উত্তর :
উক্ত দাবী ঠিক নয়। কারণ হাদীছে উক্ত শর্ত উল্লেখ করা হয়নি। এটা শরী‘আতের
নির্দেশকে অমান্য করার অপকৌশল মাত্র। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, তিন শ্রেণীর
লোকের সাথে আল্লাহ ক্বিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না,
তাদেরকে পবিত্র করবেন না; তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। তন্মধ্যে ১ম
ব্যক্তি হ’ল অহংকার বশে টাখনুর নীচে কাপড় পরিধানকারী (২) দান করে খোটা
দানকারী এবং (৩) মিথ্যা কসম করে পণ্য বিক্রয় কারী (মুসলিম, মিশকাত হা/২৭৯৫)। অন্য হাদীছে এসেছে, ঐ ব্যক্তি মাটিতে ধসে যাবে এবং ক্বিয়ামত পর্যন্ত হয়রান অবস্থায় চিৎকার দিতে থাকবে (বুখারী, মিশকাত, হা/৪৩১৩)। কাজেই পায়ে মোযা থাক বা না থাক কোন অবস্থাতেই টাখনুর নীচে কাপড় পরা যাবে না। অন্যথায় উক্ত হাদীছে বর্ণিত শাস্তির আওতায় পড়ে যাবে।