উত্তর : আল্লাহ বলেন, তোমরা ধীরে ও শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত কর (মুযযাম্মিল ৪)। কুরআন তেলাওয়াত শুদ্ধ না হলে শব্দের অর্থ পরিবর্তিত হয়ে গুনাহের সম্ভাবনা থাকে, তবে ছালাত হয়ে যাবে (ফাতাওয়া লাজনা দায়েমা ৭ম খন্ড, পৃঃ ৩৪৮)।
বিশুদ্ধভাবে কুরআন তেলাওয়াতের গুরুত্ব অপরিসীম। যেমন- الْحَمْدُ للهِ ও الْهَمْدُ للهِ প্রথমটিতে ‘হায়ে হুত্ত্বি’ (ح), যার অর্থ ‘সকল প্রশংসা আল্লাহ্র জন্য’। দ্বিতীয়টিতে ‘হায়ে হাউয়ায’ (ــ) যার অর্থ সকল ধ্বংস আল্লাহ্র জন্য’ (না‘ঊযুবিল্লাহ)। অমনিভাবে (قُلْ) অর্থ তুমি বল এবং (كُلْ) অর্থ তুমি খাও। অনুরূপ لااله الاالله অর্থ আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং لإله إلاالله যার অর্থ আল্লাহ ছাড়া অবশ্যই ইলাহ আছে। অতএব মাদ ও মাখরাজ সহ তেলাওয়াত করা মুসলিম উম্মাহ্র উপর ফরয দায়িত্ব।