উত্তর : যখন আর্থিক সক্ষমতা আসবে তখনই আক্বীক্বা করবে। কারণ রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘বাচ্চা আক্বীক্বার সাথে বন্ধক থাকে। তার পক্ষ থেকে সপ্তম দিনে আক্বীক্বা করতে হবে, নাম রাখতে হবে এবং মাথা মুন্ডন করতে হবে’ (আবুদাঊদ, মিশকাত হা/৪১৫৩ ‘আক্বীক্বা’ অনুচ্ছেদ)। তাছাড়া রাসূলুল্লাহ (ছাঃ) নবুআত প্রাপ্তির পর নিজে তার আক্বীক্বা দিয়েছিলেন (ত্বাবারাণী আওসাত্ব হা/৯৯৪; ছহীহাহ হা/২৭২৬)।
প্রশ্নকারী : নাজমুছ ছাকিব, তালা, সাতক্ষীরা।