উত্তর : মিষ্টি অথবা নিজ গাছের ফলমূল হাদিয়া হিসাবে ছওয়াব লাভের আশায় খাওয়ালে খাওয়া যাবে। এর ফযীলত বর্ণিত হয়েছে (ইবনু মাজাহ হা/৩২৫১)।
তবে খাওয়ার বিনিময়ে দো‘আ করতে হবে এই নিয়তে খাওয়া বৈধ হবে না। দু’হাত
তুলে সম্মিলিতভাবে দো‘আ করাও যাবে না। কেউ দো‘আ চাইলে প্রত্যেকে
ব্যক্তিগতভাবে তার জন্য দো‘আ করবে (বুখারী হা/৪৩২৩)।