উত্তর : অনুতপ্ত হয়ে তওবা করলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আল্লাহ তা‘আলা বলেন, ‘অতঃপর যার নিকটে তার প্রভুর পক্ষ থেকে উপদেশ এসে গেছে এবং সে বিরত হয়েছে, তার জন্য পিছনের সব গোনাহ মাফ। তার (তওবা কবুলের) বিষয়টি আল্লাহর উপর ন্যস্ত’ (বাক্বারাহ ২/২৭৫)। অতএব ভবিষ্যতে এরূপ বিদ‘আতী কার্যক্রমে অংশগ্রহণ না করার প্রত্যয়ে আল্লাহর নিকট ক্ষমা চাইলে যথেষ্ট হবে ইনশাআল্লাহ।
প্রশ্নকারী : মুস্তাফীযুর রহমান, পাগলা, নারায়ণগঞ্জ।