প্রশ্ন (১২/৩৫২) : আমার ভাড়ায় চালিত কয়েকটি গাড়ি ও ট্রাক আছে, যা মাঝে মাঝে নিজস্ব কাজেও ব্যবহৃত হয়। এর যাকাত দিতে হবে কি? দিতে হ’লে কিভাবে দিতে হবে?
764 বার পঠিত
উত্তর : এরূপ গাড়ির মূল্যের উপর যাকাত দিতে হবে না (বুখারী হা/১৪৬৩; মুসলিম হা/৯৮২; মিশকাত হা/১৭৯৫)। বরং তা থেকে উপার্জিত অর্থের যাকাত দিতে হবে (আব্দুল্লাহ বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১৪/১৮১)।