উত্তর :
হযরত আব্দুল্লাহ ইবনু আববাস (রাঃ) বলেন, নবী করীম (ছাঃ) বলেছেন, আদম
সন্তানকে ধন-সম্পদে পরিপূর্ণ দু’টি উপত্যকাও যদি দেওয়া হয়, সে তৃতীয়টির
আকাংখা করবে। আদম সন্তানের পেট মাটি ব্যতীত অন্য কিছু পূর্ণ করতে পারবে না’
(বুখারী, মুসলিম, মিশকাত হা/৫২৭৩)। অত্র হাদীছে মৃত্যুর আগ
পর্যন্ত মানুষ যে দুনিয়ার প্রতি আসক্ত থাকবে তার প্রতি ইঙ্গিত করা হয়েছে।
মৃত্যুর পর কবরের মাটি তার পেট তথা আকাংখা পূর্ণ করবে (নববী, শরহ মুসলিম)।
খাদ্য গ্রহণে মাধ্যমে উদরপূর্তি হলে যেমন মানুষের ক্ষুধা মিটে যায়, তেমনি
মৃত্যু মানুষের সকল আশা-আকাংখার পরিসমাপ্তি ঘটায়। অতএব ‘মাটি ব্যতীত’ অর্থ
কবরের মাটি ব্যতীত।