
উত্তর : উভয়টিই সঠিক। জানাযার ছালাতান্তে ডান দিকে এক সালাম ও দুই দিকে সালাম উভয়ই জায়েয। এই মর্মে একাধিক ছহীহ হাদীছ, ছাহাবায়ে কেরামের বক্তব্য ও সালাফগণের আমল রয়েছে (দারাকুৎনী হা/১৮৩৯; বায়হাক্বী, সুনানুল কুবরা ৬৯৮২; ও ১৮৬৪; আলবানী, আহকামুল জানায়েয, মাসআলা ক্রমিক ৮৩)। অতএব জানাযার ছালাতে শুধু ডান দিকে অথবা উভয় দিকে সালাম ফিরানো উভয়টিই জায়েয।
প্রশ্নকারী : শফীকুল ইসলাম, বগুড়া।