উত্তর : এখানে ছালাত আদায় করায় কোন বাধা নেই। তবে ওয়াকফকারীর ওয়াকফের জন্য কমিটিতে ভালো পদ পাওয়া বা অন্য কোন স্বার্থ হাছিলের ইচ্ছা করা নিতান্তই অন্যায় ও নির্বুদ্ধিতার পরিচায়ক। এরূপ করলে তাকে তওবা করতে হবে। নতুবা কেবল নিয়তে গরমিলের কারণে ওয়াকফের প্রভূত নেকী থেকে তিনি বঞ্চিত হবেন (বুখারী হা/১)। স্মর্তব্য যে, ওয়াকফকৃত জমিতে কারো অধিকার থাকে না (মুত্তাফাক্ব ‘আলাইহ, মিশকাত হা/৩০০৮)।