উত্তর : এটা কুফুরী পদ্ধতি। কারণ এটা এক ধরনের গায়েবী খবর প্রকাশ করা। আর গায়েবী খবর কেবলমাত্র আল্লাহই জানেন (নামল ৬৫)। এটা গণকরা করে থাকে। তাদের কাছে যেতে শরী‘আতে নিষেধ করা হয়েছে (আবুদাঊদ হা/৩৯০৪; মিশকাত হা/৪৫৯৯)। এমনকি যদি কেউ গণককে এ বিষয়ে কিছু জিজ্ঞাসাও করে, তাহ’লে তার চল্লিশ দিনের ছালাত কবুল হবে না’ (মুসলিম, মিশকাত হা/৪৫৯৫)। অতএব এটা করা এবং করানো দু’টিই হারাম এবং শিরকের অন্তর্ভুক্ত।