উত্তর :
ইমাম সূরা ফাতিহা পাঠ করেছেন এবং তার সাথে কুরআনের কিছু অংশ পড়েছেন। অতএব
তাঁর ছালাত শুদ্ধ হয়েছে। রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন, ثُمَّ اقْرَأْ
بِأُمِّ الْقُرْآنِ وَبِمَا شَآءَ اللهُ أَنْ تَقْرَأَ ‘অতঃপর তুমি ‘উম্মুল
কুরআন’ অর্থাৎ সূরায়ে ফাতিহা পড়বে এবং যেটুকু আল্লাহ ইচ্ছা করেন কুরআন
থেকে পাঠ করবে’... (আবুদাঊদ হা/৮৫৯, মিশকাত হা/৮০৪, ‘ছালাতের বিবরণ’ অনুচ্ছেদ)। তাকে পুনরায় ছালাত আদায়ে বাধ্য করে অন্যায় হয়েছে। অতএব ইমামের নিকট ক্ষমা চেয়ে নিয়ে পরস্পরে মহববত সৃষ্টি করা আবশ্যক।