উত্তর : শুধু
বৃষ্টি, বন্যা বা নালার পানিতে ফসল উৎপন্ন হ’লে ১০ ভাগের এক ভাগ ওশর দিতে
হবে এবং শুধু সেচের পানিতে উৎপাদন হ’লে ২০ ভাগের এক ভাগ ওশর দিতে হবে (বুখারী, মিশকাত হা/১৭৯৭)।
ওশর ও নিছফে ওশর সম্পর্কিত হাদীছের মর্ম অনুযায়ী ইমাম শাওকানী (রহঃ) বলেন,
‘যে শস্য চাষে অধিক খরচ হয় না, সেখানে দশ ভাগের একভাগ এবং যে শস্য চাষের
খরচ অধিক, সেখানে বিশ ভাগের এক ভাগ ওশর দিতে হবে’। ইমাম নববী বলেন, ‘এ
বিষয়ে বিদ্বানগণ সকলে একমত’ (নায়লুল আওত্বার ৫/১৮১ পৃঃ ‘ফসল ও ফলের যাকাত’ অনুচ্ছেদ)।