য রয়েছে। যেমন- (১) ধর্মীয় বিধিবিধান যথাযথভাবে পালন করা। (২) ইবাদতগুলো সময়মত আদায় করা। (৩) পাঠ্যবস্ত্ত যেন দ্বীনের কোন মৌলিক সত্যের বিরোধী না হয়, সেদিকে সতর্কতার সাথে লক্ষ্য রাখা। (৪) দ্বীনী অনুষ্ঠানে বা মজলিসে উপস্থিত হওয়া। (৫) দ্বীনী সংগঠনের সাথে যুক্ত থাকা, সৎ লোকদের সাথে উঠাবসা করা এবং মন্দ লোকদের সঙ্গ পরিহার করা। (৬) নবীদের জীবনী, সীরাতুর রাসূল ও ছাহাবায়ে কেরাম এবং সালাফদের জীবনী পাঠ করা। এতে আশা করা যায় যে, দ্বীনের উপর টিকে থাকা সহজ হবে।
প্রশ্নকারী : আব্দুর রহমান, সদরপুর, ফরিদপুর।