উত্তর : হ্যাঁ। অমুসলিমদের উপর হদ ও তা‘যীর বিধান চালু ছিল। যেমন জনৈক ইহুদী এক আনছারী কিশোরীর মাথা পাথর দ্বারা পিষে দিলে রাসূল (ছাঃ) নির্দেশনায় উক্ত ইহুদীর মাথাও পিষে দেওয়া হয় (বুখারী হা/২৪১৩; মিশকাত হা/৩৪৫৯)। জনৈক ইহুদী বিবাহিত নারী-পুরুষ যেনা করলে তারা রাসূলের নিকট বিচার পেশ করে। রাসূল (ছাঃ) তাদের রজম করার নির্দেশ দেন (বুখারী হা/৪৫৫৬; দারেমী হা/২৩৭৬)। হাফেয ইবনু হাজার (রহঃ) বলেন, এই হাদীছের উপকারিতা হ’ল- যিম্মী কাফির যেনা করলে তার উপর হদ্দ কায়েম করা ওয়াজিব (ফাৎহুল বারী ১২/১৭০)।