উত্তর :
এরূপ করা জায়েয নয়। আল্লাহ বলেন, ‘তোমরা খাও এবং পান কর। তবে অতিরিক্ত
খেয়ো না ও পান কর না। নিশ্চয়ই আল্লাহ অতিরিক্ত করা পসন্দ করেন না’ (আ‘রাফ ৩১)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘তোমরা খাও, পান কর, পরিধান কর এবং দান কর। তবে অতিরিক্ত কর না এবং অহংকারমূলক কর না’ (আহমাদ, ইবনে কাছীর হা/৩০৯৫)।
রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘আদম সন্তান যেসব পাত্র ভর্তি করে তার মধ্যে পেট
সবচেয়ে মন্দ। আদম সন্তানের জন্য এই পরিমাণ কয়েক লোক্বমাই যথেষ্ট। যা দ্বারা
সে নিজের কোমরকে সোজা রাখতে পারে। যদি এর অধিক খাওয়া প্রয়োজন মনে করে তবে
এক তৃতীয়াংশ খাদ্য, আরেক তৃতীয়াংশ পানীয় এবং অপর তৃতীয়াংশ শ্বাস-প্রশ্বাসের
জন্য খালি রাখবে’ (ইবনে মাজাহ, মিশকাত হা/৫১৯২, সনদ ছহীহ)।