উত্তর : এমতাবস্থায়
দাওয়াত দাতার অনুমতি নিতে হবে। অন্যথায় ফিরে যাবে। আবু মাসঊদ (রাঃ) হ’তে
বর্ণিত তিনি বলেন, আবু শু‘আইব নামক জনৈক আনছারী রাসূল (ছাঃ)-কে দাওয়াত দিলে
তিনি তাঁর সাথে অতিরিক্ত একজন নিয়ে আসলেন। তখন নবী করীম (ছাঃ) বললেন, ‘এ
আমাদের সঙ্গে এসেছে। তুমি ইচ্ছা করলে একে অনুমতি দিতে পার। আর তুমি যদি চাও
সে ফিরে যাক, তবে সে ফিরে যাবে। ছাহাবী বললেন, না, আমি তাকে অনুমতি দিলাম’
(বুখারী হা/২০৮১; মুসলিম হা/২০৩৬; মিশকাত হা/৩২১৯)।