উত্তর : সূদী ব্যাংকে প্রকৌশলী হিসাবে কাজ করা যাবে না। কারণ তাতে অন্যায় কাজে সহযোগিতা করা হবে (ফাতাওয়া লাজনা দায়েমা ১৫/৪১; ফাতাওয়া ইসলামিয়া ২/৮৭১)।
অনুরূপভাবে রেডিও ও টেলিভিশনে যদি অশ্লীলতা, গান-বাজনা প্রচার করা হয়, তবে
সেখানেও চাকুরী করা জায়েয হবে না। কেননা এতে এসব অন্যায় কর্ম ও অশ্লীলতা
প্রচারে সহযোগিতা করা হয়, যা নিষিদ্ধ (মায়েদা ৫/২)। এর চেয়ে ভয়াবহ
ব্যাপার হ’ল, এতে চলমান গুনাহে জড়িত হ’তে হয়, যাতে ব্যক্তি নিজে সরাসরি
পাপে যুক্ত না থেকেও অন্যের পাপের বোঝা বহন করে (নাহল ১৬/২৫; মুসলিম হা/২৬৭৪)। তবে স্রেফ ইসলামী অনুষ্ঠান বা সংবাদ প্রচারের জন্য হ’লে উক্ত প্রতিষ্ঠানে চাকুরীতে বাধা নেই।