উত্তর :
মাহে রামাযানের সম্মানার্থে জান্নাতের দরজা খোলা হয় এবং জাহান্নামের দরজা
বন্ধ রাখা হয়। উক্ত হাদীছ সম্পর্কে ক্বাযী ইয়ায বলেন, এর অর্থ হল: যেসব
আমলের মাধ্যমে জান্নাত অর্জিত হয় আল্লাহ রামাযান মাসে সেসব আমলের পথ আরো
বেশী উন্মুক্ত করে দেন এবং যেসব আমলের দরুণ জাহান্নামে অবধারিত হয়, সেসব
আমলের প্রবণতা হ্রাস করে দেন’। সুতরাং জাহান্নাম দরজা বন্ধের অর্থ এই নয়
যে, রামাযান মাসে কোন পাপী ব্যক্তি মারা গেলে সে জান্নাতে প্রবেশ করবে এ
কথা হাদীছ দ্বারা প্রমাণিত নয় (মুসলিম হা/২৪৯২ ‘নববী’ পৃঃ ১৮৭)।