
উত্তর : উক্ত কর্ম তা‘বীয হিসাবেই গণ্য হবে। রাসূলুল্লাহ কোন কিছু ঝুলাতে নিষেধ করেছেন। কারণ ঝুলন্ত বা লটকানো বস্ত্তর প্রতি নির্ভর করা স্পষ্ট শিরক। তা‘বীয থাকার কারণে রাসূল (ছাঃ) এক ছাহাবীর বায়‘আত নেননি। তা কেটে ফেলে দেয়া হ’লে তিনি তার বায়‘আত গ্রহণ করেন এবং বলেন, ‘যে ব্যক্তি তা‘বীয লটকালো সে শিরক করল’ (আহমাদ হা/১৬৯৬৯; ছহীহাহ হা/৪৯২)। অন্য হাদীছে এসেছে, ‘যে ব্যক্তি কোন কিছু লটকালো, তাকে তার উপরই নির্ভরশীল করে দেয়া হয়’ (তিরমিযী হা/২০৭২; মিশকাত হা/৪৫৫৬; ছহীহুত তারগীব হা/৩৪৫৬)।
প্রশ্নকারী : লীনা খাতুন, খুলনা।