উত্তর : যেকোন মুসলিম কর্তৃক বিসমিল্লাহ বলে যবেহ করা পশুর গোশত খাওয়া জায়েয। গাফলতির কারণে কেউ ছালাত পরিত্যাগ করলে তাকে ছালাত আদায়ের উপদেশ দিতে হবে। কারণ ইচ্ছাকৃতভাবে ছালাত পরিত্যাগ করা কুফরীর পর্যায়ভুক্ত মহাপাপ (মুসলিম হা/৮২; মিশকাত হা/৫৬৯)। তবে সে যদি ছালাত অস্বীকারকারী হয়, তাহ’লে তার যবেহকৃত প্রাণীর গোশত খাওয়া যাবে না। কারণ এমতাবস্থায় সে কাফির’ (শায়খ বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১০/২৭৪-৭৬)।
-তাওহীদুল ইসলাম, পশ্চিমবঙ্গ, ভারত।