প্রশ্ন (৩১/৪৭১) : আমাদের এলাকার অধিকাংশ আলেম ই‘তেকাফে বসা অবস্থায় গোসল করা যাবে না বলে ফৎওয়া দেন। এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত জানিয়ে বাধিত করবেন।
578 বার পঠিত
উত্তর: কথাটি
সঠিক নয়। ই‘তেকাফ অবস্থায় গোসল করা জায়েয। গোসল মানুষের শারীরিক সুস্থতার
জন্য একান্ত প্রয়োজন। আর রাসূল (ছাঃ) ই‘তেকাফ অবস্থায় প্রয়োজনীয় কাজ করেছেন
(বুখারী, মুসলিম, মিশকাত হা/২১০০)।