উত্তর :
ছালাতে নারী ও পুরুষ সকলকেই স্ব স্ব কাতারে পায়ে পা ও কাঁধে কাঁধ মিলিয়ে
দাঁড়াতে হবে। হযরত আনাস (রাঃ) বলেন, ‘রাসূলুল্লাহ (ছাঃ) যখন আমাদেরকে কাতার
সোজা করে নেওয়ার জন্য বলতেন, তখন আমরা পরস্পরে কাঁধের সাথে কাঁধ পায়ের
সাথে পা মিলিয়ে দাঁড়াতাম’ (বুখারী ১/২১৯ পৃঃ; হা/৭২৫ ‘আযান’ অধ্যায়, অনুচ্ছেদ ৭৬)। রাসূল (ছাঃ)-এর বাণী- ‘তোমরা ছালাত আদায় কর সেভাবে, যেভাবে আমাকে ছালাত আদায় করতে দেখছ’ (বুখারী হা/৬৩১)। নারী-পুরুষ সকল মুছল্লী এ নির্দেশের অন্তর্ভুক্ত।