উত্তর :
মাদানী জীবনে প্রথম জানাযার বিধান জারি হয়। ১লা হিজরীর শাওয়াল মাসে বদর
যুদ্ধের পূর্বে খ্যাতনামা আনছার ছাহাবী আস‘আদ বিন যুরারাহ (রাঃ) অল্প বয়সে
মৃত্যুবরণ করেন এবং ১ম ছাহাবী হিসাবে বাক্বী‘ গোরস্থানে কবরস্থ হন। তিনিই
ছিলেন ১ম মাইয়েত, আল্লাহ্র রাসূল (ছাঃ) যার জানাযা পড়েন’ (আল-ইছাবাহ ক্রমিক : ১১১; ছালাতুর রাসূল (ছাঃ), পৃঃ ১৯০, টীকা-৮৭০)।