উত্তর : ইয়াতীমের সম্পদের রক্ষণাবেক্ষণ এবং ব্যয় নির্বাহের দায়িত্ব নিবেন দাদা। তবে পিতা মৃত্যুকালে কারো ব্যাপারে অছিয়ত করে গেলে সে-ই ইয়াতীমের সম্পদ দেখা-শুনা করবে। যদি দাদা না থাকে বা পিতা কারো ব্যাপারে অছিয়ত করে না যান, তাহ’লে স্থানীয় জনপ্রতিনিধি বা আদালত ইয়াতীমের জন্য কল্যাণকামী কাউকে যিম্মাদার নিযুক্ত করবে। মাকে ইয়াতীম সন্তানের জন্য অধিক কল্যাণকামী মনে হ’লে আদালত তাকেও এই দায়িত্ব দিতে পারে। তবে সে ইয়াতীম সন্তানদের রেখে অন্যত্র বিবাহ করলে অধিক কল্যাণকামী হিসাবে গণ্য নাও হ’তে পারে। এজন্য বিচারক সার্বিক বিষয় বিবেচনা করে ফয়ছালা দিবেন (হাশিয়াতুল বুজায়রামী ২/৪৪২; বাহুতী, কাশশাফুল কেনা‘ ৩/৪৪৭)।
প্রশ্নকারী : হোসনে মোবারক, চিলমারী, কুড়িগ্রাম।